Monday, February 27, 2012

আফ্রিদির জন্য গ্গ্ন্যাডিয়েটর্সের হেলিকপ্টার

খেলা শেষ হতে হতে আবুধাবিতে রাত সাড়ে ১১টা বেজে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে ওই টি২০ ম্যাচটি শেষ করেই মাঠ থেকে বিমানবন্দরে ছুটে যাবেন তিনজন। শহিদ আফ্রিদি, সাঈদ আজমল আর শোয়েব মালিক। তিনজনই ঢাকা আসার বিমান ধরবেন বিপিএলের জন্য। আফ্রিদি আর আজমল খেলবেন ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্সের হয়ে আর শোয়েব মালিক নামবেন চিটাগাং কিংসের হয়ে। এই তিন পাকিস্তানির জন্যই মুখিয়ে আছে বিপিএলের ফ্রাঞ্চাইজিরা। তবে তাদের মধ্যে ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্সের আগ্রহটা যেন একটু বেশিই। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ আফ্রিদিদের বিমান ঢাকা নামার কথা। আর ওইদিনই সেমিফাইনাল ম্যাচ। কিন্তু সিডিউল আর সেমির চারটি দলের অবস্থান চূড়ান্ত না হওয়ায় আফ্রিদিদের জন্য বাড়তি ব্যবস্থা রেখেছে ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্স। যদি কোনো কারণে আফ্রিদিদের বিমান আসতে দেরি হয় এবং ওইদিন ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্সের ম্যাচ দুপুর দুটোয় থাকে, তাহলে বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে মিরপুর মাঠে নিয়ে আসা হবে আফ্রিদি আর আজমলকে। 'আমাদের হেলিকপ্টার বিমানবন্দরেই থাকবে। যদি কোনো কারণে আফ্রিদিদের বিমান আসতে দেরি করে, তাহলে ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য আফ্রিদি আর আজমলকে হেলিকপ্টারে করে মিরপুর আনা হবে। কেননা, এ দুই ক্রিকেটার আমাদের দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া সেমিফাইনালের মতো নকআউট ম্যাচে আফ্রিদি এবং আজমলকে ভীষণভাবে চাইছে টিম ম্যানেজমেন্ট। সব কিছু বিবেচনা করেই হেলিকপ্টার ঠিক করা হয়েছে।' ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্সের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খানের কথাতেই পরিষ্কার, সেমিফাইনালে আফ্রিদির উপস্থিতি কতটা আত্মবিশ্বাসী করে তুলবে দলটিকে।

অনলাইনে বাংলা গান শুনুন

শুধু বাংলা গান শোনার সুবিধা নিয়ে ইন্টারনেটে রয়েছে লাইভগান www.livegaan.com নামের একটি ওয়েবসাইট। এ ওয়েবসাইটে আপনার পছন্দের প্রায় সব ধরনের গান। পুরনো আর নতুন সব গানই পাওয়া যাবে এ সাইটে। ১৯৫০ সাল থেকে প্রচারিত নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, লালনগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন, ক্লাসিক্যাল, ব্যান্ড, আধুনিক, লোক, রক, ফিউশন, মেটাল, ইনস্ট্রুমেন্টালসহ নানা ক্যাটাগরি অনুযায়ী পাওয়া যাবে গান। সহজে গানের খোঁজ পেতে গানের অ্যালবাম, টাইটেল কিংবা শিল্পীর নাম দিয়ে খোঁজার সুবিধা রয়েছে, এর মাধ্যমে খুব সহজেই পছন্দের গান খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি শ্রোতাদের কাছে প্রতি সপ্তাহ বা মাসের সবচেয়ে জনপ্রিয় গান কোনগুলো তাও জানার ব্যবস'া রয়েছে। রয়েছে নিজস্ব গান শোনার তালিকা তৈরির সুবিধা। তবে এ ওয়েবসাইটে শুধু গানই শোনা যাবে, গান ডাউনলোড করার কোনো ব্যবস'া নেই।

ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

টার্গেট ২৫৩। ভারতের তারকাসমৃদ্ধ ব্যাটিং লাইনের কাছে এটা খুব একটা বেশি নয়। কিন' প্রতিপক্ষ তো অস্ট্রেলিয়া। তা-ও আবার তাদেরই হোম গ্রাউন্ডে। এটা বোধহয় ভুলেই ছিলেন ধোনি। শেষ ১০ দশমিক ৫ ওভারে অসিরা তুলতে পেরেছে মাত্র ৫২ রান। ভারতীয় দলনায়ক তো বেজায় খুশি! কিন' তার দল যে এবারের অস্ট্রেলিয়া সফরে কতটা অসহায়ত্ব দেখিয়েছে, সেটাও তো বেলালুম ভুলে ছিলেন কুল ফিনিশার ধোনি। লাভ কিছুই হয়নি। অসি বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের আরেকটি ব্যর্থতার মঞ্চায়ন হয়েছে গতকাল সিডনিতে। ত্রিদেশীয় সিরিজের মাস্ট উইন ম্যাচে ধোনি বাহিনী অলআউট ১৬৫ রানে। সেটা আবার ১০ দশমিক ৩ ওভার বাকি থাকতেই। ৮৭ রানের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালেও উঠে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
আর ভারত! বিদায়টা অনেকাংশে নিশ্চিত। ফাইনালে উঠতে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে বোনাস পয়েন্টের জয়সহ অস্ট্রেলিয়ার কাছে তাদের (লঙ্কার) হারেরও প্রার্থনায় থাকতে হবে ভারতকে। অন্যথায় কাজে আসবে না কোনো সমীকরণ। ৭ ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমানসংখ্যক ম্যাচে ভারতের ১০। আর ৬ ম্যাচে শ্রীলঙ্কার অর্জন ১৫ পয়েন্ট। এ দিনও অসি সফরে খেই হারানো ভারতের পতনের শুরুটা করেছেন ওই সেহওয়াগ। পরে ডেভিড ওয়ার্নারের দুর্দান- ফিল্ডিংয়ে ফেরেন শচিনও। ভারতের রান তখন ৩৫। তৃতীয় উইকেটে কোহলি-গম্ভীর চেষ্টা করেছিলেন দলকে ট্র্যাকে ফেরাতে। কিন' ২৫ রানের (৭৯ থেকে ১০৪) ব্যবধানে ৪ উইকেট হারানো ভারত উল্টো ছিটকে পড়ে ম্যাচ থেকে। পরে ধোনি নিজেও আউট হন ব্যক্তিগত ৮ রানে। আশ্বিন করেছেন সর্বোচ্চ ২৬ রান। ৫ ওভারে ৯ রান খরচায় কোহলি ও রায়নার উইকেট তুলে নেন ওয়াটসন।
এর আগে টস জেতা স্বাগতিকেরা ব্যাটিংয়ে নেমে ওয়ার্নার-ডেভিড হাসি ও ম্যাথু ওয়েডের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫২ রানের ফাইটিং স্কোর গড়তে সক্ষম হয়। ৬৬ বলে সাতটি চারে সর্বোচ্চ ৬৮ রান করেন ম্যাচসেরা ওয়ার্নার। ওয়েড ৫৬ ও হাসি খেলেছেন ৫৪ রানের দুর্দান- ইনিংস। পাঁচ উইকেটে এ দু’জনের ৯৮ রানের জুটিতেই আড়াই শ’ প্লাস সংগ্রহ পৌঁছে স্বাগতিক ইনিংস। সেহওয়াগ নেন তিন উইকেট ৪৩ রান খরচায়।
সংক্ষিপ্ত স্কোর
টস : অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ইনিংস : ২৫২/৯ (৫০ ওভার) ওয়ার্নার ৬৮, ওয়েড ৫৬, হাসি ৫৪; সেহওয়াগ ৩/৪৩।
ভারত ইনিংস : ১৬৫/১০ (৩৯ দশমিক ৩ ওভার) আশ্বিন ২৬, পাঠান ২২,গম্ভীর ২৩; ওয়াটসন ২/৯।
ফল : অস্ট্রেলিয়া ৮৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)। সূত্র : ক্রিকইনফো

ফাইনালের স্বপ্ন ধূসর ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ কমনওয়েলথ ব্যাংক ওয়ানডে সিরিজের ফাইনালের আশা আরও দুরাশা হয়ে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য। রেসে টিকে থাকার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে গতকাল স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে মহেন্দ্র সিং ধোনির দল হেরে গেছে ৮৭ রানের বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ার ২৫২ রানের জবাবে ১৬৫ রানে গুটিয়ে যায় ভারত। সিরিজে নিজেদের সপ্তম ম্যাচে ভারতের এটি চতুর্থ পরাজয়। বিপরীতে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাওয়া অসিদের চতুর্থ জয়। ৬ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অপর দল শ্রীলঙ্কা। এ পরাজয়ের ফলে ভারতের ফাইনালের স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে গেল। অনেক যদি তবের ওপর ঝুলে গেল ধোনিদের আশা! সিরিজের প্রাথমিক পর্বে আর দুটি মাত্র ম্যাচ বাকি। ভারত-শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। দুই ম্যাচের একটিতে খেলার সুযোগ পাচ্ছে ভারত। ২৮ তারিখ পরের ম্যাচে যদি জয় পায় তবে বোনাসসহ তাদের পয়েন্ট হবে ১৫। সুতরাং স্বপ্নের সলতেয় আলো দেখতে হলে লঙ্কানদের বিরুদ্ধে বোনাস পয়েন্ট নিয়ে জিততে হবে ধুঁকতে থাকা ধোনিদের। এবং প্রাথমিক পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অবশ্যই হারতে হবে শ্রীলঙ্কাকে। এমন কঠিন সব সমীকরণ, আর অন্য দুই দলের ওপর ঝুলে গেছে ভারতীয়দের ফাইনাল স্বপ্ন! সুতরাং গতকালের পরাজয়ের ফলে আক্ষরিক অর্থেই কমনওয়েলথ ব্যাংক সিরিজ থেকে ছিটকে পড়ল ভারত।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেন হঠাৎ করেই অধিনায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়া শেন ওয়াটসন। ওপেনার ডেভিড ওয়ার্নার ও দুই মিডল অর্ডার ব্যাটসসম্যান ডেভিড হাসি, ম্যাথু ওয়েডের হাফ সেঞ্চুরির ওপর ভর করে আড়াই শতাধিক রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অসিরা। ওয়ানডে সিরিজে টানা ব্যর্থতায় ওয়ার্নারের এই ম্যাচে সুযোগ পাওয়া নিয়েই সংশয়Ñ কিন্তু সুযোগ পেয়ে সংশয়টা ব্যাটের আঘাতে উড়িয়ে দিলেন ওয়ার্নার নিজেই। ৬৬ বলে ৭ চারের সাহায্যে ৬৮ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচসেরাও তরুণ ওপেনার। রানে ফেরার জন্য ওয়ার্নার কতটা উদ্বিগ্ন ছিলেন, ইনিংসে একটিও ছয়ের মার না থাকাই তা প্রমাণ করে। ধুমধারাক্কার পরিবর্তে দারুণ ছন্দময় ব্যাটিংশৈলী উপহার দেন তিনি।
শুরুতে ২৬ থেকে ৫৭ ৩১ রানের ব্যবধানে ওয়াটসন, ফরেস্ট ও মাইক হাসিকে হারিয়ে খানিকটা ধাক্কা খেয়েছিল অসিরা। কিন্তু পঞ্চম উইকেটে ওয়ার্নারের সঙ্গে ডেভিড হাসি যোগ দিয়ে দলকে ঠিকই বড় সংগ্রহের পথ দেখান। ডেভিড ৬৪ বলে ২ চারের সাহায্যে ৫৪ আর উইকেটকিপার ম্যাথু ওয়েড ৬৬ বলে ২ চার ও ১ ছক্কার সাহায্যে করেন ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান। এছাড়া ৩২ বলে ২ চারে ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের করা শেষদিকের ২৪ রানও বড় স্কোরের পথে ভূমিকা রাখে। ৯ উইকেট হারিয়ে ২৫২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অসিরা। ভারতের হয়ে বীরেন্দর শেবাগ সর্বাধিক ৩টি আর পেসার প্রবীন কুমার ও উমেশ যাদব নেন ২টি করে উইকেট। মাত্র ৩৫ রানের মধ্যে দুই ওপেনার শেবাগ-শচীনকে হারিয়ে শুরুতেই সে চ্যালেঞ্জ থেকে ছিটকে পড়ে ধোনিবাহিনী। শেবাগ ৫ রান করে পেসার হিলফেনহাসের বলে কট এ্যান্ড বোল্ড এবং ধোনি ১৪ রান করে ওয়ার্নারের সরাসরি থ্রোতে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর নিয়মিতই উইকেট পড়ে ভারতের। ২৩ রান করে গৌতম গাম্ভীর ক্লিন্ট ম্যাকেইর বলে বোল্ড হন। ওয়াটসনের বলে ক্রিশ্চিয়ানের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ওয়ানডের তারকা বিরাট কোহলি করেন ২১ রান। আরেক ‘ওয়ানডে ম্যান’ রায়নাও ওয়াটসনের শিকারে পরিণত হন মাত্র ৮ রান করে।

