Thursday, February 2, 2012

ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন!!!


ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন!!!

ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন!!! ডোমেইন এবং হোস্টিং সহ সবই সম্পূর্ণ ফ্রী! ওয়েবসাইট প্রকাশের জন্য সর্বপ্রথম আপনার একটা ডোমেইন নাম নিতে হবে তারপর আপনার ওয়েবসাইটের ফাইল গুলো/পেইজ গুলো কোন free hosting সাইটে আপলোড করে দিতে হবে। আর এগুলো আপনি সবই করতে পারবেন সম্পূর্ণ ফ্রীতে!!

ডোমেইনের জন্য আপনাকে যা করতে হবেঃ
http://www.co.cc সাইটে গিয়ে প্রথমে আপনার পছন্দের ডোমেইনটা (আসলে সাব ডোমেইন যদিও এটি কেনা ডোমেইনের মতই কাজ করবে) খুজে নিন। সাইটের মাঝখানেই (এরকম www.apnardomain.co.cc) ডোমেইন চেক করার অপশন দেখবেন। এবার ফাকা জায়গায় (বক্সে) আপনার পছন্দের ডেমেইন নাম লিখে Check availability বাটনে ক্লিক করুন। তারপর ডোমেইনটা যদি ইতিমধ্যে রেজিস্টার্ড না হয়ে থাকে তা হলে Continue to registration এ ক্লিক করুন। এবার পৃষ্ঠার নিচের দিকে "Create an account now" বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। sign up শেষে আপনার ডোমেইন হবে www.apnardomain.co.cc আপাতত এইপর্যন্ত। বাকি কাজ গুলো পরে করতে হবে।

এবার আপনার ওয়েবসাইটের ফাইল/পেইজ গুলো রাখার জন্য কোন ফ্রি হোস্টিং ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
এখন এমন অনেক free hosting সাইট আছে যারা আপনাকে ৫-১০ GB জায়গা (অথবা আরও বেশি) দিবে সম্পূর্ণ ফ্রীতে! তবে আপনাকে তাদের TOS (Terms Of Service) গুলো মেনে সাইট বানাতে হবে।

এখন ফ্রি হেস্টিংয়ের জন্য আপনি www.hostsnake.com এ যান। এই www.hostsnake.com আপনাকে দিবে ফ্রি হোস্টিং একাউন্ট সহ ৫ GB ফ্রি স্পেস আর ১০ GB ব্যান্ডউইথ। এই hosting সাইটের সবচেয়ে বড় সুবিধা হল আপনার সাইটের ফাইল গুলো এখানে রাখতে পারবেন কোন রকম এডস, পপ আপ ব্যনার ছাড়া। তাছাড়া আপনি চাইলে আপনার এডস ব্যনারও যুক্ত করতে পারবেন আপনার পেইজ গুলোয়।

ফাইল/পেজ গুলো রাখার জন্য আপনাকে এখন এই সাইটে www.hostsnake.com রেজিস্টার করতে হবে। Registration করার জন্য আপনাকে দুইটা ধাপ অতিক্রম করতে হবে।

প্রথম ধাপে আইডি, পাসওয়ার্ড ও একটি সচল মেইল (জিমেইল হলে ভাল হয়) আড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। এরপর আপনার দেয়া ইমেইল এড্রেসে ওরা আপনাকে একটি এক্টিভেশন লিংক মেইল করবে। সেই লিংকে ক্লিক করে দ্বিতীয় ধাপের ফর্ম পুরন করে একেবারে নিচে এক্সট্রা ডমেইন নামে ফাকা যায়গায় আপনার registered ডোমেইন টা দিন। www দেয়ার দরকার নাই। শুধু apnardomain.co.cc দিতে হবে। তারপরে submit বাটনে click করেন। এরপর File Manager এ গিয়ে আপনার ওয়েবসাইটের ফাইল/পেজ গুলো upload করে দিন।

আর এখনি এক্সট্রা ডেমেইন না দিতে চাইলে পরে Control Panel > Domain Manager এ গিয়ে Add/Edit Domains এর নিচে Domain Name এর সামনে ফাকা জায়গায় Extra Domain হিসেবে আপনার registered ডোমেইন টা দিয়ে Add বাটনে ক্লিক করুন। (ছবি-১)

এবার www.co.cc ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্টে লগিন করে Manage Domain> Manage DNS থেকে Name server(DNS) এডিট করে Set up এ ক্লিক করুন। (ছবি-২)

Name server(DNS) হবেঃ
Name Server1 : ns1.hostsnake.com
Name Server2 : ns2.hostsnake.com

Name server(DNS) আপডেট হতে ২৪-৪৮ ঘন্টা সময় লাগতে পারে।

আপনার ওয়েবসাইটের কাজ শেষ। তাই দেরি না করে এখনই তৈরি করে ফেলুন আপনার ওয়েবসাইট!!

আমি আসলে বেশি কিছু জানিনা। তারপরেও কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে প্রশ্ন করলে যথাসাধ্য উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ!

স্ক্রিনশট সহ দেখতে আমার ব্লগস্পট http://isanur.blogspot.com/ ঘুরে আসুন।

Creating own forum at Freeblogspot.org

Go to admin panel -> Forums -> New. Copy Page Code . Go to pages-> Add new, switch to HTML editor, paste Page Code and publish. You must add the shortcode in a Page (not a post). That page will become your  Forum. var infolink_pid = 305055; var infolink_wsid = 0;

এক টিউনেই আপনার ব্লগস্পট সাইটকে সাজান মনেরমত করে(আগে কেন পাইনি ব্লগস্পট সম্পর্কে এমন টিউন)

আজকে আমি ব্লগস্পট সাইটকে কীভাবে ভিজিটরের কাছে আকর্ষণীয় করে তুলতে পারবেন তার উপর বিস্তারিত আলোচনা করছি। আমার এই টিউনটি হয়তো অনেকেরই কাজে লাগবে।আমার মত যারা গরীব মানুষ এবং যাদের ডোমেইন কেনার সামর্থ্য বা ইচ্ছা নেই তারা অথবা যারা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান এই টিউনটি মূলত তাদের জন্যই।প্রথমে ব্লগার.কম এই সাইটে গিয়ে একটি ফ্রি ব্লগস্পট ওয়েবসাইট  খুলে নিন।(ব্লগার.কম সাইট এ একাউন্ট খুলতে কারও সমস্যা হওয়ার কথা নয়।তবু কোন সমস্যা হলে মন্তব্য করুন উত্তর দেওয়ার চেষ্টা করব।)
সাইট তৈরি করার পর আপনার সাইটটিকে সাজানো বা আকর্ষণীয় করে তো প্রয়োজন।যাতে ভিজিটর আপনার সাইটকে পছন্দ করে।

