Saturday, May 5, 2012

ইউলিড ভিডিও স্টুডিও দিয়ে ভিডিও এডিটিং করুন খুব সহজে – ১

আপনাকে ভিডিও এডিটিং
টিউটোরিয়ালে স্বাগতম ।
আমি পূর্বেই বলেছি ইউলিড মিডিয়া স্টুডিওর চেয়ে ভিডিও স্টুডিও দিয়ে ভিডিও এডিটিং করা বেশ সহজ । তাছাড়া খুব কম সময়ে এডিটিং এর কাজ করা যায় ভিডিও স্টুডিও দিয়ে । মিডিয়া স্টুডিও দিয়ে ভিডিও এডিটিং শেখাছেন আমাদের টিজে আজমল ভাই । তাই আমি ভিডিও স্টুডিও নিয়ে টিউন শুরু করলাম ।
প্রথমে বলে নিই আমি ভিডিও এডিটিং এর এ টুঁ জেড জানিনা । তাই আমি সম্পূর্ণ টিউটোরিয়াল হয়ত দিতে পারবোনা । তবে যে টুকু জানি আপনাদের সাথে সেয়ার করব । আমি আপনাদের সাথে ছবি দেখে শেখার পদ্ধতিতে টিউন করব । ফলে নতুন ব্যবহার কারিদের বুস্তে খুব কষ্ট হবেনা ।
প্রথমে একটি কথা না বললেই নয় । ইউলিড ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাকে কিছু ইফেক্ট , ফিল্টার ইতাদি দিয়ে সাহায্য করলেও , আপনি যদি নজর কাড়া এডিট করতে চান , আপনাকে ফটোশপ , 3d কুল , ম্যাক্স ইত্যাদির পাশাপাশি বিভিন্ন প্লাগিন্স ও ইফেক্টের ব্যবহার জানতে হবে কিন্তু ।
আমি কিছু রেডিমেট উপকরন দিয়ে এখন টিউন করব । সে গুলো ডাউন লোড করে বা অন্য কোন ক্লিপ নিয়েও আপনারা অভ্যাস করতে পারেন । সেই উপকরন গুলো ও পোর্টেবল ulead-video-studio-plus-11 ডাউন লোড করতে চাইলে ক্লিক করুন ।
আজকের টিউনে আপনি পাবেন – ভিডিও ক্লিপ থেকে সাউন্ড মুছে । নতুন সাউন্ড সংযোগ করার পদ্ধতি । খুব সহজ একটি কাজ , আপনি মাত্র ১০ মিনিটে কাজ টি করতে পারেন । প্রথমে আপনি একটি গান বা আপনার ক্যমেরায় তোলা ভিডিও বা আমার দেয়া ক্লিপ দিয়ে অভ্যাস করতে পারেন ।
টিউন টি নিচের চিত্র গুলো দেখে বোঝার চেষ্টা করুন ।










































সমস্যা বোধ করলে কমেন্ট এ জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা করব অথবা পোস্ট টি এডিট করব । আপনাদের চাহিদা মত ।

উইন্ডোজ XP কে transform করুন উইন্ডোজ ৮ এ

আসসালামু আলাইকুম।
এটি আমার প্রথম টিউন তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
শুরু করা যাকঃ
আপনারা যারা উইন্ডোজ ৮ ব্যাবহার করতে চান কিন্তএক্সপি-র প্রতি মায়া অথবা উইন্ডোজ ৮-এর মিনিমাম requirements অনুযায়ী পিসি না থাকাই এক্সপি ব্যাবহার করসেন তাদর জন্য এই টিউন-টি।
আজ আমি আপনাদের সামনে উইন্ডোজ ৮ transformation pack-শেয়ার করতে যাচ্ছি।
প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি নামিয়ে নিন।
ফাইল টি ওপেন করুন এবং নিম্নুক্ত ধাপ গুলু অনুশরন করুন।
১ম ধাপ





২য় ধাপ



৩য় ধাপ





কম্পিউটার রিস্টার্ট দিন।
আপনার কম্পিউটার এখন উইন্ডোজ ৮-এ ট্রান্সফরম হল।
আপনাদের সারা পেলে নেক্সট টিউন-এ উইন্ডোজ ৮-এর বুট স্ক্রীন নিয়ে লিখব।
ফেসবুক-এ আমাকে পেতে ভিসিট করুনঃ www.facebook.com/ruhul0
তাসারা কোন হেল্প লাগ্লে আমাকে মেইল করে জানাতে পারেন।
আমার মেইল এড্রেস ruhul20@gmail.com
এতক্ষণ কষ্ট করে টিউন-টি পড়ার জন্য ধন্যবাদ।

উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে গেলে ৩টি কার্যকারী পন্থা বা ট্রিকস অবলম্বন করুন

আমরা কম্পিউটারের নিরাত্ত্বার জন্য উইন্ডোজ বা বায়োস পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। আর যদি কখনও পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমাদের করণীয় কি তা নির্ধারণ করতে পারি না। অনেক সময় নতুন করে উইন্ডোজ ইনষ্টল করতে হয়। কিন্তু সেক্ষেত্রে তথ্য হারাতে হতে পারে কিংবা অনেক প্রয়োজনীয় ইনষ্টল করা প্রোগ্রাম থাকবে না যা হইতো ব্যাকআপে নেই। সেক্ষেত্রে আপনাকে পুরানো উইন্ডোজই পেতে হবে যেকোন উপায়ে। আপনি পুরাতন পাসওয়ার্ড না পেলেও পাসওয়ার্ড মুছে দিতে পারেন। নিচে এমনই কিছু উপায় দেওয়া হলো।
কম্পিউটারের সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দেওয়া থাকলে তা মুছতে হলে সিস্টেমের ব্যাটারী কিছুক্ষণ খুলে রেখে কম্পিউটার চালালে দেখবেন সিস্টেমের কোন পাসওয়ার্ড নেই।



আর উইন্ডোজের পাসওয়ার্ডের ক্ষেত্রে বেশ কয়েকটি উপায় আছে।
পদ্ধতি ১:
আপনার কম্পিউটারের হার্ডডিক্সটি খুলে অন্য একটি কম্পিউটারের সাথে যুক্ত করে যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল দেওয়া আছে সে ড্রাইভ (ড্রাইভ ফরমেট FAT এর ক্ষেত্রে, NTFS হলে হবে না) windows\system32\config ফোল্ডারের sam ফাইলটি মুছে দিতে হবে। এবার আপনার কম্পিউটারে হার্ডডিক্স লাগিয়ে চালু করে দেখুন পাসওয়ার্ড ছাড়াও আগের ইউজারেই কম্পিউটার খুলছে।
পদ্ধতি ২:
এছাড়াও একটি বুটেবল ডিক্স দিয়ে ডস (DOS) মুডে কম্পিউটার চালু করুন (ড্রাইভ ফরমেট FAT এর ক্ষেত্রে, NTFS হলে হবে না) এবং সিস্টেম৩২ এর কনফিগ (system32\config) ফোল্ডারের যান (C:\windows\system32\config)। এরপর attrib -s -h -r sam কমান্ড লিখে এন্টার করুন এবং del sam কমান্ড লিখে এন্টার করে কম্পিউটার রিষ্টার্ট করে দেখুন আগের ইউজারেই পাসওয়ার্ড ছাড়ায় কম্পিউটার খুলছে।
পদ্ধতি ৩:
আর আপনার কম্পিউটারের ড্রাইভ ফরমেট যদি NTFS হয় তাহলে প্রথম দুটি পদ্ধতি কাজে লাগবে না। এজন্য উইন্ডোজ রিপিয়ারের মাধ্যমে পাসওয়ার্ড মুছতে হবে। প্রথমে উইন্ডোজ এক্সপির বুটেবল সিডি নিন এবং তা সিডি রমে প্রবেশ করান (প্রয়োজনে বায়সে প্রথম বুট হিসাবে সিডি রম সিলেক্ট করুন)। এরপর যখন Press any key to boot from CD আসবে তখন যেকোন কী চাপ দিন তাহলে ফাইল লোডিং শুরু হবে। এবার Welcome to Setup screen থেকে ENTER চাপুন এবং F8 চাপুন। পরবর্তী স্ক্রিন থেকে রিপিয়ার করার জন্য R চাপুন। এরপর ফাইল কপি হবার পরে কম্পিউটার সয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে। এরপর যখন কম্পিউটার ওপেন হবে তখন Press any key to boot from CD না চাপলে ইনষ্টলের পরবর্তী অংশ শুরু হবে। এখন প্রসেস বার আসার পরপরই SHIFT+F10 চাপুন তাহলে কমান্ড কনসল আসবে। এখানে NUSRMGR.CPL লিখে ENTER করুন তাহলে User Accounts ডায়ালগ বক্স আসবে। এখান থেকে ইচ্ছেমত ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলা যাবে বা পরিবর্তন করা যাবে। অবশেষে উইন্ডোজ রিপিয়ার শেষ করুন।