সম্মানপ্রাপ্তির দিনে হতাশা আর বিতর্কে টেন্ডুলকার




তাহলে কি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শেষবারের মতো খেলা হয়ে গেল শচীন রমেশ টেন্ডুলকারের? গত বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির পর হতে চলেছে এক বছর। এই সময়ে বেশ কয়েকবার সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ছুঁতে পারেননি তিন অঙ্কের 'ম্যাজিক ফিগার'। ভারতীয় দলে শোনা যাচ্ছে অন্তঃকোন্দলের চাপা গুঞ্জন, যদিও শাক দিয়ে মাছ ঢাকার মতোই বলা হচ্ছে- 'রোটেশন পলিসি' আর ২০১৫ বিশ্বকাপের দলের কথা। শুধু তা-ই নয়, অনেক সাবেক সতীর্থ ও সমসাময়িক ক্রিকেটারও বলতে শুরু করেছেন, বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিলেই বোধহয় ভালো করতেন টেন্ডুলকার। তাই বুঝি আর দেরি করেননি সিডনি ক্রিকেট গ্রাউন্ড ট্রাস্টের চেয়ারম্যান রডনি ক্যাভেলিয়র! সময় থাকতে থাকতেই টেন্ডুলকারের হাতে তিনি তুলে দিয়েছেন এসসিজির আজীবন সদস্যপদের সনদ। একই সঙ্গে এ যুগের ব্র্যাডম্যানের হাতে তুলে দেওয়া হয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের আবক্ষ ভাস্কর্য। চলতি ত্রিদেশীয় সিরিজে সিডনিতে আর খেলা নেই, ২০১৫ বিশ্বকাপের সহ-স্বাগতিক অস্ট্রেলিয়া হলেও বছর তিনেক পর যে টেন্ডুলকার খেলোয়াড় হিসেবে আবার আসবেন সেই সম্ভাবনাটাও ক্ষীণ। এই বেলা দেরি করলে যে আর চলে না!
প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে টেন্ডুলকারের হাতে এসসিজির আজীবন সদস্যপদের সনদ, একটি বই আর একটি বাঁধাই করা ফ্রেম তুলে দিয়েছেন নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সরকারপ্রধান ব্যারি ও' ফেরেল। এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে ব্যারি নিজেও খানিকটা রোমাঞ্চিত, 'শচীন হচ্ছেন বিশ্বের মহত্তম ক্রিকেটারদের একজন এবং তাঁকে আমরা সম্মানিত করছি বিশ্বের মহত্তম একটি মাঠের আজীবন সদস্যপদের মাধ্যমে। কিংবদন্তিতুল্য এই ক্রিকেটার নিজেই জানিয়েছেন, বিদেশে এসসিজিই হচ্ছে তাঁর প্রিয় মাঠ, এবং সেটা কেন তা এই মাঠে তাঁর রেকর্ড দেখলেই বোঝা যায়।' ট্রাস্ট চেয়ারম্যান রডনি ক্যাভেলিয়রও প্রকাশ করেছেন তাঁর অনুভূতি, 'এই ট্রাস্ট কিন্তু সহজে কাউকে আজীবন সদস্য করে না। শচীন হচ্ছেন প্রথম বিদেশি ক্রিকেটার, যাঁকে এই মাঠের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। নিজের ক্যারিয়ারে শচীন সব সময়ই বিনয় ও শ্রদ্ধার পথে হেঁটেছে, আমি নিশ্চিত পরবর্তীতে এই মাঠের সদস্য ও ক্রিকেট সমর্থকরাও তাঁকে যেকোনো সময়ই এখানে সাদর অভ্যর্থনা জানাবেন।'
টেন্ডুলকারের সকাল বেলাটা যদি হয় প্রাপ্তির আনন্দে রঙিন, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই রং ঢেকে গেছে হতাশার কালিমায়। সবাই চাতকের মতো প্রতীক্ষায় ছিলেন, এই ঐতিহাসিক মুহূর্তটা স্মরণীয় করে রাখতে নিজের অন্যতম প্রিয় মাঠেই হয়তো সেঞ্চুরির সেঞ্চুরিটা করে ফেলবেন 'মাস্টার ব্লাস্টার'। ২ বাউন্ডারি সেই আভাসটাই দিচ্ছিল। কিন্তু বিচ্ছিরি রান আউট শেষ করে দিয়েছে সেই সম্ভাবনা। 'ফলো থ্রু'-তে নন স্ট্রাইক প্রান্ত থেকে সিঙ্গেলের জন্য দৌড়াতে থাকা টেন্ডুলকারের সঙ্গে ধাক্কা লেগে গেল ব্রেট লির, তাতেই খানিকটা বাড়তি সময় পেয়ে স্টাম্প ঠুকে দিলেন ডেভিড ওয়ার্নার। লক্ষ্যভ্রষ্ট হলে কি হতো, সেঞ্চুরি হতো কি হতো না, এসব আগে থেকেই অনুমান করা মুশকিল। কিন্তু সত্যি কথাটা হচ্ছে, বিদেশে নিজের প্রিয় মাঠে এবারই হয়তো শেষবার খেলতে দেখা গেল টেন্ডুলকারকে, যাঁর ইনিংসের সমাপ্তিটা এভাবে না হলেই বোধহয় ভালো হতো।
ব্যর্থতা ডেকে আনে দুঃসময়। তাই হয়তো সিনিয়র ক্রিকেটারদের কার্যকারিতা, তাঁদের ফিল্ডিং দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। এমনি টেন্ডুলকারের ফর্ম এবং দলে থাকা-না থাকা নিয়েও প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন সতীর্থ গৌতম গম্ভীর। এতে কিন্তু উলটো বিপদের গন্ধই পাচ্ছেন মাইক হাসি। তাঁকেও একসময় ফেলে দেওয়া হয়েছিল বাতিলের খাতায়, কিন্তু কঠোর পরিশ্রম দিয়ে এখন দলে জায়গাটা টিকিয়ে রেখেছেন 'মিস্টার ক্রিকেট'। টেন্ডুলকারকে খেলা চালিয়ে যেতে দেখেই অনুপ্রাণিত হওয়া হাসি তো বলেই দিয়েছেন, 'আমি টেন্ডুলকারের সমালোচনা শুনতে চাই না, কারণ এটা তাকে আরো বিপজ্জনক করে তোলে।' ওয়েবসাইট, টাইমস অব ইন্ডিয়া, সিডনি মর্নিং হেরাল্ড