ব্লগস্পট সাইটকে সাজানোর টিপস্ :
১.পপুলার পোস্ট(POPULAR POST): প্রথমে আপনার সাইটে পপুলার পোস্ট গ্যাজেট যুক্ত করুন।আপনার সাইটে যে পোস্টগুলো বেশী দেখা হবে সেগুলোই পপুলার পোস্ট হিসেবে দেখাবে।এর জন্য যা করতে হবে :
আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design এ ক্লিক করুন।

তাহলে উপরের ছবির মত আসবে।এবার একটি গ্যাজেট যুক্ত করুন/Add a Gadget এ ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে এবং
একেবারে বামে বুনিয়াদি/Basic সিলেক্ট থাকা অবস্থায় আপনি জনপ্রিয় পোস্ট/Popular Post নামক গ্যাজেট দেখতে পাবেন।এর ডানপাশে
যুক্ত করুন/+বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ।এবার টেমপ্লেট সংরক্ষন/Save Templet এ ক্লিক করে সেভ করুন।
২.ক্যাটাগরিস(CATAGORIES): ক্যাটাগরিস যুক্ত করে আপনি কোন বিষয়ে/বিভাগে কতটি পোস্ট করেছেন তা দেখাতে পারবেন। এর জন্য যা করত হবে :
পপুলার পোস্ট যেভাবে যুক্ত করেছেন ঠিক একই ভাবে ক্যাটাগরিস যুক্ত করতে পারবেন।পূর্বের মত Add a Gadget এ ক্লিক করে লেবেল/Lebels নামক গ্যাজেট যুক্ত করে Save করুন।
৩.অনুসন্ধান বক্স(SEARCH BOX): আপনার সাইটে অনুসন্ধান বক্স(SEARCH BOX)ভিজিটরকে যেকোনো তথ্য দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।যেভাবে অনুসন্ধান বক্স(SEARCH BOX)যুক্ত করবেন:
পূর্বের মত Add a Gadget এ ক্লিক করে অনুসন্ধান বক্স/SEARCH BOX নামক গ্যাজেট যুক্ত করে Save করুন।
৪.SEO:অধিক ভিজিটর পেতে সার্চ ইন্জিনে আপনার সাইটকে সাবমিট করার বিকল্প নেই।এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:
এই
এখানে ক্লিক করুন।
তারপর খেয়াল করে দেখুন ৩ টি বক্স আছে ।ওই খানে আপনার 1.সাইটের ঠিকানা দিন, 2.নিচের লাইনে আপনার কিওয়ার্ড দিন
এবং3.আপনি কয়টি সাইটে এড করবেন তা সিলেক্ট করে সাবমিট এ ক্লিক করুন।এবার আপনার সাইটের ADDRESS/URL দিয়ে SUBMIT এ ক্লিক করে আপনার সাইটকে পরিচয় করিয়ে দিতে পারেন(GOOGLE/YAHOOO সহ) 200টির মত সার্চ ইন্জিনে।
NOTE:অনেকে মনে করে থাকেন যে এইভাবে সার্চ ইন্জিনে ওয়েব সাইটকে যুক্ত করা যায় না।আমি মনে করি তাদের ধারণা ভুল,কেননা আমার
সাইটকে আমি এইভাবেই সার্চ ইন্জিনে যুক্ত করেছি এবং সার্চ ইন্জিন আমার সাইট খুঁজে পায়।
৫.You Might Like Also গ্যাজেট:আমরা অনেক ওয়েব সাইটের পোস্টের  নিচে You Might Like Also হিসেবে আরও কিছু (৪/৫টি/বেশীও হতে পারে)পোস্ট সামান্য বর্ণনা ও ছোট ছবি সহ দেখা যায়।যার মাধ্যমে সাইটের সৌন্দর্য্য বৃদ্ধির সাথে ভিজিটর মুগ্ধ হয়ে অন্যান্য পোষ্টও দেখে থাকে।
প্রথমে এই সাইটে যান।

এবার নিচের ছবির মত ৪টি ফাঁকা ঘর দেখতে পাবেন।
EMAIL লেখা ফাঁকা ঘরে আপনার EMAIL দিন।BLOG LINK লেখা ফাঁকা ঘরে আপনার SITE এর LINK দিন।PLATFROM লেখা ফাঁকা ঘরে BLOGGER সিলেক্ট করুন।WIDTH এ আপনি কয়টি পোস্ট দেখাবেন তা উল্লেখ করুন।
Get Widget এ ক্লিক করুন।
এখন একটি নতুন পেজ দেখতে পাবেন যেখানে লেখা থাকবে :
  1. Click Install Widget to open Blogger in a new window, and follow the steps below in that window. Login to your Blogger account if necessary.
আপনি Install Widget এ ক্লিক করুন।ব্যাস কাজ ফিনিশ,টেমপ্লেট সংরক্ষন এ ক্লিক করে SAVE করুন।
৬. লাইভ ক্রিকেট স্কোর: লাইভ ক্রিকেট স্কোর নিয়ে এর আগে আমি পোস্ট করেছিলাম(টিউনারপেজ.কম এ)।তার লিঙ্ক না দিয়ে আপনাদের সেই
সম্পর্কে আবার বলছি।
এবার এইখানে ক্লিক করে সাইন আপ করুন।
এখন এই খানে GENERATE HTML CODE হতে HTML CODE নিন।
আপনার সাইটে সাইন ইন করুন ।
এবার ডিজাইন এ যান।
একটি গ্যাজেট যুক্ত করুন/ADD A GADGET এ গিয়ে HTML/JAVASCRIPT নামক গ্যাজেট যুক্ত করুন।
এবার HTML CODE টি এইখানে PASTE করুন।
৭. হিডেন ভিজিটর কাউন্টার :ভিজিটর কাউন্টার এর মাধ্যমে আপনি আপনার ব্লগে
ভিজিটর সংখ্যা জানতে পারেন।এই সম্পর্কে আরও অনেক টিউন সার্চ করলেই
পাবেন।তবে আমি এখানে হিডেন ভিজিটর কাউন্টার নিয়ে বলছি।আপনার ব্লগে
হিডেন ভিজিটর কাউন্টার যুক্ত করে শুধুমাত্র আপনিই দেখুন ব্লগের ভিজিটর সংখ্যা
(অন্য কেউ পাবে দেখতে পাবেনা)।

