Tuesday, June 19, 2012

বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!


“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ আপনাদের আমি বাংলা এর পরিপূর্ণ সমাধান দিবো ইনশাল্লাহ। আমি দুইটা পদ্ধতি দেখাবো। একটা শর্টকাট পদ্ধতি আরেকটি বিস্তারিত। আমরা সাধারনত ব্রাউজার এ বাংলা ফন্ট নিয়ে ঝামেলায় পড়ি তাই আমি ব্রাউজার এর আলোকে সমাধান দিবো। কিন্তু বিস্তারিত পদ্ধতি ফলো করলে আপনার পিসিতেও বাংলার কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি।
012 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
প্রথমেই যাদের বাংলা ফন্ট নাই তারা এখান থেকে ডাউনলোড করে নিন যেন পড়ে সমস্যা না হয়। সিয়াম রুপালি ফন্টটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
অনেক ওয়েব সাইটে সোলায়মান লিপি ফন্টটি ব্যাবহার করা হয়ে থাকে। এটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
ডাউনলোড করা শেষ হলে ফন্টগুলো কপি করুন তারপর  Start >>Control panel >>Fonts >>এ Paste করুন।
অথবা
নিচের লিঙ্ক থেকে ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট ডাউনলোড করে ডাবল ক্লিক করে শুধু ইন্সটল করুন, আর কিছুই করতে হবে না আপনাকে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট স্থানে ইন্সটল হয়ে যাবে ফন্টগুলো।
ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
এভার সরাসরি পদ্ধতি শুরু করি চলুন। আপনাদের সুবিধার জন্য আলাদা আলাদা ব্রাউজার নিয়ে আলোচনা করব। যেন যার যেটা দরকার নিয়ে নিতে পারেন। icon razz বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!

শর্টকাট পদ্ধতিঃ-

(Mozilla Firefox) মজিলা ফায়ারফক্সঃ-
►► প্রথমে ফায়ারফক্স এর Menu Bar থেকে Tools এ ক্লিক করুন।
►► Options এ ক্লিক করুন।(একটি উইন্ডো ওপেন হবে)
►► উপরের টুলসবার থেকে Content এ ক্লিক করুন।
►► Advanced বাটন এ ক্লিক করুন।
►► Fonts For থেকে Bengali সিলেক্ট করে দিন।
►► সবগুলু অপশন্‌স থেকে Siyam Rupali/SulaimanLipi সিলেক্ট করে দিন।
►► ফন্ট Size 16 করে দিন।
►► একদম নিচে  ”Default Character Encoding” থেকে  ”Unicode (UTF-8)” সিলেক্ট করে দিন।
*** OK ক্লিক করে সেটাপ Complete করে নিন। ব্রাউজার রিস্টার্ট দিন, এভার আর বাংলা দেখতে সমস্যা হবে না মজিলাতে। icon biggrin বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!

(Google Chrome & Iron) গুগল ক্রম এবং আইরনঃ-
►► একদম উপরের দান পাশে রেঞ্জ এর মত দেখতে সেটিংস এ ক্লিক করুন ।
02 160x60 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Settings/Options এ ক্লিক করুন।
►► উপরের ডান পাশে Search Settings বক্সে লিখুন font.
03 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Customize fonts… এ ক্লিক করুন।
►► Standard font থেকে Siyam Rupali সিলেক্ট করে দিন। এর নিচে থেকে টেনে ফন্ট সাইজ 16 করে দিন। আপনার চোখ দিয়ে আরও বড় বড় করে দেখেতে চাইলে আরও বড় করে দিন। আপনার ইচ্ছা। icon razz বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Sans-serif font থেকে Siyam Rupali সিলেক্ট করে দিন।
►► Minimum font size টেনে 10 করে দিন। আপনার লাগলে আরও বড় করতে পারেন। icon razz বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Encoding থেকে Unicode (UTF-8) সিলেক্ট করে দিন।
*** OK ক্লিক করে বের হয়ে ব্রাউজার রিস্টার্ট দিন। আর নির্ভেজাল বাংলা দেখুন আপনার গুগল ক্রম /আইরন এ।

►►► আমার মনে হয় আর কোন ব্রাইজার এর লাগবে না। কারন বাকিগুলো পচা ব্রাইজার। আবার মাইন্ড কইরেন না। তারপর ও আরও দুইটা ব্রাউজার নিয়ে লিখি। icon wink বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!  ◄◄◄

(Internet Explorer) ইন্টারনেট এক্সপ্লোরারঃ-
►► Tools menu/Options থেকে ”Tools navigation Internet Options” তে ক্লিক করুন।
►► একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Fonts এ ক্লিক করুন।
►► Language Scripts/Fonts/Alphabet থেকে Bengali সিলেক্ট করুন।
►► Web Page Font থেকে Siyam Rupali/SolaimanLipi সিলেক্ট করুন।
*** Ok ক্লিক করে আবার Ok দিয়ে বের হয়ে আসুন। ব্রাউজার রিস্টার্ট দিন আর বাংলা দেখুন।

(Safari) সাফারিঃ-
►► সাফারি ওপেন করে Edit navigation Preferences এ যান।
►► Appearance এ ক্লিক করুন।
►► Standard Font and Fixed-Width Font থেকে Siaym Rupali/SolaimanLipi সিলেক্ট করুন দুই জায়গা থেকেই।
►► Default Encoding এ ক্লিক করে Unicode (UTF-8) সিলেক্ট করে বক্স ক্লোজ করে দিন।
*** ব্রাউজার রিস্টার্ট দিয়ে দেখুন বাংলা।
►►► শর্টকাট পদ্ধতি শেষ। এতে করে আপনাদের আর বাংলা দেখতে সমস্যা হবার কথা না। বাংলা লিখতে অভ্র ব্যাবহার করুন। এর পরও আপনাদের বাংলা এর সমস্যা হলে এভার চলুন বিস্তারিত পদ্ধতিতে। ◄◄◄

বিস্তারিত পদ্ধতিঃ-

*** এ পদ্ধতিতে আপনাদের আমি মজিলার আলোকে আলোচনা করব। মজিলা এর বাংলা সমস্যাতো থাকবেই না আপনাদের পিসিতেও বাংলার কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি।

প্রথমে যাদের অভ্র নেই ডাউনলোড করে নিন অভ্র এর অফিসিয়াল লিঙ্ক থেকে। অভ্র ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
অথবা
ডাইরেক্ট এক ক্লিক এ ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।

►► ডাউনলোড এর পর অভ্র ইন্সটল করে নিন।
►► সিস্টেম ট্রে থেকে অভ্র এর আইকন এ মাউসের রাইট বাটন ক্লিক করে Tools থেকে iComplex: Install complex script support in windows নির্বাচন করুন।
04 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► আপনি Windows XP ব্যাবহারকারী হয়ে থাকলে যদি অভ্র ইন্সটল করার সময়েই icomplex ইন্সটল করে থাকেন তাহলে Install Complex Scripts অপশনসটি নির্বাচন করতে পারবেন না ঝাপসা দেখাবে নিচের চিত্রের মত।
05 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► আপনি যদি Windows 7 ব্যাবহার করে থাকেন তাহলে Install Complex Scripts অপশনসটি নির্বাচন করতে পারবেন না, নিচের চিত্রের মত Error দেখাবে।
06 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► এর অর্থ হল এ ধাপগুলো আপনার পিসিতে সম্পন্ন করতে হবে না। পরবর্তী ধাপগুলো অনুসরন করুন।
►► একই ভাবে সিস্টেম ট্রে থেকে অভ্র আইকন এ মাউসের রাইট বাটন এ ক্লিক করে Tools থেকে Font Fixer: Set default Bangla font নির্বাচন করুন।
07 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Font Name বক্স থেকে Siyam Rupali সিলেক্ট করে Fix It বাটনে ক্লিক করুন। এভার আপনার পিসি রিবুটের/রিস্টার্ট এর অনুমুতি চাইবে, অনুমুতি দিন।
►► রিস্টার্ট এর পর মজিলাতে প্রবেশ করুন। সেখান থেকে Tools >>Option >>Content >>Advanced নির্বাচন করুন।
►► নিচের ধাপটি খুব গুরুত্বপূর্ণ, ঝকঝকে বাংলার জন্য নিচের ধাপটি সম্পন্ন করতে হবে আপনাকে।
►► নিচের চিত্রের মত করে সিলেক্ট করে নিন। Fonts For বক্সটিতে নির্বাচন করুন Bengali.
08 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Proportional হবে Serif.
►► Serif, Sans-Serif, Monospace এই তিনটি বক্সের প্রত্যেকটিতে নির্বাচন করুন Syam Rupali.
►► Size, Size এবং Minimum Font Size প্রত্যেকটি ঘরে হবে 16.
►► Encoding Character Default: বক্স থেকে Unicode (UTF-8) নির্বাচন করুন।
►► “Allow pages to choose their own font, instead of my selections above” লেখাটির বাম পাশের বক্স থেকে টিক উঠিয়ে দিন।
[[[ ১০০% সচ্ছ বাংলা দেখার জন্য এই অপশনটি অক্ষম (Disable) করে রাখা হয়েছে। আপনি চাইলে টিক সাইন না উঠিয়ে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে ফেসবুক ছাড়া অন্য ওয়েব সাইটের বাংলা ভালমতো দেখা যাবে না। এর কারন অনেক ওয়েব সাইট তাদের Default বাংলা ফন্ট হিসেবে আকারে ছোট SolaimanLipi ফন্ট দিয়ে রাখে। ফলে বাংলা অক্ষর খুব ছোট ছোট দেখা যায়। ]]]



