Thursday, July 19, 2012

Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D


بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। কিছুদিন আগে আমার এক বড় ভাই Apple এর একটি iPad কিনে কোন সফটওয়্যার ব্যাবহার করতে পারছিলেন না। কোন সফটওয়্যার ডাউনলোড করতে গেলেই ID বানাতে বলে আগে। আপনারা যারা Apple কোম্পানি এর iPad/Laptop/iPhone ইউজ করেন তারা জানেন Apple Store থেকে সফটওয়্যার নামাতে হয়। অন্য সফটওয়্যার ইউজ করা যায় না। তো আমার ভাই ID বানাতে গিয়ে একটা সমস্যায় পরলেন। তা হল ID বানাতে গেলেই একটা পর্যায়ে Credit Card Number চায়। তারপর নিয়ে আসলেন আমার কাছে। আমিও দেখলাম সফটওয়্যার নামাতে গেলে ID বানানোর জন্য যেখানে নিয়ে যায় একটা পর্যায়ে ক্রেডিট কার্ড নাম্বার চায়। তারপর একটা উপায় পেয়ে গেলাম। অন্য একটা সাইট থেকে আগে ID খুলে সব সফটওয়্যার ডাউনলোড করে দিলাম। আজকে আমাকে আরেক ভাই ফেসবুক ইনবক্স এ মেসেজ দিয়ে ID Create এর প্রসেস জানতে চাইলেন। পড়ে চিন্তা করলাম হয়তো অনেকেই Apple এ ID বানাতে গিয়ে ভুগান্তির স্বীকার হয়। তাই চিন্তা করলাম এটা নিয়ে একটা পোস্ট লিখে ফেলি। যারা জানেন তাদের কথা ভিন্ন। যারা জানেন না তারাও এখন খুব সহজে বানাতে পারবেন। তাহলে চলেন শুরু করি কিভাবে ফ্রীতে Apple এ ID বানাতে পারেন।
apple Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

তাহলে শুরু করি Apple এ ID বানানোর পদ্ধতিঃ-

প্রথমে আপনাকে একটি লিঙ্ক এ প্রবেশ করতে হবে। Apple এ ID বানাতে চাইলে এখানে ক্লিক করুন।

►►► লিঙ্ক এ প্রবেশ করলেন। মোটামোটি একটা লম্বা পেজ বের হয়ে আসবে। এখন নিচের স্টেপ গুলো ফলো করুনঃ-
013 Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

►►► Choose an Apple ID and password অংশঃ-
১. এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে আপনাকে কি কি মেইনটেইন করতে হবে। কমপক্ষে ১ টা capital letter থাকতে হবে। কমপক্ষে একটা নাম্বার থাকতে হবে। টানা ৩টা Character এক হওয়া যাবে না। উদাহরনসরূপ 111 অথবা aaa এমন হওয়া যাবে না। আপনার Account এর যে নাম পাসওয়ার্ড সে নাম হলে হবে না। কম্পপক্ষে ৮টা Character হতে হবে। উদাহরনসরূপ- Monir123 এমন হতে পারে।
২. এখানে আপনার ই-মেইল লিখবেন। এই ই-মেইল এর নামেই আপনার Apple ID হবে।
৩. এখানে যে পাসওয়ার্ড দিতে চান তা টাইপ করবেন।
৪. এখানে পাসওয়ার্ড আবার টাইপ করুন।

023 Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D


►►► Create a security question অংশঃ-
৫. এখান থেকে আপনি একটি প্রশ্ন নির্বাচন করুন। কখনো পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধার করতে কাজে লাগবে। এখান থেকে প্রশ্ন পছন্দ না হলে নিজে তৈরি করে নিতে পারবেন লাস্ট এর অপশন থেকে।
৬. আপনার নির্বাচিত প্রশ্নের উত্তর লিখুন এখানে।
►►► Select your birth date অংশঃ-
৭. এখানে আপনার জন্ম তারিখ লিখুন।