এই সাইটে যান।

 এবার রেজিষ্টেশন এ ক্লিক করে রেজিষ্টেশন করুন ।

হিডেন ভিজিটর কাউন্টার যুক্ত করার জন্য রেজিষ্টেশন

করার সময় নিচের অংশে NOT public stats এর

অপশনটি SELECTকরতে হবে। এবার আপনি একটি

কোড পাবেন। কোডটি আপনার সাইটে গিয়ে ডিজাইন

যান।একটি গ্যাজেট যুক্ত করুন/ADD A GADGET

গিয়ে HTML/JAVASCRIPT নামক গ্যাজেট যুক্ত

করুন।

এবার HTML CODE টি এইখানে PASTE করুন।
৮.সাম্প্রতিক পোস্ট(RECENT POST) GADGET: আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design এ ক্লিক করুন।এবার একটি গ্যাজেট যুক্ত করুন/Add a Gadget এ ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে এবং একেবারে বামে বৈশিষ্ট্য/ Featured সিলেক্ট করুন।আপনি সাম্প্রতিক পোস্ট/ RECENT POST নামক গ্যাজেট দেখতে পাবেন।এর ডানপাশে যুক্ত করুন/+বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ।এবার টেমপ্লেট সংরক্ষন/Save Templet এ ক্লিক করে সেভ করুন।
৯. সাম্প্রতিক মন্তব্য (Recent Comments): আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design এ ক্লিক করুন।এবার একটি গ্যাজেট যুক্ত করুন/Add a Gadget এ ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে এবং একেবারে বামে বৈশিষ্ট্য/ Featured সিলেক্ট করুন।আপনি সাম্প্রতিক মন্তব্য (Recent Comments)নামক গ্যাজেট দেখতে পাবেন।এর ডানপাশে যুক্ত করুন/+বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ।এবার টেমপ্লেট সংরক্ষন/Save Templet এ ক্লিক করে সেভ করুন।

১০.লাইভ চ্যাট রুম(LIVE CHAT ROOM):আপনার ব্লগের

লাইভ চ্যাট রুম(LIVE CHAT ROOM) যুক্ত করে VISITOR

দেরকে আপনার সাথে সরাসরি চ্যাটিং করার সুযোগ করে দিতে

পারেন।

লাইভ চ্যাট রুম(LIVE CHAT ROOM) তৈরির জনপ্রিয়

এই সাইটে যান।

এবার রেজিষ্টেশন করুন । এবার আপনি একটি কোড পাবেন।

কোডটি আপনার সাইটে গিয়ে ডিজাইন এ যান।একটি গ্যাজেট

যুক্ত করুন/ADD A GADGET এ গিয়ে

HTML/JAVASCRIPT নামক গ্যাজেট যুক্ত করুন।

এবার HTML CODE টি এইখানে PASTE করুন।

১১.সাধারন মেন্যুবার(SIMPLE MENUBAR):ব্লগে একটি SIMPLE MENUBAR ADD করার নিয়ম:
আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design এ ক্লিক করুন।তাহলে উপরের ছবির মত আসবে।এবার একটি গ্যাজেট যুক্ত করুন/Add a Gadget এ ক্লিক করুন।এবার HTML CODE টি এইখানে PASTE করুন।
<div style="background-color:#DBF2FB; float:left;">
<a href="URL 1">Link 1</a> |
<a href="URL 2">Link 2</a> |
<a href="URL 3">Link 3</a> |
<a href="URL 4">Link 3</a> |
<a href="URL 5">Link 3</a> |
<a href="URL 6">Link 3</a> |
<a href="URL 7">Link 3</a> |
</div

=> URL 1, 2, 3, 4 পরিবর্তে আপনার পোস্টের লিংক উল্লেখ করুন

=> Link 1, 2, 3, 4 এর জায়গায়

HOME,TIPS,SOFTWARE,ANTIVIRUSপ্রভৃতি লিখুন।

ব্লগ থেকে আয়:

অনেকে সখ হিসেবে BLOG করে থাকেন।আবার অনেকে ব্লগ থেকে আয়েরও চেষ্টা করে থাকেন।ব্লগ থেকে আয়ের জন্য উতকৃষ্ট উপায় হচ্ছে GOOGLE ১.ADSENCE.গুগল

এডসেন্স ব্লগস্পট সাইটেও এড দিয়ে থাকে।এর জন্য

প্রয়োজন একটি তথ্যসমৃদ্ধ(কপি পেষ্ট বিহীন)ব্লগ।গুগল এডসেন্সের জন্য

যেভাবে আবেদন করবেন:

আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design

এর ঠিক ডানপাশে নগদ করুন/Monetize ক্লিক করে সাইন

আপ করুন।গুগল এডসেন্স এ এপ্রুভ হওয়ার জন্য ব্লগের

বয়স ৬ মাস হতে হবে(GOOGLE ADSENCE এর ফোরামে

প্রশ্ন করে একজন ১০লেভেলের ভলানটিয়ার আমাকে

এই তথ্য দিয়েছিলেন)। এছাড়াও  Google adsense কর্তৃপক্ষ

বাংলা সাইটে এড দেয় না।

NOTE:যদিও অনেকেই “গুগল এডসেন্স এ এপ্রুভ হওয়ার

জন্য ব্লগের বয়স ৬ মাস হতে হবে” এই তথ্য মানতে নারাজ।তারা GOOGLE ADSENCE FORUM এ গিয়ে

