Monday, February 13, 2012

ঝড় হয়ে ফিরতে চান লি




ঘণ্টায় ১০০ মাইল- এ তো রকেট গতি! একজন ফাস্ট বোলারের স্বপ্নের মাইলফলকও। গতির নেশায় মেতে অনেকবারই সেই মাইলফলকে নাম লেখানোর ঘোষণা দিয়েছেন ব্রেট লি। কিন্তু হতাশ হতে হয়েছে অল্পের জন্য। ৯৯.৯ মাইল/ঘণ্টার বেশি করতে পারেননি। বয়স হয়ে গেছে ৩৫ বছর, অবসর নিয়েছেন টেস্ট থেকেও। তার পরও গতির নেশাটা ছাড়েনি অস্ট্রেলিয়ান এই পেসারকে। ঘণ্টায় ১০০ মাইল বেগে না হোক (১৬০ কিমির বেশি) অন্তত ১৫০ কিলোমিটার বেগে বল করতে চান তিনি এবং সেটা পায়ের ভাঙা আঙুল নিয়েই!
ভারতের বিপক্ষে দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টিতে ধোনির একটা শট ঠেকিয়েছিলেন পা দিয়ে। তাতেই আঘাত পান পায়ের আঙুলে। ধারণা করা হচ্ছিল আঙুলে চিড় ধরায় হয়তো মাসখানেক মাঠের বাইরে কাটাতে হবে লি'কে। কিন্তু তিনি ফিরতে চান ১৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচেই। তাও কেবল খেলার জন্য খেলা নয়, ছুড়তে চান ১৫০ কিলোমিটার/ঘণ্টার মিশাইলও, 'মেলবোর্নের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে আমার একটা বলের গতি অবাক করে দিয়েছিল অনেককেই, কেননা তাদের কেউ কেউ হয়তো ভাবে এই বয়সে আমি আর ১৫০ কিলোমিটারের মাইলফলকটা পেরুতে পারব না। ওটার গতি ১৫১ হোক বা ১৫২ কিলোমিটার, আমার অনুভূতিটা ছিল অসাধারণ।'
আঙুলে চিড় ধরার পরও খেলতে চাইছেন কেন? এটা তো ক্যারিয়ারও শেষ করে দিতে পারে। তবে ব্যথা থাকলেও চোটটা গুরুতর কিছু নয় বলেই আশ্বস্ত করলেন লি, 'এর আগে অনেক ম্যাচেই ব্যথা নিয়ে খেলেছি। দেশের হয়ে খেলার সময় ব্যথা নিয়ে ভাবলে চলে না। আমি এখন ভাঙা আঙুলেও খেলতে পারি। সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যা যা সম্ভব সবই করছি। প্রথমে চোটটা নিয়ে যা ভেবেছিলাম এটা এতটা গুরুতর কিছু না, মনে হয় পরে খুব বেশি ক্ষতিও করবে না আঙুলের।'
লি তবু ভারতের বিপক্ষে দুটো টোয়েন্টি টোয়েন্টি খেলেছেন। কিন্তু শেন ওয়াটসন দলের বাইরে সেই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই। তাঁকে ছাড়া ভারতকে টেস্টে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশও করে ফেলেছে অস্ট্রেলিয়া। তবে দলে ফিরতে ওয়াটসন মুখিয়ে থাকলেও তাড়াহুড়া করতে চান না। আশা করছেন এক সপ্তাহের মধ্যে ফিরে পাবেন পুরো ফিটনেস। ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ফেরার আগে শিল্ডে নিজের ফিটনেসের প্রমাণও দিতে চান তিনি, 'গত কয়েকটা মাস কেটেছে দারুণ হতাশায়। খুব বেশি মিস করেছি ক্রিকেটটা। এখন যদি শিল্ডের কোনো ম্যাচের পুরোটা খেলতে পারি আর বল করতে পারি কয়েকটা ওভার তাহলেই নিজেকে ওয়ানডের জন্য প্রস্তুত ভাবব। তবে জানি পুরোপুরি সুস্থ হতে আগামী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ, তাই তাড়াহুড়োও করতে চাই না।'
মাইকেল হাসি অবশ্য আছেন খেলার মধ্যেই। ভারতকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকাও। তবে বয়সটা ৩৭ বছর ছুঁই ছুঁই বলে মিডলঅর্ডারে হাসির বিকল্প খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এ জন্য গতকাল ভারতের বিপক্ষে ম্যাচটিতে তাঁকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে পিটার ফরেস্টকে। ৬৬ রানের দারুণ একটা ইনিংস খেলে নিজেকে প্রমাণও করেছেন এই তরুণ। তাই খেলতে না পেরে হতাশ হলেও দলের পুনর্গঠনে এই বিশ্রামটাকে সমর্থনই করলেন হাসি, 'বাড়িতে বসে না থেকে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে মুখিয়ে ছিলাম আমি। আর সবার মতো খেলতে চাই প্রতিটা ম্যাচই। তবে বাস্তবতাটা জানি। পার্থের ম্যাচের পরই নির্বাচকরা জানিয়েছিলেন ফরেস্টকে জায়গা দিতে আমার বিশ্রামের কথা। দলের ভবিষ্যতের জন্য মেনেও নিয়েছি এটা।' ওয়েবসাইট

COUNTER W