ধোনিকে টেস্ট অধিনায়ক আর দেখতে চান না বেদি




টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা কাটছে না ওয়ানডেতেও। এর মধ্যেই দলের সিনিয়র ক্রিকেটারদের জড়িয়ে আবার বিতর্ক। জ্বলন্ত উনুনে ঘি পড়ল যেন। নইলে এ মুহূর্তে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলবেন কেন বিষেণ সিং বেদি, 'অধিনায়ক হিসেবে সে আর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। অস্ট্রেলিয়ায় তার ব্যর্থতা স্পষ্ট। তার পরও এটা নির্বাচকদের ব্যাপার। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, টেস্ট অধিনায়কত্বে এখন পরিবর্তন আনার সময় হয়েছে।'
বরাবর চাঁছা-ছোলা মন্তব্য করে অভ্যস্ত ভারতের সাবেক এই ক্রিকেটার ধোনি বনাম সিনিয়র ক্রিকেটার দ্বন্দ্বের বিচারে যাননি। তাঁর মতে পুরো ব্যাপারটাই একটা বাজে দৃষ্টান্ত হলো তরুণ ক্রিকেটারদের সামনে। তবে ধোনি যেহেতু আগে প্রসঙ্গটা তুলেছেন, বেদির অভিযোগের তীর তাই অধিনায়কের দিকেই, 'ধোনির পর শেবাগও ভুল করেছে। দুটো ভুলের মধ্যে একজনকে তো ঠিক বলা যায় না। তবে মিডিয়ায় ধোনিই প্রথম অভিযোগ করেছে। এটা মোটেও ঠিক হয়নি।' ধোনির পাশাপাশি ভারতের সাবেক এই অধিনায়ক হতাশ বিসিসিআইয়ের কর্মকাণ্ডেই। ধোনির অধিনায়কত্ব সে কারণেও প্রশ্নবিদ্ধ তাঁর কাছে, 'এখানে অনেকের পছন্দ অপছন্দের ব্যাপার আছে। ধোনি তো আবার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক, যেটি আবার ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের দল। খোদ প্রধান নির্বাচক সেই দলের দূত।'
বেদি এই আইপিএল ব্যাপারটা থেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন। অনেকের মতো তিনিও মনে করেন, আইপিএলের অর্থ-কড়ির ঝনঝনানি তরুণ ক্রিকেটারদের বিপথগামী করছে। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়া সফরে ভারতের নাজুক পারফরম্যান্সের পেছনেও তিনি দায় দিচ্ছেন টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের এই অর্থকরী আয়োজনকে, 'আইপিএলের কারণে ক্রিকেটাররা এখন রঞ্জিতে খেলতে চাচ্ছে না, দুলিপ ট্রফিতে নামছে না। আর বিসিসিআই টাকা খরচ করেই দায়িত্ব সারছে। কিন্তু শুধু এই টাকায় যে মাঠের পারফরম্যান্স আনে না, সঙ্গে আরো অনেক কিছু লাগে, সেটা তাদের কে বোঝাবে?'
ধোনি বনাম টেন্ডুলকার-শেবাগ-গম্ভীর ইস্যুতে বেদি বোর্ড কর্মকর্তাদের অপেশাদারিত্বকে দায়ী করেছেন। প্রশ্ন তুলেছেন দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজারের ভূমিকা নিয়েও। এত সব অসংগতির মাঝে টেস্ট অধিনায়ক হিসেবে ধোনিকেও তাঁর কাছে আপত্তিকরই ঠেকছে। আর সেটা জানাতে কোনো ভণিতাও করছেন না সাবেক এই স্পিনার। পিটিআই

বরাদ্দ জায়গাতেই বসলেন ওয়ার্ন

শেন ওয়ার্ন শেন ওয়ার্ন
এই যোগ্যতা অর্জন করেছেন অনেক আগেই। অস্ট্রেলিয়া তো বটেই, ইতিহাসেরই সেরাদের একজন তিনি। অনেকের মতেই সর্বকালের সেরা লেগ স্পিনার। হল অব ফেমে জায়গাটা আসলে বরাদ্দই ছিল! বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেটাও হয়ে গেল, অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পেলেন শেন ওয়ার্ন। আজ মেলবোর্নে অ্যালান বোর্ডার পদক প্রদান অনুষ্ঠানে স্মারক তুলে দেওয়া হবে ওয়ার্নের হাতে।
৭০০ টেস্ট উইকেট নেওয়া প্রথম বোলার, দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট, ২৯৩ ওয়ানডে উইকেট—ওয়ার্নকে শ্রেষ্ঠত্ব প্রমাণে পরিসংখ্যানই যথেষ্ট। তবে স্রেফ এসব পরিসংখ্যানের সাধ্য নেই ওয়ার্নকে বোঝানোর। হল অব ফেমের চেয়ারম্যান ডেভিড ক্রো জানালেন ওয়ার্নের সেই সর্বব্যাপী আবেদন, ‘ক্রিকেটে শেন ওয়ার্নের অবদান অনেক। লেগ স্পিনকে পুনরুজ্জীবিত করেছে ও। নিখুঁত লাইন-লেংথের সঙ্গে বৈচিত্র্য ও বিশাল টার্ন মিলিয়ে নিষ্প্রাণ উইকেটেও ও ছিল ভয়ংকর। দলের প্রয়োজনের সময় পারফর্ম করেছে। যে সংখ্যায় উইকেট পেয়েছে, কিংবদন্তি তালিকায় জায়গা পাওয়ার জন্য সেটাই যথেষ্ট। অতিমানবীয় পারফরম্যান্স তো আছেই, ওয়ার্ন খেলাটার মোড় পাল্টে দিয়েছে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে লেগ স্পিন শিল্পের চ্যালেঞ্জটা গ্রহণ করতে।’
হল অব ফেমে জায়গা তাঁর জন্য নির্ধারিত, ওয়ার্ন নিজেও জানতেন। তার পরও আনুষ্ঠানিক ঘোষণার পর জানিয়েছেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, ‘এটা অনেক বড় একটা সম্মান। ভীষণ, ভীষণ গর্বিত আমি। পরিবার ও সন্তানদের সঙ্গে মুহূর্তটি উপভোগ করতে পেরে আরও ভালো লাগছে। হল অব ফেমে অসাধারণ সব ক্রিকেটারের জায়গা হয়েছে, তাঁদের পাশে আসতে পারাটা বড় এক সম্মান। এ বছর একমাত্র আমি-ই মনোনীত হয়েছি, সেটাও অবসর নেওয়ার খুব বেশি পরে নয়—সব মিলিয়ে এই সম্মান আমার কাছে বিশেষ কিছু।’
গর্বের দিনটিতে ওয়ার্ন পেছন ফিরে তাকিয়েছেন খেলোয়াড়ি জীবনের স্মরণীয় মুহূর্তগুলোয়, ‘আমি খুবই ভাগ্যবান, অস্ট্রেলিয়া দলের হয়ে অসাধারণ সব মুহূর্ত কেটেছে আমার, দারুণ সব অর্জনের অংশ হয়েছি। দেশে-দেশের বাইরে সব জায়গায় জিতেছি আমরা, লম্বা সময় ধরে ছিলাম এক নম্বর। ব্যক্তিগতভাবে স্মরণীয় স্মৃতি আমার অভিষেক টেস্ট, ১৯৯২ সালে সিডনিতে। মাঠে ঢোকার সময় স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দেখলাম লেখা, “অভিনন্দন, শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়ার ৩৫০তম টেস্ট ক্রিকেটার।” দলগতভাবে প্রিয় স্মৃতি ১৯৯৩ অ্যাশেজ ও ১৯৯৪ সালের দক্ষিণ আফ্রিকা সফর। বিশ্বকাপ জয়, অ্যাশেজ জয়...আমি খুবই ভাগ্যবান, অস্ট্রেলিয়ান ক্রিকেটের দারুণ এক সময়ে খেলেছি এবং অনেক বন্ধু পেয়েছি।’
ওয়ার্নের ধারণা, আগামী এক-দেড় বছরের মধ্যে আবার বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ফিরে পাবে অস্ট্রেলিয়া। আর দেখে ফেলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ দুই গ্রেটের প্রতিচ্ছবি, ‘আমার মতে, এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময় মিচেল মার্শ। যদি আমরা ওকে নিয়ে তাড়াহুড়ো না করি, ধৈর্য ধরে ওকে গড়ে তুলি, উৎসাহ দিই—তাহলে আমার ধারণা ও হতে যাচ্ছে সত্যিকারের সুপারস্টার। আর ডেভিড ওয়ার্নারকে টেস্টে পারফর্ম করতে দেখে খুব ভালো লেগেছে। আমি সব সময় বলেছি, ও সব ধরনের ক্রিকেটেই বড় এক সম্পদ হতে পারে।’ ওয়েবসাইট।