প্রশ্ন করলে সঠিক উত্তর  পাবেন। GOOGLE ADSENCE

FORUM এ GOOGLE ADSENCE সম্পর্কিত যেকোন

সমস্যার সঠিক উত্তর পাওয়া যায়। GOOGLE ADSENCE

FORUM এর লিঙ্ক এই মুহুর্তে দিতে পারছিনা।

GOOGLE.COM এ গিয়ে GOOGLE ADSENCE FORUM

লিখে সার্চ দিন পেয়ে যাবেন।GMAIL এ LOG IN থাকা

অবস্থায় আপনি FORUM এ প্রশ্ন পোস্ট করতে পারবেন।

এডসেন্সর বিকল্প: গুগল এডসেন্সর বিকল্প হিসেবে

টেকটিউনস্ এ দুটি জনপ্রিয় পোষ্ট রয়েছে।

যারা অনেক চেষ্টা করেও GOOGLE ADSENCE পাচ্ছেন না

তারা গুগল এডসেন্সর বিকল্প হিসেবে টেকটিউনস্ এর এই

পোস্টগুলো দেখতে পারেন।

২.গুগল এডসেন্স ছাড়া আয় করুন সহজেই:

গুগল এডসেন্স ছাড়াও আরও কিছু পদ্ধতিতে ব্লগ থেকে আয়

করা যায়।এই পদ্ধতিতে লিঙ্ক শেয়ার করে আয় করা যায়।এই

সম্বন্ধে বিস্তারিত বলছি:

প্রথমে এই সাইটে যান।

এবার রেজিস্ট্রশন করার জন্য Join Now Button এ  Click  করুন।


আপনার মেইল চেক করুন। একটি একটিভিশন মেইলপাবেন। সেটির একটিভিশন লিংক এ Click করে একটিভ করতে হবে।ওই মেইলে একটি
code পাবেন যা দিয়ে একটিভিশন লিঙ্কে ক্লিক করার পর  submit করতে হবে।

এবার আপনার Account এ  log in  করুন।
Account এ  Log in  করার পর  নিচের মত একটি  Box দেখা যাবে।

যেকোনো File এর Download Link টি এই Box এ রেখে  Shrink এ Click  করলে  Link টি Short হয়ে যাবে।


প্রতিটি লিঙ্ক এভাবে Short করতে পারবেন।
এবার আপনার Blog এ প্রাপ্ত এই Download Link ‌এর Short  link টি দিয়ে  নিন।
এখন কেউ File Download করার সময় এই Short  link এ Click করে SKIP AD চাপলেই আপনার আয়।
এইভাবে কেউ যতবার আপনার Short  link এ Click করে SKIP AD এ ক্লিক করবে আপনার আয় তত বাড়বে।
আয়ের পরিমান:
10000 টি Click পড়লে আপনি পাবেন 4$
5$ হলে Alertpay এর মাধ্যমে পেমেন্ট পাবেন।
ফাইল শেয়ার করে আয়:
ফাইল শেয়ার করেও আপনি আয় করতে পারেন।কিছু কিছু FILE SHARING সাইট রয়েছে যারা FILE SHARE এর জন্য পেমেন্ট করে থাকে।এই সব সাইট থেকে আপনার দেওয়া LINK থেকে কেউ ডাউনলোড করলে আপনার আয় হবে।
FILE SHARING করে আয় করার জন্য এই সাইটে যান।
সাইন আপ করুন।আপনার ফাইল আপলোড করুন এবং শেয়ার করুন।15$ হলে পেমেন্ট পাবেন।
যাদের ALERTPAY ACCOUNT  নেই তারা যেভাবে ALERTPAY ACCOUNT  খুলবেন:
প্রথমে এই সাইটে যান।
একাউন্ট তৈরির প্রক্রিয়া:
এলার্টপে সাইটে তিন ধরনের একাউন্ট রয়েছে – Personal Starter, Personal Pro এবং Business। একাউন্টগুলোর যেকোন একটিতে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করা যায় এবং পরবর্তীতে যে কোন সময় একাউন্ট পরিবর্তন করা যায়। তিনটি
একাউন্টের সাহায্যই ইন্টারনেটে নিরাপদে কেনাকাটা করা এবং বিনামূল্যে অন্য ব্যবহারকারীকে টাকা পাঠানো যায়। এর বাইরে তিনটি একাউন্টের আলাদা আলাদা সুযোগ সুবিধা রয়েছে, এগুলো হচ্ছে -
১) Personal Starter:
এই ধরনের একাউন্টের একমাত্র বড় সুবিধা হচ্ছে অন্য এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করতে কোন ধরনের ফি দিতে হয় না। তবে এই ধরনের একাউন্টে কেউ ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিলে তা পাওয়া যায় না। আরেকটি অসুবিধা হচ্ছে মাসে ৪০০ ডলারের বেশি টাকা গ্রহণ করা যায় না এবং সকল পেমেন্টসহ সর্বমোট ২,০০০ ডলারের বেশি অর্থ গ্রহণ করা যাবে না।
২) Personal Pro:
ফ্রিল্যান্সারদের জন্য এই ধরনের একাউন্টে সকল ধরনের সুবিধা পাওয়া যায়। এখানে টাকা গ্রহণে কোন সীমাবদ্ধতা নেই। তবে এক্ষেত্রে অন্য একজন এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করলে ২.৫% + ০.২৫ ডলার ফি দিতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন ব্যবহারকারী টাকা পাঠালে ফি এর পরিমাণ হয় ৪.৯% + ০.২৫ ডলার। এই ধরনের একাউন্টের একটি বড় সুবিধা হচ্ছে এর ব্যাবহারকারী ইচ্ছে করলে নিজের ওয়েবসাইটে এলার্টপে যুক্ত করে কোন পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবে এবং ক্রেতার কাছ থেকে সহজেই টাকা গ্রহণ করতে পারবে।
৩) Business:
এই একাউন্টটির সাহায্যে আপনার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনলাইনে অর্থ লেনদেন করতে পারবেন। এখানে একটি একাউন্টের সাহায্যে একাধিক ব্যবসা পরিচালনা করা যায়। এই একাউন্টের আরেকটা সুবিধা হচ্ছে একসাথে একাধিক ব্যাবহারকারীকে টাকা পাঠানো যায়। আর টাকা গ্রহণ করার ক্ষেত্রে Personal Pro একাউন্টের মতই সমপরিমাণ ফি দিতে হয়।
একাউন্টের ধরন নির্ধারণ করে নিজের ব্যক্তিগত তথ্য, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, পিন নাম্বার ইত্যাদি দিতে হবে। পিন নাম্বারটি পাসওয়ার্ডের মতই একটি গোপন নাম্বার যা অর্থ লেনদেনের সময় প্রয়োজন পড়বে। সফলভাবে রেজিষ্ট্রেশন করার পর একাউন্টটি টাকা গ্রহণের উপযোগী হবে। তবে টাকা নিজের ব্যাংক বা ক্রেডিট কার্ডে পাঠাতে একাউন্টটিকে Verify করতে হবে। এজন্য Become AlertPay Verified নামক একটি লিংক দেখতে পাবেন। এখানে নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ডকুমেন্ট যেমন পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি জমা দিতে হবে। এছাড়া যাদের ক্রেডিট বা ডেবিট কার্ড আছে তারা এর মাধ্যমেও Verify হতে পারবেন। অনেক ক্ষেত্রে ফোন নাম্বার যাচাই করা হয়।
এলার্টপে যেভাবে কাজ করে তার স্কিনশর্ট নিচে দেওয়া হল:
দেশে টাকা আনার উপায়:
এলার্টপে একাউন্ট থেকে ৪টি ভিন্ন ভিন্ন উপায়ে টাকা আনা যায়। পদ্ধতিগুলো হল – চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং ব্যাংক ওয়্যার।
এক COMPUTER একটির বেশী ALERTPAY ACCOUNT খুলবেন না।
বিশেষ দ্রষ্টব্য:অনলাইনে আয় করার পূর্বে যেকোন সাইট ভুয়া/SCAM কিনা তা নিজ দায়িত্বে দেখে নিন।
এই জন্য GOOGLE.COM এ গিয়ে IS সাইটের নাম SCAM?লিখে সার্চ দিন।
উদাহরণ:ধরি কোন সাইটের নাম যদি ABCD.COM হয় তাহলে IS ABCD.COM SCAM? লিখে সার্চ দিন।
এই টিউনটি করতে আমার ৩ঘন্টা(প্রায়)সময় লেগেছে।
তাই ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
আর যদি টিউনটি আপনার কাছে  মনোনীত হওয়ার মত মনে হয় তাহলে মনোনীত হোক বাটনে ক্লিক করতে ভুলবেন না।
আর একটি কথা আমি এই টিউনে যে সব ডিজাইন সম্পর্কে বলেছি তার সবগুলোই আমার সাইটে প্রয়োগ করেছি।ইচ্ছা হলে দেখে আসতে পারেন।
আমার সাইটের লিঙ্ক এইখানে।

