Sunday, July 1, 2012

কিভাবে ফেসবুক আ্যকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করবেন


close facebook account longer access 800x800 কিভাবে ফেসবুক আ্যকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করবেন
আপনি আপনার ফেসবুক আ্যকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করে দিতে পারেন। স্থায়ী ভাবে বন্ধ করে দিলে সেই ফেসবুক আ্যকাউন্ট আর খুলতে পারবেন না, পারবেন না কোনো ছবি বা তথ্য নিতে। আপনার ফেসবুক আ্যকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হবে ফেসবুকের পক্ষ থেকে।
যদি আপনার এমন ইচ্ছাই থাকে, তাহলে ফেসবুক আ্যকাউন্ট বন্ধ করতে কি কি করতে হবে তা দেখে নিন।
আপনি প্রথমে আপনার পুরা ফেসবুক আ্যকাউন্ট এর ব্যাকাপ নিয়ে নিতে পারবেন। এই পর্যন্ত আপনি যত ছবি, ভিডিও, স্ট্যাটাস, পার্সোনাল ওয়াল পোস্ট আপডেট করেছেন তার পুরা ব্যাক্যাপ নিতে পারবেন। আপনি যদি চান তাহলে বন্ধ করার পূর্বে ব্যাকাপ নিয়ে নিতে পারেন। এজন্যে আপনাকে করতে হবে :
  • ফেসবুক আ্যকাউন্ট এ লগিন করুন
  • উপরে নেভিগেশনে ডান পাশে হোম বাটনের পাশে আ্যরো চিহ্ন তে ক্লিক করে একাউন্ট সেটিংস এ যান
  • এখন নিচে দেখুন ছোট অক্ষরে লেখা আছে Download a copy of your Facebook Data, এখানে ক্লিক করুন
fb11 কিভাবে ফেসবুক আ্যকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করবেন
ক্লিক করার পর নিম্নের মত পেইজ আসবে
fb2 কিভাবে ফেসবুক আ্যকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করবেন
এখন start my archives এ ক্লিক করুন। একটা পপ আপ মেসেজ, আসবে, সেখানেউ  ক্লিক করুন। আপনার ব্যাক্যাপ প্রসেস শুরু হয়ে যাবে। ফেসবুক আপনাকে একটা মেইল দেবে যখন ব্যাক্যাপ কমপ্লিট হয়ে যাবে। তখন আপনি আপনার ফেসবুক ব্যাক্যাপ ডাউনলড করে নিতে পারবেন।
এখন আসি কিভাবে ফেসবুক আ্যকাউন্ট বন্ধ করবেন
  • আপনার যদি ব্যাক্যাপ নেয়া হয়ে যায় তাহলে আ্যকাউন্ট ডিলেট করতে আপনাকে অনুরোধ করতে হবে ফেসবুক কে। প্রথমেই এই লিঙ্কে যান, নিম্নের মত পেজ আসবে।
fb3 কিভাবে ফেসবুক আ্যকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করবেন
  • এখন Delete my account এ ক্লিক করুন। একটা মেসেজ আসবে “You are about to permanently delete your account. Are you sure?” এখানে আপনার পাসওয়ার্ড চাইবে আর একটা ক্যাপচা পুরন করতে হবে। সব করে ওকে করে দিন।
  • ব্যাস হয়ে গেল। আপনার আ্যকাউন্ট ১৪ দিনের মধ্যে স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হবে।
কাজে লাগলের কমেন্টে জানাতে ভুল্বেন না।

COUNTER W