টেন্ডুলকার-সিডনির বন্ধন

আজীবন সদস্যপদের স্মারক দেওয়া হচ্ছে টেন্ডুলকারকে, পেছন থেকে তাকিয়ে দেখছেন ‘ব্র্যাডম্যান’, আসলে � আজীবন সদস্যপদের স্মারক দেওয়া হচ্ছে টেন্ডুলকারকে, পেছন থেকে তাকিয়ে দেখছেন ‘ব্র্যাডম্যান’, আসলে যেটি ব্র্যাডম্যানের আবক্ষ মূর্তি
এএফপি
সম্পর্কের শুরু সেই ১৯৯২ সালে, ১৯ বছর বয়সে যখন এখানে প্রথম খেলতে নেমেই করেছিলেন অপরাজিত ১৪৮। সেই থেকে দারুণ এক বন্ধনে জড়িয়ে পড়েছিল সিডনি ক্রিকেট মাঠ ও শচীন টেন্ডুলকার। এই মাঠ তাঁকে দিয়েছে দুই হাত ভরে। অন্যভাবে বললে, ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর কয়েকটি টেন্ডুলকার উপহার দিয়েছেন এই মাঠকে। কদিন আগেই বলেছিলেন, দেশের বাইরে তাঁর সবচেয়ে প্রিয় মাঠ সিডনি। প্রিয় মাঠে কাল খেললেন সম্ভাব্য শেষ ইনিংস। তবে এত দিনের সম্পর্ক চুকেবুকে যাচ্ছে না। বরং থাকছে আজীবন। কালই সিডনি ক্রিকেট মাঠের সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে টেন্ডুলকারকে।
এই সম্মান পাওয়া প্রথম বিদেশি ক্রিকেটার টেন্ডুলকার। সদস্যপদের স্মারকের সঙ্গে ‘এ যুগের ব্র্যাডম্যান’কে উপহার দেওয়া হয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের একটি আবক্ষ মূর্তি। টেস্ট-ওয়ানডে মিলিয়ে সিডনিতে ১৭ ইনিংসে ৪টি করে সেঞ্চুরি ও ফিফটিতে টেন্ডুলকারের রান ১১০০, গড় ঠিক ১০০! নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ব্যারি ও’ফ্যালে বললেন, এই সম্মান টেন্ডুলকারের প্রাপ্য, ‘শচীন সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন, বিশ্বের সেরা ক্রিকেট মাঠের একটির আজীবন সদস্যপদ দিয়ে তাঁকে সম্মান জানানোটা তাই যথাযথ। ব্যাটিং কিংবদন্তি নিজেই বলেছেন, এই মাঠ ভারতের বাইরে তাঁর প্রিয় মাঠ। এই মাঠে তাঁর রেকর্ড দেখলেও সেটা বোঝা যায়। সিডনিতে তিনি দারুণ দর্শকপ্রিয়ও, শচীনকে দর্শকেরা সমর্থন দিয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তিদের মতোই।’
এসসিজি ট্রাস্টের চেয়ারম্যান রডনি ক্যাভালিয়ার তুলে ধরলেন, এই সম্মানের গুরুত্ব, ‘সম্মানসূচক সদস্যপদ কোনো হালকা ব্যাপার নয়। এই সম্মান পাওয়া প্রথম বিদেশি ও মাত্র দ্বিতীয় ক্রিকেটার শচীন। দারুণ প্রশংসনীয় ও মর্যাদাপূর্ণ এক ক্যারিয়ার তাঁর। আমি নিশ্চিত, সব সদস্য ও ক্রিকেট-ভক্তরা শচীনকে সিডনি ক্রিকেট মাঠে সব সময়ই স্বাগত জানাবে।’ ওয়েবসাইট।