এবার fecbook থেকে মোবইলে টাকা রিচার্জ করুন একদম ফ্রীতে

ম্প্রতি ফেসবুক নতুন একটি এপ্লিকেশন চালু করেছে।এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তাদের মোবাইলে ফ্রি টাকা রিচার্জ করতে পারবেন।আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি তারপরও শখের বসে কয়েকজনকে ইনভাইট করলাম ।তারপর দেখি একাউন্টে 37০ পয়েন্ট হয়ে গেছে । প্রায় আনমনেই টপআপ বাটনে ক্লিক করলাম ।অবিশ্বাস্য ব্যাপার ৫ মিনিট পরে দেখি সত্যি সত্যি আমার মোবাইলে 200 টাকা চলে এসেছে ।

যেভাবে এপ্লিকেশনটি চালু করবেনঃ
১.প্রথমে ফেইসবুকে লগ ইন থাকলে লগ আঊট করুন

২. এখানে ক্লিক করে এপ্লিকেশনে প্রবেশ করুন।
http://apps.facebook.com/mobilewallet/?invitedby=100000959523532

৩.ফেইসবুকের এপ্লিকেশনটির পেইজ আসবে।এখানে লগ ইন করে ALLOW এ click করুন।ভয় পাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি এটা হ্যাকিং এর কোনো জিনিস না

৪.এখানে আপনার মোবাইল নাম্বার দিন আপারেটর সিলেক্ট করুন। Country সিলেক্ট করুন এবং রেজিষ্টাড বাটনে ক্লিক করুন।তাহলে আপনি পাবেন ৫০ পয়েন্ট।
৫.এরপর মোবাইল Validate , Email ভেরিফাই করলে ১০০ পয়েন্ট।
৬.আপনি যদি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারেন তাহলে পাবেন ২০ পয়েন্ট। আপনার মোট 350 পয়েন্ট হলেই 200 টাকা টপআপ করতে পারবেন।এভাবে যতবার ২৫০ পয়েন্ট হবে ততো বারই টপআপ করতে পারবেন। তবে সবাইকে মোবাইল VALIDATE করতে হবে।
৭.মোবাইলে টাকা আনার জন্য Account এ গিয়ে নাম্বার সিলেক্ট করুন এবং Top-up Now এ click করুন।
Friend Invite:
Friend অপসন এ গিয়ে INVITE এ click করেন। ইচ্ছা হলে সরাসরি Invite না করে আপনার রেফারেল লিংকটি বন্ধুকে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আর দেরি কেন ? শুরু করুন এখনিই ।আর হ্যা কে কত টাকা পেলেন জানাতে ভুলবেন না

সব চাইতে সহজ পদ্ধতিতে পেজ নাম্বার দিন আপনার ব্লগে

সালাম সবাইকে কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহ্‌র রহমতে সবাই ভাল আছেন ।ভাল থাকেন সব সময় এই প্রত্যাশাই করি । হাতে একদম সময় নেই তাই বক্তিতা না দিয়ে সোজা কাজের কথায় আসি । আজ আমি আপনাদের দেখাব কি করে ব্লগে পেজ নাম্বার নেভিগ্রেসন বার বসাতে হয় ।সচরাচর আমাদের ব্লগে দেয়া থাকে older post তাই অনেকে এখানে ক্লিক করে দেখে না অথবা বুঝে না ,কিন্তু পেজ নাম্বার থাকলে তা সহজে সবার বোধগম্য হয় এবং ইচ্ছে মত যে কোন নাম্বারে ক্লিক করে ভিজিটর যে কোন পেজ এ ভিজিট করতে পারেন । ডেমো দেখতে হলে আমার ব্লগ ভিজিট করতে পারেন । www.aronno.tk
যা করতে হবে :- প্রথমে মিডিয়া ফায়ার থেকে এই জাভা স্ক্রিপ্ট টি ডাউন লোড করে নিন নিচের লিংক থেকে ।
http://www.mediafire.com/?78fubr6qxbprtb7
এখন আপনার ব্লগে লগিন করুন ।তার পরে নিচের চিত্রের মত করে ( Design ) এ ক্লিক করুন ।