Emergency:- Post ti likhlam bangla er somadhan er jonno kintu jara bangla portei parchen na tara ki korben? kono chinta nai…apnader jonno pura post ti ami PDF formate e create korechi. PDF ti download kore pore 100% somadhan kore nin. icon biggrin বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
PDF ti download korte click korun EKHANE. 



*** এভার আপনার মজিলা রিস্টার্ট দিন আর দেখুন বাংলা এর কোন সমস্যা আছে কিনা! এভার ঝকঝকে বাংলা দেখুন কোন সমস্যা ছাড়া। আর মনের আনন্দে গান গান আহা কি আনন্দ বাংলা দেখাতে।
আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।
আল্লাহ হাফেজ।

ফেইসবুক Emotion code নিজে তৈরী করুন এবং বন্ধুদের সাথে মজা করে Chat করুন


                                 বিসমিল্লাহির রহমানির রাহিম
সবাই জানাই অনেক অনেক শুবেচ্ছা অভিনন্দ কারণ এই পেইজের সকল পাঠক ও টিজে ভাইয়েরা তাদের নিজেদের প্রয়োজনীয় সময় ব্যয় করে এই পেইজে সময় দিচ্ছে আর আমার দৃঢ় বিশ্বাস এই যে তাদের সময় বৃথা যাচ্ছে না সবাই অবশ্যই এই সাইট থেকে বিভিন্ন বিষয় সম্বন্ধে জেনে উপকৃত হচ্ছে এবং টিজে ভাইরা জ্ঞান দানে ও আহরনে মজা পাচ্ছে সর্বোপরি আমি সকল নতুন ও পুরাতন টিজে ও পাঠক ভাইদের বলতে চাই টিউনারপেইজের সাথে থাকুন টিউনারপেইজকে বাংলাদেশের সেরা সাইটে পরিণত করুন যার ফলে বাংলার মানুষ উপকৃত হবে আপনাকে মানুষ চিনবে টিউনারপেইজকে চিনবে এ ছাড়া এই দেশ প্রযুক্তিগতভাবে উন্নত হবে ……অনেক বক বক করে ফেল্লাম এবার টিউনে ফিরে আসি ……আজকে আপনাদের জন্য ফেইজবুক ইমোসনের কোড কিভাবে তৈরী করে তার সম্বন্ধে আলোচনা করব…
FACEBOOK CHAT EMOTIONS1 ফেইসবুক Emotion code নিজে তৈরী করুন এবং বন্ধুদের সাথে মজা করে Chat করুন
চলুন তাহলে শুরু করা যাক …..
১.প্রথমে  এই সাইটে যান অতঃপর  “Browse” button 
Click করেকাঙ্খিত image টি আপনার computer থেকে দিয়ে দিন।
২. এর পর খালি ঘরে  আপনার উপরের শব্দ গুলো বসিয়ে দিন ।
৩. অতঃপর “Upload Now” button  Click করুন   
৪. এর পর code টি Copy/Paste মেরে Facebook Chat এ মজা নিন সমস্যা হলে নিচের ছবি দেখুন 
চিত্র:-১
facebook2 ফেইসবুক Emotion code নিজে তৈরী করুন এবং বন্ধুদের সাথে মজা করে Chat করুন
  চিত্র:-২
facebook3 ফেইসবুক Emotion code নিজে তৈরী করুন এবং বন্ধুদের সাথে মজা করে Chat করুন
চিত্র:-৩
 ধন্যবাদ সবাইকে ….সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি ………আল্লাহ হাফেজ………..