সিবি সিরিজ ফাইনালে অস্ট্রেলিয়া

জাদেজার ক্যাচ নেওয়ায় ওয়াটসনকে অভিনন্দন জানাচ্ছেন ওয়েড ও ওয়ার্নার। অভিনন্দন প্রাপ্য তাঁদের দুজ জাদেজার ক্যাচ নেওয়ায় ওয়াটসনকে অভিনন্দন জানাচ্ছেন ওয়েড ও ওয়ার্নার। অভিনন্দন প্রাপ্য তাঁদের দুজনেরও, বিপর্যয়ে নেমে ফিফটি করেছেন ওয়েড, ফিফটির সঙ্গে দুর্দান্ত ফিল্ডিংয় ম্যাচসেরা ওয়ার্নার
রয়টার্স
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। বিতর্কের ঝড় থামাতে তিন সিনিয়রকে একসঙ্গে খেলালেনও। কিন্তু ভারতের দুর্দশা কাটল না। শেন ওয়াটসনের অধিনায়কত্বের অভিষেকে ৮৭ রানে জিতে অস্ট্রেলিয়া নিশ্চিত করল সিবি সিরিজের ফাইনাল। আর ভারত চলে গেল খাদের কিনারায়। ফাইনাল খেলতে হলে আগামীকাল হোবার্টে শ্রীলঙ্কাকে হারাতে হবে বোনাস পয়েন্টসহ। এরপর কামনা করতে হবে ২ মার্চ মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কার পরাজয়। অর্থাৎ, নিজেদের জয়, বোনাস পয়েন্ট, অস্ট্রেলিয়ার জয়—এই তিনটি মিললেই কেবল ফাইনাল খেলতে পারবে ভারত।
চোট কাটিয়ে তিন মাস পর ফিরলেন ওয়াটসন। মাইকেল ক্লার্কের পিঠের চোটে ফেরাটা হলো অধিনায়ক হয়ে। টস জিতে শুরুটাও ভালোই হলো। কিন্তু চোট কাটিয়ে ফেরা আরেকজন, প্রাভিন কুমারের বলে পুল করতে গিয়ে মিডঅনে ধরা পড়লেন মাত্র ১ রানে। ফিল্ডিংয়ে পরে দুটি ক্যাচও ছেড়েছেন, তবে বাকি সবটুকুই হয়েছে মনমতো। বোলিংয়ে ৯ রানে ২ উইকেট নিয়েছেন, অধিনায়কত্ব-অভিষেকে যা অস্ট্রেলিয়ার সেরা বোলিং (আগের সেরা শেন ওয়ার্নের ২/১৯)। নিয়েছেন দুটি ক্যাচও।
৬৬ বলে ৬৮ রান, সঙ্গে দুর্দান্ত ফিল্ডিংয়ে ম্যাচসেরা অবশ্য ওয়াটসনের ডেপুটি ওয়ার্নার। ৫৭ রানে ৩ উইকেট হারানো দলকে অনেকটা সময় টেনেছেন একা। তবে রায়নার দুর্দান্ত ক্যাচ ফেরায় ওয়ার্নারকেও। পঞ্চম উইকেটে ডেভিড হাসি ও ম্যাথু ওয়েডের ৯৪ রানের জুটিতে তার পরও ভালো একটা ভিত্তি পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেবাগের পার্টটাইম স্পিন দারুণভাবে চেপে ধরে অস্ট্রেলিয়াকে, শেষ ১০ ওভারে তুলতে পারে মাত্র ৪৭ রান!
শেবাগ অবশ্য মূল কাজে আবারও ব্যর্থ। ব্যর্থ ভারতের তিন সিনিয়রই, ব্যর্থ কোহলি-রায়না-জাদেজার মতো তরুণেরাও। ৪৯ বল খেলে ধোনি করতে পারলেন ১৪! সিডনির ব্যাটিং উইকেটে ২৫৩ এমন কোনো কঠিন লক্ষ্য ছিল না। কিন্তু ভারতের দুঃসময়ের প্রতীকই হয়ে রইল এই বড় হার।
প্রতিদ্বন্দ্বিতা না জমলেও উত্তাপ যথেষ্টই ছড়িয়েছিল ম্যাচটি। ম্যাচের ২৪তম ওভারে শর্ট কভার থেকে রায়নার থ্রো ব্যাটসম্যান ডেভিড হাসি হাত দিয়ে ফেরালে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করে ভারতীয়রা। আত্মরক্ষার্থে ফিরিয়েছেন বলে তৃতীয় আম্পায়ার আউট দেননি। শচীন টেন্ডুলকারের রানআউটেও খানিকটা ভূমিকা আছে ফলো থ্রোতে বোলার ব্রেট লির সামনে চলে আসা। লি অবশ্য দেখতে পারেননি পেছনে থাকা টেন্ডুলকারকে। তবে ম্যাচ শেষে দুই ঘটনাতেই আক্ষেপ করেছেন ধোনি। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৫২/৯ (ওয়ার্নার ৬৮, ওয়াটসন ১, ফরেস্ট ৭, মাইক হাসি ১০, ডেভিড হাসি ৫৪, ওয়েড ৫৬, ক্রিস্টিয়ান ২৪, ম্যাকাই ১, লি ৪, ডোহার্টি ১৩*; শেবাগ ৩/৪৩, প্রাভিন ২/৩৭, যাদব ২/৩৯, জাদেজা ১/৫১)।
ভারত: ৩৯.৩ ওভারে ১৬৫ (শেবাগ ৫, টেন্ডুলকার ১৪, গম্ভীর ২৩, কোহলি ২১, রায়না ৮, ধোনি ১৪, জাদেজা ৮, অশ্বিন ২৬, ইরফান ২২, প্রাভিন ১, যাদব ০*; ওয়াটসন ২/৯, ডোহার্টি ২/২৬, হিলফেনহস ২/৫০, ক্রিস্টিয়ান ১/৮, লি ১/২৬)।
ফল: অস্ট্রেলিয়া ৮৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার।

