Tuesday, July 24, 2012

কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS-FAT)


আসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজ এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশের-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। ভাল থাকার প্রথম শর্ত হচ্ছে সব সময়ই হাসি খুশি থাকা। আর তাই টিউনারপেজের সকলের প্রতি প্রত্যাশা সবাই সব সময়ই হাসি খুশি থাকবেন। icon biggrin কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT) icon biggrin কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT) icon biggrin কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT) icon biggrin কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT) icon biggrin কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT) icon biggrin কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT) icon biggrin কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)
আজ একটি ভিন্ন জিনিসের পোস্ট নিয়ে আপনাকে সামনে হাজির হয়েছি। সময়ের অভাবে আপনাদের সাথে তেমন যোগাযোগ হয় না বিধায় আমি দুঃখিত। আশা করি সবাই নিয়মিত পোস্ট, কমেন্ট করবেন। icon smile কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)
Picture4 কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)
সাধারণত হার্ডডিস্কের ড্রাইভ ফরম্যাট (যেমনঃ- NTFS, FAT ইত্যাদি) পরিবর্তন করতে আমাদের নতুন করে হার্ডডিস্ক পার্টিশান করতে হয়। এতে আমাদের প্রয়োজনিয় ডাটা হারাতে হয়।  কিন্তু আজ আপনাদের দেখাবো কোন প্রকার পার্টিশন বা ডাটা না হারিয়েই ড্রাইভ ফরম্যাট পরিবর্তন করা।

FAT to NTFS ফরম্যাটে কনভার্ট


ফ্যাট ফরম্যাট থেকে এনটিএফএস ফরম্যাটে পরিবর্তন করার জন্য আমরা Convert.exe ফাইলটি ব্যবহার করব। ভয় পাবেন না। এটা আপনার উইন্ডোজের সাথে সাথেই বিল্ট-ইন ভাবেই আছে। তাহলে চলুন কাজে চলে যাই।
  • প্রথমে কমান্ড প্রোম্পট খুলুন। এজন্য Stat Menu —> Run —> cmd লিখে এন্টার করুন।
  • তাহলে কমান্ড প্রোম্পট আসবে। এবার লিখুন help convert ও এন্টার দিন।
  • তাহলে নিচের মতো আসবে।
Picture1 কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)
  • আবার কমান্ড প্রোম্পট উইন্ডোটি খুলুন।
  • এবার কমান্ড প্রোম্পটে লিখুনঃ convert ড্রাইভ লেটার: /fs:ntfs (ড্রাইভ লেটার বলতে C D E F ইত্যাদি ড্রাইভ লেটার।)
  • তাহলেই কনভার্ট হয়ে যাবে NTFS ফরম্যাটে।
বিঃদ্রঃ এই পদ্ধতিতে আপনি কনভার্ট করার পর আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন না। এজন্য আপনাকে নতুন করে পার্টিশান করতে হবে।

NTFS to FAT32  ফরম্যাটে কনভার্ট


NTFS থেকে FAT32 এ কনভার্ট করতে চান, তাহলে আপনাকে একটি টুলস ব্যবহার করতে হবে। এর নামঃ AOMEI Ntfs to Fat32 Converter. এই টুলসটির মাধ্যমে আপনি এক নিমিষেই কনভার্ট করে নিতে পারবেন ড্রাইভ ফরম্যাট। সফটওয্যারটি সাপোর্ট করেন Windows 8/7/Vista/XP/2000 ও Windows Server 2000/2003/2008 (32bit ও 64bit).
Picture3 কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)

যেকোন ফরম্যাটের ড্রাইভকে ইচ্ছা মতো ড্রাইভ ফরম্যাটে কনভার্ট


এই কাজটি করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সফটওয়্যারটির নামঃ Spotmau PowerSuite.চলুন একটা কাজ করি এটা দিয়ে।
  • প্রথমে একটা ড্রাইভ নির্বাচন করুন। আমরা FAT এর একটি ড্রাইভ নিলাম।
select partition কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)
  • এবার Partition Management —>”Convert” এ ক্লিক করুন।
click convert কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)
বিঃদ্রঃ আপনি যদি NTFS to FAT ফরম্যাটে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে একটি নোর্টিফিকেশান দিবে। Yes করুন।
check partition কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)
  • এবার পছন্দের ফরম্যাটি সিলেক্ট করে OK করুন।
converting partition কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)
  • কনভার্ট শেষ হলে আপনাকে একটি ম্যাসেজ দিবে। OK করুন।
finish convertion কোন প্রকার ডাটা না হারিয়েই আপনার ড্রাইভের ফরম্যাট পরিবর্তন করুন (NTFS FAT)

ডাউনলোড লিংক


তাহলে এবার কাজ সেরে ফেলুন। সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ…

COUNTER W