বাংলাদেশি কত গুলো ওয়েব ডাইরেক্টরি যা আপনাদের অনেক কাজে দিবে। না দেখলে মিস।


অনে কখনও টিউন হয়েছে কিনা জানি না হলে সবাই আমাকে নিজ গুনে ক্ষমা করে দেবেন।
অনলাইন গিগা শপঃ
অনলাইন মেগা শপঃ
অনলাইন শপঃ
পন্যঃ
অনলাইন ডিরেক্টরিঃ
গিফট শপঃ
কমিউনিটীঃ
বইঃ
মোবাইলঃ
রিয়েল এস্টেটঃ
ক্লাসিফাইড ষ্টোরঃ
গাড়িঃ
কৃষিজ পন্যঃ
জেলাভিত্তিকঃ


ল্যাপটপ দিয়ে তৈরি করুন WiFi নেটওয়ার্ক


আজকাল আমাদের প্রায় সবার বাসাই ল্যাপটপ ব্যবহার করা হ্য়। আবার কারো কারো বাসাই একের অধিক ল্যাপটপ আছে, আবার এখনকার WiFi সহ Letest মোবাইল ফোন ও থাকে। আমারা যেহেতু সবাই ইন্টারনেট ব্যবহার করি তাই ইচ্ছা করলেই আমরা আমাদের ল্যাপটপের ইন্টারনেট অন্য ল্যাপটপে অথবা WiFi মোবাইল ফোনে ব্যবহার করতে পারি খুব সহজেই।
আপনার ল্যাপটপে যদি Windows 7 দেয়া থাকে তাহলে শুধু একটা Software দিয়ে আপনি খুব সহজেই আপনার ল্যাপটপকে WiFi HotSpot বানাতে পারবেন। Software টির নামConnectify ।

download link:

Password : freesoft88
Source : freesoft88

Software টি ডাউনলোড করে Install করুন। এরপর Software টি রান করুন।
Connectify ল্যাপটপ দিয়ে তৈরি করুন WiFi নেটওয়ার্ক
আপনার ল্যাপটপ দিয়ে নিজেই হয়ে যান WiFi HotSpot এর মালিক
  • এবার আপনি যে নামে WiFi HotSpot বানাতে চান, WiFi Name এ সেই নাম দিন।
  • এরপর Password এ আপনার Password দিন যেটা আপনার WiFi HotSpot ব্যবহারকারীরা লগিন করার জন্য ব্যবহার করবে।
  • এবার আপনি আপনার ল্যাপটপে যে টাইপের ইন্টারনেট ব্যবহার করেন সেটার উপর ভিত্তি করেInternet অপশন নির্বাচন করতে হবে। আপনি যদি Broadband/Dial Up ব্যবহার করেন তাহলে Local Area Network নির্বাচন করুন।
  • এবার Start HotSpot বাটনটা চাপুন।
  • এবার আপনি আপনার অন্য যে ল্যাপটপে অথবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন সেখানে WiFi সার্চ করে আপনার WiFi HotSpot নির্বাচন করে Password দিয়ে লগিন করে প্রবেশ করুন ইন্টারনেট এর দুনিয়াতে।

মুভি ডাউনলোড করার কত লিঙ্ক লাগবে? এই নিন যত লাগে!


আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমরা যারা মুভি দেখতে ভালোবাসি, অনেক সময় বিপাকে পরে যাই কোথায় হতে মুভি ডাউনলোড করব! আমাদের এমন হয়, আমরা অনেক সাইট এর কথা জানি কিন্তু যখন দরকার সাথে সাথে মাথায় আসে না। তো কোন চিন্তা নেই আমি আজ আপনাদের অনেক গুলো সাইট উপহার দিবো। যেগুলো মুভি ডাউনলোড এর ক্ষেত্রে আপনাদের অনেকটা হেল্প করবে বলে আশা করি।
Movie1 160x140 মুভি ডাউনলোড করার কত লিঙ্ক লাগবে? এই নিন যত লাগে!
অনেকেই Online এ সরাসরি মুভি দেখতে পছন্দ করেন। তাদের জন্য প্রথমে তিনটি সাইট এর লিঙ্ক দিবো। যেখান থেকে সরাসরি দেখার পাশাপাশি আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই আপনার পছন্দের মুভি।
►►►  নতুন এবং পুরানো সব ইংলিশ মুভি সরাসরি Online এ দেখতে এবং ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন এখানে
►►► এখানে আপনি ভালো Quality মানের নতুন এবং পুরানো  ইংলিশ এবং হিন্দি মুভি দেখতে পারবেন Online এ পাশাপাশি চাইলে ডাউনলোড করতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করুন।
►►► এখানে থেকে আপনি খুব সহজে ঝামেলাবিহীন ভাবে সরাসরি মুভি দেখতে পারবেন। দেখেতে চাইলে ক্লিক করুন এখানে।