►►► Enter your name অংশঃ-

৮. এখানে আপনার নামের প্রথমাংশ লিখুন।
৯. নামের দ্বিতীয় অংশ লিখুন। এটা অপশনাল। কারো নাম দুই অংশের হলে এটা না দিলেও হবে।
১০. এখানে আপনার নামের শেষ অংশ লিখুন।

033 Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

►►► Enter your primary address অংশঃ-

১১. এখানে আপনার দেশ নির্বাচন করুন।
১২. এইটা অপশনাল আপনি চাইলে পুরন করুন। না করলেও হবে।
১৩. এখানে ঠিকানা লিখুন। ঠিকানা লিখার ক্ষেত্রে ./-,><; এইসব ব্যাবহার করা যাবে না।
১৪ এবং ১৫. এই দুইটি অপশনাল আপনি চাইলে পুরন করুন। না করলেও হবে।
১৬. এখানে আপনার শহরের নাম লিখুন।
১৭. এখানে আপনার বিভাগের নাম নির্বাচন করে দিন।
১৮. এখানে আপনার এলাকার পোস্ট কোড লিখুন।

04 Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

►►► Preferred Language অংশঃ-

১৯. আপনার ID যে ভাষায় দেখতে চান এখান থেকে ভাষা নির্বাচন করুন।

►►► Communication from Apple অংশঃ-

২০. আপনার Apple Id এর খবর, বিভিন্ন সফটওয়্যার এবং অন্যান্য খবর পেতে এখানে টিক দিন।

►►► Newsletters অংশঃ-

২১. প্রতি সপ্তাহের নতুন নতুন খবর পেতে এখানে টিক দিন।

►►► Please type the characters you see in the image below অংশঃ-

২২. এখানে ক্যাপচা যেটা দেখতে পাচ্ছেন, নিচের বক্স এ তা লিখুন।
২৩. এখানে টিক দিন। তাদের টার্ম, কন্ডিশন এবং পলিসি মেনে নিয়ে এখানে অবশ্যই টিক দিতে হবে।
২৪. এবার Create Apple ID তে ক্লিক করুন।

05 Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

২৫. এখানে বলা হচ্ছে আপনার ID বানানো কমপ্লিট করার জন্য ই-মেইল এ গিয়ে ভেরিফাই করতে। এখন আপনি আপনার ই-মেইল এ প্রবেশ করুন।
►►► আপনার ID এর ফরম পুরন এর কাজ শেষ। এখন ID ভেরিফাই করতে হবে। তার জন্য আপনার ই-মেইল লগিন করুন।

06 Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

►►► Apple থেকে যে ই-মেইল পাঠিয়েছে ইনবক্স থেকে তা ওপেন করুন।
২৬. Verify Now> লিখা যেখানে, এখানে ক্লিক করুন।

07 Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

►►► একটি পেজ ওপেন হবে। ভেরিফাই কমপ্লিট করতে এবার এখান থেকে লগিন করুন।
২৭. এখানে আপনার ই-মেইল/Apple ID লিখুন।
২৮. Apple ID এর পাসওয়ার্ড লিখুন।
২৯. Verify Address এ ক্লিক করুন।

08 Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

৩০. Email Address Verified এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার Apple ID ভেরিফাইড হয়ে গেছে। তারমানে আপনি সফলভাবে Apple ID বানাতে পারলেন। icon biggrin Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

দেখলেনতো কত সহজে ফ্রীতে Apple ID বানানো হয়ে গেলো। এখন আপনার ইচ্ছামত Apple Store থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার নামিয়ে ব্যাবহার করতে পারবেন। তাহলে উপভোগ করুন। icon smile Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D
আপনাদের দেখাতে গিয়ে আমিও একটা ফ্রী Apple ID খুলে নিলাম। icon biggrin Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D
আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।
আল্লাহ হাফেজ। icon smile Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D
dontcopy2combine Apple এ ID খুলুন খুব সহজে, অবশ্যই ফ্রীতে! :D

COUNTER W