Wednesday, February 1, 2012

রবির নতুন ইন্টারনেট মডেম ও প্যাকেজ এ যা যা আছে

রবির নতুন ইন্টারনেট মডেম ও প্যাকেজ এ যা যা আছে
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভাল। আমরা যারা নতুন ইন্টারনেট সংযোগ কিনতে চাই তাদের জন্য আমার এ পোস্ট। আজ আমি রবি মডেম নিয়ে আলোচনা করবো এবং জানানোর চেস্টা করবো কি কি আছে এতে। রবি তাদের গ্রাহকদের জন্য খুব আকর্ষনীয় ইন্টানেট মডাম নিয়ে এলো বাজারে। সাথে রয়েছে নতুন একটি প্যাকেজ। চলুন জানা যাক কি কি আছে এতে…
aging_WEB730X300
কি আছে রবি মোডামে …….
  • HSDPA/UMTS ২১০০ মে.হার্টজ্‌
  • AG/GPRS/GSM ১৯০০১৮০০/৯০০
  • HSDPA যাটা রেট ৩.৬ MBPS
  • SMS ও ভয়েস সার্ভিস
  • প্লাগ এ্যান্ড প্লে
  • Windows 7/Vista/XP/2000 ও Mac তে সহযে ব্যবহার করা যাবে
  • SIM লাগানোর যয়গা
এবার দেখা যাক কি আছে রবি প্যাকেজে………..
  • একটি  ইন্টারনেট মোডেম
  • একটি  প্রিপেইড সিম
  • 1 জিবি ফ্রি (ড্যাটা)
  • বান্ডলের সাথেই থাকছে ১ জিবি ড্যাটা (৩০ দিন মেয়াদের)
  • প্রতিবার ১ জিবি কিনলে আরো ১ জিবি ফ্রি পাবেন।১ জিবির দামের ২ জিবি পাবেন।
  • প্রতি ১ জিবি ড্যাটা প্যাকের মেয়াদ থাকবে ৩০ দিন।
  • অন্য কোন পরিমাণ ড্যাটা কিনলে এই বোনাস পাবেন না।
  • কেবল বান্ডল গ্রাহকদের জন্যেই এই অফার প্রযোজ্য থাকবে।
  • অফারটি শুরু হলো ১৪ এপ্রিল ২০১১ তারিখ থেকে  চলবে আগামী ৩ মাস
এবার দেখুন কি ভাবে আফারটি চালু করবেন……..
  • ১১১ ডায়াল করে কিংবা ভয়েস কল করে এই অফারটি চালু করতে পারবেন
  • *৮৪৪৪*৮৫# ডায়াল করে ১ জিবি ভলিউম প্যাক কিনতে পারবেন।
  • *২২২*৮১# ডায়াল করে আপনার ব্যালান্স জানতে পারেন।
রবি ইন্টারনেট মডেম এখন মাত্র ১৫৫০ টাকায়। ইন্টারনেট সিম সহ সকল রবি কেন্দ্রে পাওয়া যাবে। সকল  রবি গ্রাহকসেবা কেন্দ্র থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ…….
এরকম আরও কিছু পোস্টঃ

No comments:

Post a Comment