Thursday, February 16, 2012

৩৬ টি রেডিও আপনারই জন্য

সব্বাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউন!! আশা করি এই শীতের মাঝে দুপুর বেলাটা খুব এঞ্জয় করছেন। করুন বা না করুন অন্তত কেও এটা বলতে পারবেন না যে এখন “ঈশ কি কাঠ ফাটা রোঁদ” ।
ত যাই হোক আমি Rj Tamim আপনাদের সাথে এখন একটি কোড শেয়ার করতেই মূলত এসেছি। এই কোডটি আপনি আপনার ব্লগে/সাইটে লাগিয়ে ৩৬ টি রেডিও শুনতে পারবেন।

কোডটি নিন>>>>
<script language=”javascript” type=”text/javascript” src=”http://www.amarputhia.com/widget/bangla_OnliNE_radio.js“></script>
আপনার ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস.org (ওয়ার্ডপ্রেস.Com এ কাজ করবে না) দিয়ে বানানো ব্লগটিতে কোড টি লাগিয়ে দিন। তাহলেই উপরের পিকের মতন একটি রেডিও আপনার ব্লগে চলে আসবে।
আশা করি সকলেই জানেন এসব কোড কিভাবে ব্লগে ব্যাবহার করতে হয়। তার পরেও যারা জানেন না তাদের বলছি>>

ওয়ার্ডপ্রেসঃ-

ড্যাশবোর্ড মেন্যুবার>>আপিয়ারেন্স থেকে >> উইজেট এ চলে যান>> একটি Text ফাইল নিয়ে তা সাইডবাড়ে লাগিয়ে তার মাঝে কোড বসিয়ে সেভ করুন :)

ব্লগস্পটঃ-

ড্যাশবোর্ড থেকে>> ডিজাইন এ চলে যান>> এড নিউ উইজেট থেকে Java কোড টি সিলেক্ট করে তাতে কোড দিয়ে সেভ করুন। তাহলেই আপনার কাজ শেষ। আমি নিজেও এই কোড টি আমার ব্লগস্পট ব্লগে ব্যাবহার করি ;)

সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন

COUNTER W