এখন নিচের চিত্রের মত করে ( Layout ) এ ক্লিক করুন ।

নিচের চিত্রের মত করে ( Add a Gadget ) এ ক্লিক করুন ।

এবার নিচের চিত্রের মত করে ( HTML / Java script ) এ ক্লিক করুন ।

এখন নিচের চিত্রের মত যে বক্স টি আসবে তার বডি তে ডাউন লোড করা নোট প্যাড থেকে জাভা কোড গুলো কপি করে পেস্ট করে সেভ এ ক্লিক করুন ।

এখন ভাল করে লক্ষ করুন আপনাকে যা করতে হবে , ( Layout ) পেজ এ যেখানে জাভা কোড টি সেভ হয়েছে সেখান থেকে মাউস এর মাধ্যমে টেনে নিয়ে মেইন বডি এর নিচে ছেঁড়ে দিন । নিচের ছবিটি ভাল করে লক্ষ করুন আশাকরি বুঝতে সমস্যা হবে না ।

আর একটি মাত্র স্টেপ বাকি , এখন আপনি ( Layout ) পেজ এর উপরে দেখুন লিখা আছে ( Save arrangement ) এখানে ক্লিক করুন । তার পরে নিচের চিত্রটির মত করে ( View Blog ) এ ক্লিক করুন ।

এখন আপনার ব্লগ এর একেবারে নিচে দেখুন পেজ নাম্বার দেখাচ্ছে ।

আশাকরি ভাল করে উপস্থাপন করতে পেরেছি ।আর আপনাদের বুঝতে সমস্যা হয়নি , যদি কারো কোন রকম সমস্যা হয় কমেন্ট করে জানাবেন নিচে , যথা সম্ভব সাহায্য করতে আমি ১০০% আপনাদের নিকট প্রতিজ্ঞা বদ্ধ রইলাম ।
ভাল লাগ্লে জানাবেন , কাজ হলে জানাবেন , আর আপনাদের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিলাম । আল্লাহ্‌ হাফেজ …।।

আপনার blog এ যুক্ত করুন “Linkedin” Share Button

আমরা কম বেশী  সবাই blogging করি। আপনার blog টি জনপ্রিয় করতে হলে আপনাকে কিছু কাজ করতেই হবে। যেমন: নিয়মিত ভাল কিছু লিখতে হবে, blog টি দেখতে সুন্দর হতে হবে, blog এ নিত্যনতুন সুবিধা যোগ করতে হবে, আপনার article গুলো শিক্ষনীয় হতে হবে। আবার একই article যাতে বারবার না আসে সেই দিকে খেয়াল রাখতে হয়।
Blog  এ “Linkedin” যুগান্তকারী প্রভাব বিস্তার করে আছে। “Linkedin” এর রয়েছে 90 million members যা  200 country তে ছড়িয়ে।  এই বাটনের মাধ্যমে websites, blogs, readers and visitors শেয়ার করে।
দেখা যাক কিভাবে “Linkedin” Share Button যুক্ত করা যায়।
1. আপনার blog এ Log in .
2.  Dashboard এ যান।
 আপনার blog এ যুক্ত করুন Linkedin Share Button  | Techtunes
3. Go to Design and then Edit HTML.
 আপনার blog এ যুক্ত করুন Linkedin Share Button  | Techtunes
4.  “Expand Widget Templates” এ click করুন ।
5. নিচের কেডিটি খুজুন
<div class='post-header-line-1'/>
6. তার নিচে কপি করে দিন যে কোন একটি কোড:
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div style='float:right;margin-left:10px;'>
<script src='http://platform.linkedin.com/in.js' type='text/javascript'/><script data-counter='top' expr:data-url='data:post.url' type='in/share'/>
</div>
</b:if>
It is for Vertical Count and it shown like this:
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div style='float:right;margin-left:10px;'>
<script src='http://platform.linkedin.com/in.js' type='text/javascript'/><script data-counter='right' expr:data-url='data:post.url' type='in/share'/>
</div>
</b:if>
It is for Horizontal Count and it shown like this:
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div style='float:right;margin-left:10px;'>
<script src='http://platform.linkedin.com/in.js' type='text/javascript'/><script expr:data-url='data:post.url' type='in/share'/>
</div>
</b:if>
It is for No Count and it shown like this:
আপনার temple টি  Save করুন।

অনেক কাজের একটি সফটওয়ার (ALL IN ONE ), একেবারে ফ্রি তে!!!!!!