এবার আপনাদের অনেকগুলো জনপ্রিয় মুভি ডাউনলোড সাইট এর লিঙ্ক দিবো…যেখান থেকে আপনি আপনার পছন্দের মুভি ডাউনলোড করে নিতে পারবেন সহজে।
►►► ছোট সাইজে MKV ফরমেটে BRRip,DVDRip প্রিন্টের কোয়ালিটিতে প্রায় হালের জনপ্রিয় নতুন সব মুভি পাওয়া যায় এই খানে। মাঝে মাঝে হিন্দী মুভি ও পাওয়া যায় এখানে।
►►► এটার রিপ গুলো একটু বড়ই, 700MB এর মধ্যে AVI ফরমেটে প্রায় সব প্রিন্টের মুভি পাওয়া যায়। এই সাইটটির বৈশিষ্ট্য হল এই খানে মুভির ডেটাবেস বেশ বড়। আপনি হিন্দী, ইংলিশ কোরিয়ান প্রায় নামজাদা সব মুভিই খুঁজে পাবেন এখানে ক্লিক করে।
►►► ইংলিশ এবং হিন্দি মুভি ডাউনলোড করার জন্য অসাধারন একটি সাইট। এখানে ব্লু রে এবং ভালো মানের প্রিন্ট পাবেন। ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
►►► নতুন নতুন সব হিন্দি এবং তামিল মুভি খুব সহজে এক ক্লিকেই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
►►►  আপাতত সাইটটি বন্ধ আছে, তবে যেকোনো সময় আবার ওপেন হবে। ছোট সাইজের মুভি ডাউনলোড সাইটের মধ্যে অন্যতম। এটি অনেকটা mediafiremoviez এর মত।এর ডাটাবেইজের বেশির ভাগ মুভিই 300 MB এর মধ্যে থাকে। ডাউনলোড রিজিউম সাপোর্টেড। তার জন্য ক্লিক করুন এখানে।
►►► এর সকল মুভি মিডিয়াফায়ারে আপলোড করা ।এটার মধ্যে সাবটাইটেল বিল্ডইন করা থাকে মুভি গুলোতে। তাছাড়া ও লেভেল ট্যাগ থাকে মুভির ধরন অনুযায়ী। এর বেশীর ভাগ মুভিই 300mb-700mb এর মধ্যে সীমাবদ্ধ থাকে। ডাউনলোড করতে ক্লিক ক্করুন এখানে।
►►► এটি মিডিয়াফায়ারের লিংক এ আপলোড করা ছোট সাইজের মুভি ডাউনলোডের আর একটি সাইট । এই খানে মুভির ডেটাবেজ কিছুটা কম অন্যদের তুলনায়। ডাউনলোডের জন্য ক্লিক করুন এখানে।
►►► অপেক্ষাকৃত ভালো প্রিন্টের মুভি ডাউনলোডের ক্ষেত্রে এই সাইটটি অনেক দিন ধরেই জনপ্রিয়। তবে এই খানের মুভি গুলো মিডিয়াফায়ারে আপলোড করা না। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
►►► HD/ Blue ray rip রিপের মুভি ডাউনলোডের জন্য সাইটটিকে মোটামুটি বেছে নেওয়া যায়। এর সব মুভিই মিডিয়াফায়ারে আপলোড করা। ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।
►►► কম  MB এর মধ্যে HD প্রিন্টের মুভি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
►►► এই খানে মুভি, বিভিন্ন ইংলিশ টিভি সিরিজ ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। এগুলো মিডিয়াফায়ার এ আপলোড করা। তারজন্য ক্লিক করুন এখানে।
►►► আপনি কোরিয়ান, জাপানিজ, তাইওয়ানের মুভি ও ড্রামা সিরিজ এর ডাউনলোডের সকল লিংক পাবেন এখানে ক্লিক করে।
►►► অনেকেই হয়তো এনিমেটেড মুভি ও সিরিয়াল দেখে থাকেন,আর এই সব ডাউনলোডের জন্য আদর্শ হলো ।কারণ এতে আপনি প্রায় সবধরনেই এনিমেটেড আইটেম পাবেন। ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
►►► মাঝে মাঝে বাংলা মুভি ও দেখা হয়। তো বাংলা মুভি ডাউনলোডের এটি ভালো সাইট। এছাড়াও এখানে হিন্দি ও ইংলিশ মুভি পাওয়া যায়। এর পাশাপাশি সব ধরনের মিউজিক অ্যালবাম এবং জনপ্রিয় সব বাংলা নাটকও এখানে পাবেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
►►► হিন্দি এবং ইংলিশ মুভি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
►►► এখানেও আপনি নতুন পুরানো মুভি খুঁজে পাবেন। ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
►►► বলিউড এর সব হাঙ্গামা মার্কা মুভি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
►►► মিডিয়াফায়ার এ আপলোড করা নুতুন সব মুভি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
►►► এখানে আপনি খুব ভালো প্রিন্ট এর নতুন পুরানো মুভিগুলো খুঁজে পাবেন। তার জন্য এখানে ক্লিক করুন।
►►► এখান বাংলা, ইংলিশ, হিন্দি এবং তামিল মুভি ডাউনলোড করতে পারবেন। ক্লিক করুন এখানে।