IPL আসর জমবে এবার মোবাইল এবং পিসিতে


আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই????? নিশ্চই ভাল। আবার  ছোটখাটো কিছু নিয়ে আসলাম আপনাদের উপহার দেবার জন্যে। আমার আজকের পোস্ট হচ্ছে  গেইম নিয়ে। গেইম আমরা মোটামোটি ভাবে সবাই পছন্দ করি। তবে আমি ক্রিকেট একটু বেশি পছন্দ করি। আগে প্রচুর খেলতামও কিন্তু পিসি নেয়ার পর থেকে খেলা হয়না বললেই চলে। যাউগ্গা এবার কাজের কথায় আসা যাক…………

এখনও যারা KFC IPL 2012 খেলেন নি তারা ঝটপট এখান থেকে ডাঊনলোড করে নিন। মাত্র 511MB এর। এছাড়া যাদের কাছে EA Cricket 2007 এর FULL virson আছে তারা এই টাroster টা ডাউনলোড করে extract করুন । যে KFC-IPL2012.ros file টা পাবেন তা রিনেম করে KFC.ros বানান। এবার আপনার KFC.ros টা EA Cricket 2007 এর মূল ফোল্ডারে কপি করে আসুন। আরউপভোগ করুন
gggg 300x220 IPL আসর জমবে এবার মোবাইল এবং পিসিতে
।কোন সমস্যা হলে ভিডিও টা দেখে নিন।
আপনার জাভা মোবাইলের জন্য খেলতে এখানে ক্লিক করুন।
IPL2012 Title 256x256 192x192 IPL আসর জমবে এবার মোবাইল এবং পিসিতে
সবাই ভাল থাকবেন ধন্যবাদ। বিদায়……..

অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)


টিউনার পেজের সাথে আছি প্রায় শুরু থেকে।টিউনার পেজের কোন টিউন মিস করা হয়না। কিন্তু কখনও লিখতে বসার সাহস হয়নি। তবু আজ লিখতে বসলাম।এটা আমার প্রথম টিউন। ভুল হলে অবশ্যই শুধরে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজ আপনাদের সাথে অনলাইনে রেডিও শোনার চমৎকার একটি সফটওয়্যার শেয়ার করব।
এটি থেকে আপনি অনলাইনে রেডিও শুনতে পারবেন এবং পছন্দের গান রেকর্ড করতে পারবেন।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে http://www.screamer-radio.com/download/
এখানে ২টি ফাইল আছে একটি Installation এবং অপরটি  Portable
আপনার ইচ্ছামত ফাইল ডাউনলোড করুন(Potrable ডাউনলোড করেছি)
এবার সফটওয়্যারটি সেটআপ করুন এবং চালু করুন (Potrable ডাউনলোড করলে সেটআপ দিতে হবে না)
pic1 300x177 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
এখন ফাইল মেনু থেকে Open url ক্লিক করুন,
pic2 300x174 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
আপনার কাঙ্ক্ষিত Radio Streaming link বাসান,
আমি কিছু Radio Streaming link দিয়ে দিচ্ছি……
Radio foorti=http://96.44.147.234:7710/
Radio amar=http://103.4.146.54:8000/;stream.mp3
Radio 2fun=http://67.228.101.162:7600/;stream.mp3
ABC radio=http://184.107.144.218:8282/;stream.mp3
Bangla Radio24=http://live.banglaradio24.com:8237/;stream.mp3
eTUNE 24=http://174.141.229.7:9998/;stream.mp3
Radio goongoon=http://184.107.144.218:8040/;stream.mp3
Radio today=http://96.44.147.234:7710/
Voice of America=http://www.voanews.com/wm/voa/sca/bang/bang1600a.asx
Washington bangla=http://banglaradio.homeip.net:8000
BBC bangla=http://wsdownload.bbc.co.uk/generateasx.esi?file=bengali/tx/nb/bengali_1330.wma&BBC-UID=14ca3d686f3a911461041077c11f713b1660922e4080f19414df39478d96614f&SSO2-UID=
PIC3 300x89 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
এবার Play button ক্লিক করুন,
pic4 300x177 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
রেকর্ড করতে চাইলে Rec তে ক্লিক করুন,
pic5 300x177 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
রেকর্ড শেষ করতে হলে Stop এ ক্লিক করুন,
pic6 300x177 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
Recorded ফাইল খুজে পেতে Recording>Open recording Folder,
pic7 300x179 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)

ধন্যবাদ সবাইকে, পোস্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

COUNTER W