Posted: জানুয়ারি 2012 in ডাউনলোড
ট্যাগসমূহ :, , , ,

লিখেছেনঃ হাফিজুর রহমান
আমার আজকের টিউনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশাকরি সবাই ভাল আছেন। এটি একটি সফটওয়ার রিভিউ।যারা ইন্টারনেট এর জগতের সাথে যুক্ত আছি বা প্রয়োজনে অপ্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করি তারা অবশ্যই গান শুনতে ভিডিও দেখতে পছন্দ করি এবং নিজেদের কাছে থাকা ডিভাইসে গান বা অন্যকিছু শোনা অথবা দেখার জন্য বিভিন্ন ফরমেটে কনভার্ট করি, এর জন্য বিভিন্ন ধরনের সফটওয়ার ব্যবহার করি।আর বিশেষ করে ইউটিউবের ভিডিও গুলো ডাউনলোড এবং কনভার্ট করতে অনেক সমস্যা হয়, এর জন্য বিভিন্ন ওয়েব সাইটের সাহায্যও নিতে হয়। আমি আজ যে সফটওয়ারটির কথা বলছি তাতে উপরোল্লিখিত সব কাজ করতে পারবেন এমন কি ইউটিউবে আপলোড, সিডি-ডিভিডি বার্ণ করতে পারবেন।তাছাড়াও পাইরেটেড সফটওয়ার ব্যবহার করতে করতে আমরা এখন পাইরেট ছাড়া কোন সফটওয়ার কল্পনাও করতে পারিনা, সেখানে এত কাজের এই সফটওয়ারটি একেবারে ফ্রি।এতক্ষন যে সফটওয়ারটির কথা বলছি তার নাম “Free Studio Manager” এর সাইজ ৩০ মেগাবাইট।
 অনেক কাজের একটি সফটওয়ার (ALL IN ONE ), একেবারে ফ্রি তে!!!!!! | Techtunes
এ লিংক থেকে ডাউনলোড করুন।
এটি যে কোন এক্সপি সিসটেমে চলবে তবে “DotNet Framework 3.5” থাকতে হবে (ডাউনলোড লিংক)।“DotNet Framework 3.5”ইনস্টল করার সময় আবার “Windows Installer 3.1”চায় এটি মাত্র ২ মেগাবাইটের ফাইল ডাউনলোড করুন এখান থেকে
চলুন এক নজরে দেখে নেই এ সফটওয়ারে কি কি আছে -
১) ইনটারনেট-
  • ইউটিউব ডাউনলোডার।
  • ইউটিউব থেকে mp3 কনর্ভাটার।
  • ইউটিউব থেকে আইপড এবং পিএসপি কনর্ভাটার।
  • ইউটিউব থেকে আইফোন কনর্ভাটার।
  • ইউটিউব আপলোডার।
এখানে উল্লেখ্য যে ইউটিউব থেকে ডাউনলোড করার সময়ই ভিডিওকে কনর্ভাট করা যায়।
২) ডিভিডি ও ভিডিও-
  • ভিডিও থেকে ডিভিডি, ফ্লাশ, এমপিথ্রি, জেপিজি, আইপড, আইফোন, থ্রি জিপি ও পিএসপি কনর্ভাটার।
  • ভিডিও ডাব/ কার্টার।
৩) এমপিথ্রি ও অডিও-
  • সকল অডিও কনর্ভাটার।
  • অডিও থেকে ফ্লাশ কনর্ভাটার।
  • অডিও ডাব/ কার্টার।
৪) সিডি, ডিভিডি ও ব্লু রে ডিস্ক-
  • যে কোন ডিস্কে বার্ণ (দেখলে বুঝতে পারবেন)।
  • ডিভিডি ভিডিও বার্ণ।
  • ডিভিডি কনর্ভাট এন্ড বার্ণ।
  • অডিও সিডি বার্ণ।
  • অডিও সিডি কনর্ভাট এন্ড কপি।
আশা করি সফটওয়ারটি আপনাদের কাজে আসবে এবং টিউনটিও আপনাদের ভাল লাগবে।
আর ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। 
  
ধন্যবাদ ।
- হাফিজুর রহমান

ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

লিখেছেনঃ হাফিজুর রহমান
ই-প্রথম আলোতে প্রথম প্রথম বিজ্ঞাপনগুলো দেখা যেত আর এ বিজ্ঞাপন দেখার জন্যই অনেকের মতো আমিও ই-প্রথম আলোতে টু মারতাম প্রতিদিন আর বাসায় দিলাম পেপার বন্ধ করে কিন্তু কিছুদিন পরই প্রথম আলো বিজ্ঞাপন দেখা দিলো বন্ধ করে এতে অনেকের মত আমিও কিছুটা হতাশ হয়েছি ।আবার ই প্রথম আলোতে প্রতিটা নিউজ দেখার জন্য আলাদা আলাদা জুম করতে হতো এটাও আরেকটা ঝামেলা।
কিন্ত সব ঝামেলায় মিটে যাবে এই টিউনটি পড়ার পর
সমাধানটা একেবারেই সহজ
প্রথমে নিচের লিংকে ক্লিক করে ডেমো দেখে নিন Click This Link
এই্ লিংকে গিয়ে কি দেখলেন প্রথম ছোট একটি পেজ এর উপরে মাউসটি নেবার সাথে সাথে জুমের অপশন এসেছে জুমে ক্লিক করার সাথে সাথেই পুরো পেইজ আসলো ……….কি সব বুঝতে পারছেনতো
এখন আসেন একটু বিশ্লেষণ
করি www.eprothomalo.com/contents/2012/2012_01_31/bigPages/2012_01_31_1.jpg
মুল ফরমেটটি হলো উপরেরটি
  • এখানে সব ঠিক থাকবে 2012 হলো এখানে সাল মানে অন্য কোন সালের পেপার এইভাবে দেখতে চাইলে এখানে সালটি পরিবর্তন করে দিন_তারপর আসলো তারিখ তারিখ এখানে আছে 2012_01_31 আপনি যে তারিখের পেপার দেখতে চান সেটা বসিয়ে দিন
  • তারপর আসলো কত নাম্বার পেজ এই্ অপশন টি এখানে আছে 2012_01_31_1.jpg মনে করুন আপনি দুই নাম্বার পেজটি দেখতে চাচ্ছেন তাহলে এখনা একদম শেষের 1 টিকে পরিবর্তন করে 2 করে দিন তাহলেই দুই নাম্বার পেজটি দেখতে পারবেন এভাবে শেষের নাম্বারটিকে আপনার ইচ্ছামত 3,4,6,12 করে দিন তাহলেই হয়ে যাবে ।
সব ধরনের বিজ্ঞাপন দেখুন আর সব সংবাদ পড়ুন একসাথে আশা করি আপনাদের কাজে লাগবে ।সবাই ভালো থাকবেন
- হাফিজুর রহমান

নিজের আই.পি এড্রেস জানুন এবং জানুন পৃথিবীর যে কোন সাইটের আই.পি এড্রেস সহ যাবতীয় তথ্যাদি !