***অনেকে আবার টরেন্ট থেকে মুভি ডাউনলোড করতে পছন্দ করেন। তাদের জন্যও লিঙ্ক দেয়া হল।
►►► এক্সট্রা টরেন্ট থেকে যারা মুভি ডাউনলোড করতে চান তারা এখানে ক্লিক করুন।
►►► টরেন্ট থেকে নতুন সব মুভি ডাউনলোড করতে চাইলে ক্লিক করতে পারেন এখানে।
►►► টরেন্ট থেকে ডাউনলোড এর আরেকটি জনপ্রিয় সাইট। ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
@@@ টরেন্ট থেকে কিভাবে ডাউনলোড করবেন? তার ব্যাবস্থাও করে দিচ্ছি। icon biggrin মুভি ডাউনলোড করার কত লিঙ্ক লাগবে? এই নিন যত লাগে!
টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন এভাবে।
অথবা
এখানে ক্লিক করুন।

অনেকে হিন্দিতে ডাবিং করা হলিউড এর মুভি দেখতে পছন্দ করে থাকেন।
►►► হলিউড এর মুভি হিন্দিতে দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
►►► হিন্দিতে হলিউড এর মুভি ডাউনলোড এর একটি জনপ্রিয় সাইট। ক্লিক করুন এখানে।
►►► টরেন্ট এর জন্য এখানে ক্লিক করুন।
►►► টরেন্ট এর জন্য আরেকটি জনপ্রিয় সাইট। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
►►► ডাউনলোড করতে পারেন KickAss টরেন্ট থেকে। তারজন্য এখানে ক্লিক করুন।
———————————————————————————————————————————————————–

অনেকে আবার মোবাইলেও মুভি দেখতে পছন্দ করেন। তাদের জন্যও আমি ব্যাবস্থা করেছি। icon smile মুভি ডাউনলোড করার কত লিঙ্ক লাগবে? এই নিন যত লাগে!
►►► মোবাইল এর জন্য যারা মুভি ডাউনলোড করতে চান তারা ক্লিক করুন এখানে।
►►► মোবাইল এর জন্য প্রায় সব ধরনের মুভি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
►►► এখানেও ভালো মানের মুভি ডাউনলোড করতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করুন।
►►► 3GP formate এ মুভি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।

আশা করি আপনাদের মুভি ডাউনলোড করার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে না। তো মুভি প্রেমিরা মনের আনন্দে আপনাদের পছন্দের মুভিগুলো ডাউনলোড করতে থাকুন। আজ এ পর্যন্তই।

আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।
আল্লাহ হাফেজ। icon smile মুভি ডাউনলোড করার কত লিঙ্ক লাগবে? এই নিন যত লাগে!

COUNTER W