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সকলকে আমার আজকের টিউনিং পেজে স্বাগতম। আশা করি আপনারা সব্বই ভাল আছেন। লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত আছি তাই টিউনে সময় খুব কম দিতে হচ্ছে। এর আগে অন্যের আই.পি এড্রেস কিভাবে হ্যাক করা যায় তা নিয়ে টিউন করে ছিলাম কিন্তু অনেকেই আছেন যারা নিজের আই.পি এড্রেসই জানেন না আবার অনেকে বহুত কষ্ট করে নিজের একটা সাইট তৈরি করে কিন্তু তার এই সাইট কোন আই.পি এড্রেস ব্যবহার করছে তার ইয়াত্তা নেই… :P

আই.পি এড্রেসঃ

আপনার কম্পিউটার এখন কোন আই.পি এড্রেস ব্যবহার করছে তা জানার জন্য প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার আই.পি এড্রেস জেনে নিন।
untitled (Medium)
চিত্রেঃ আমার আই.পি এড্রেস এখন ঢাকার !

সাইটের যাবতীয় তথ্যাদিঃ

আপনি ইচ্ছে করলে পৃথিবীর যে কোন সাইটের আই.পি এড্রেস এবং এর যাবতীয় তথ্য বের করতে পারবেন, বলতে পারেন এক জাতীয় হ্যাকিং। এখানে আপনি সাইটের আই.পি এড্রেস, আর্থিক দিক থেকে এর মূল্য, বিশ্বে এর অবস্থান, ট্যাফিক, রাংকিং, সার্ভার লোকালেশন সহ নানা তথ্য পাবেন। এখানে ক্লিক করলে টেকটিউনসের সকল তথ্য পাবেন।
untitled2 (Small)
চিত্রেঃ আমাদের টেকটিউনস।
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কারন কমেন্টই একজন টিউনারের প্রান।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
- হাফিজুর রহমান

আমার দেখা মজিলার সেরা এড-অন গুলো শেয়ার করছি

ট্যাগসমূহ :, , ,
0
লিখেছেনঃ ,
মজিলা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। এড-অন গুলার জন্য অন্য ব্রাউজার এর ধারে কাছেও আসতে পারছে না। যদিও অনেকে ভিন্ন মত পোষন করে থাকে। শত বিতর্কের মাঝেও আমার কাছে মজিলাই সেরা। শুধু মাত্র এড-অনই নয় মজিলার বিভিন্ন ফিচার এখনো আমাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতে বাধ্য করছে। যদিও আমি সব জনপ্রিয় ব্রাউজার ব্যবহার করে থাকি।
The Firefox by djog আমার দেখা মজিলার সেরা এড অন গুলো শেয়ার করছি | Techtunes
আমি যে সব এড-অন গুলো ব্যবহার করি তা আপনাদের মাঝে শেয়ার করছি। এর মধ্যে অনেক গুলার কথা জানেন কিন্তু তারপরেও শেয়ার করলাম যদি আপনাদের কাজে লাগে!
mozilla আমার দেখা মজিলার সেরা এড অন গুলো শেয়ার করছি | Techtunes

Adblock Plus 1.2

ওয়েব সাইটের বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করার জন্য এই অসাধারন এড-অন। যা আপনার ব্রাউজিং স্পিড বাড়াবে।

AniWeather

এনিমেটেড লাইভ আবহাওয়া আপডেট। যা কিনা রোদ বৃষ্টির সত্যি আপডেট দিবে!

AutoCopy

ওয়েব পেজের যে কোন লিখা মাউস দিয়ে সিলেক্ট করে দিন। ব্যস অটো তা কপি হয়ে যাবে। কষ্ট করে copy তে ক্লিক করতে হবে না।

AutoPager

এটা যে কোন সাইট অটো লোড হবে অর্থাৎ যে কোন সাইটের Next বাটন ক্লিক না করেও পরের পেজ গুলা শো করবে।

FastestFox

যা আপনার ব্রাউজিং গতি বাড়াবে।

Flashblock

অনেক সাইটেই অপ্রয়োজনীয় ফ্ল্যাশ এনিমেশন থাকে যা স্পিড অনেক কমিয়ে দেয়। এটা তা ব্লক করে দিবে। তবে আপনার প্রয়োজনীয় ফ্ল্যাশ ক্লিক করে দেখতে পারবেন।

FlashGot

আমাদের প্রিয় একটি ডাউনলোড ম্যানেজার হলো IDM। অনেক ক্ষেত্রে অনেক সাইট থেকে IDM থেকে ডাউনলোড না হয়ে মজিলা থেকে ডাউনলোড শুরু হয়। ঐসব সাইট থেকে IDM দিয়ে ডাউনলোড করতে এ আড-অন।

ScoreWatch

এটা দিয়ে ক্রিকেটের লাইভ স্কোর আপডেট জানা যায়।

SearchPreview

এটি খুব প্রয়োজনীয় সার্চের জন্য। আপনি গুগলে সার্চের সময় সাইটগুলোর প্রিভিউ দেখে নিতে পারবেন।

TimeTracker

এটা দিয়ে জানতে পারবেন আপনি কতক্ষন ব্রাউজিং করেছেন মজিলা দিয়ে।
এছাড়াও আরো কত কি!
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ

পেনড্রাইভ বা মেমোরি কার্ডে কোন ফাইল সুপার হাইড হয়ে গেলে কি করবেন ?

পেনড্রাইভ বা মেমোরি কার্ডে কোন ফাইল সুপার হাইড হয়ে গেলে কি করবেন ?

 Posted: ফ্রেবরুয়ারি,০২ ২০১২ in টিপস এন্ড ট্রিকস
ট্যাগসমূহ :, ,

লিখেছেনঃ হাফিজুর রহমান
আশাকরি আল্লাহপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আজকে একটি কমন সমস্যার সমাধান দেবো।হয়তো বিপদে এটি অনেকের কাজে লাগবে।পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় অদূশ্য হয়ে যায়।মনে হয় যেন এতে বুঝি কোন ফাইলগুলো মুছে গেছে। কিন্তু propertise গেলে দেখা যায় জায়গা ঠিকই দখল করে আছে।তার মানে ফাইলগুলো সুপার হাইড হয়ে গেছে।আসলে ভাইরাসে কারনেই এই সমস্যা হয়। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনাদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন L: হলে L ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d

আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib বলতে attribute এর সংক্ষিপ্ত রুপ বোঝায়।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

যদি লেখাটি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট দিবেন।কারন কমেন্ট ছাড়া একটি টিউনের ভালো মন্দ বোঝা সম্ভব নয়। 

ধন্যবাদ  @@@@@@@@@@@

COUNTER W