Sunday, February 26, 2012

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৭

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।




PC Prob & Solve

সমস্যা : আমার ল্যাপটপে এক বছর যাবৎ সাউন্ডে সমস্যা দেখা দিয়েছে। ল্যাপটপ ব্যবহারের সময় মাঝেমধ্যে শব্দ শোনা গেলেও এক-দুই ঘণ্টা পর চলে যায়। এমনকি হেডফোন ব্যবহার করলেও কোনো শব্দ শোনা যায় না।
লিটন মাহমুদ, মানিকগঞ্জ

- সমাধান : আপনার সাউন্ড পোর্টটিতে সমস্যা রয়েছে। আপনাকে ল্যাপটপের সাউন্ড পোর্টটি পরিবর্তন করতে হবে। প্রয়োজনে আপনি ভালো মানের সার্ভিস সেন্টারে ল্যাপটপটি নিয়ে গিয়ে সমস্যার সমাধান করুন।
সমস্যা : কম্পিউটার রিস্টার্ট করলে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হয় না। মাঝেমধ্যে রিস্টার্ট হলেও মাউস কাজ করে না। তবে কয়েকবার রিস্টার্ট করার পর মাউস কাজ করে।
ইব্রাহিম, ibrahimlb88@yahoo.com
- সমাধান : আপনার কম্পিউটারে রিস্টার্ট বাটনের সংযোগটি সঠিকভাবে লাগিয়ে নিন। এ ছাড়া কেসিং থেকে মাদারবোর্ডের সংযোগটি সঠিকভাবে রয়েছে কি না তা পরীক্ষা করুন।

সমস্যা : আমার কম্পিউটারের মনিটরে শুধু গোলাপি রঙের ডেস্কটপ দেখা যায়। আমি মনিটরের রং নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত সুইচগুলো ব্যবহার করার চেষ্টা করলে ওই সুইচগুলো লক করার (তালার) ছবি প্রদর্শন করে।
ফয়সাল আহমেদ, foisalahmed47@yahoo.com

- সমাধান : আপনার মনিটরে সমস্যা রয়েছে। মনিটরের যদি বিক্রয়োত্তর সেবা থাকে, তবে যে প্রতিষ্ঠান থেকে মনিটর কিনেছেন সেখান থেকে পরিবর্তন করে নিন। তবে যদি বিক্রয়োত্তর সেবা না থাকে, তাহলে মনিটরটি আপনি ভালো মানের সার্ভিস সেন্টারে নিয়ে যান।
সমস্যা : আমার কম্পিউটারে কিছুদিন আগে ট্রোজান ভাইরাস আক্রমণ করার ফলে আমি কম্পিউটারে থাকা গেইমসহ অ্যান্টিভাইরাসটি মুছে ‘এফ’ ড্রাইভে উইন্ডোজ ৭ ইনস্টল করি। দুটি অপারেটিং সিস্টেম ইনস্টলের বদলে কিভাবে একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে।
আব্দুল্লাহ আল আসিফ, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি

- সমাধান : উইন্ডোজ ৯৮-এর মাধ্যমে আপনি প্রথমে ‘এফ’ ড্রাইভটি ফরমেট করে নিন। তারপর ‘সি’ ড্রাইভটি ফরমেট করুন। এবার আপনি হার্ডডিস্কে ‘সি’ ড্রাইভে উইন্ডোজ এঙ্পি অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে ভিডিও ফাইল চালু করলে ডেস্কটপে সেই ভিডিওটির ছবি আটকে যায়। এমনকি মাঝেমধ্যে ছবিগুলোর পিঙ্লে ফেটে যায়।
ফাহিম চৌধুরী, সাহেববাজার, রাজশাহী

- সমাধান : আপনার গ্রাফিক্স কার্ডটিতে সমস্যা রয়েছে। ড্রাইভারটি সঠিকভাবে ইনস্টল করুন। কাজ না হলে কার্ডটি বদলে নিন। বিল্টইন গ্রাফিঙ্ কার্ড হলে মাদারবোর্ডটি সার্ভিস সেন্টারে নিয়ে যান।

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৬

আসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।

Dr.Tunerpage
সমস্যা : কম্পিউটারে এন্টিভাইরাস ব্যবহার করার পরও কিছু দিন আগে আমার কম্পিউটারে ভাইরাস আক্রমণের কারণে গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যায়। এরপর হালনাগাদ সংস্করণের নতুন এন্টিভাইরাস ইন্সটল করতে গেলে কম্পিউটার বারবার রিস্টার্ট হয়ে যাচ্ছে।
মাসুদ রানা, উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা

- সমাধান : আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সমস্যার কারণে কম্পিউটারে এন্টিভাইরাস ইন্সটল করা সম্ভব হচ্ছে না। আপনি নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করুন। বাজারে প্রচলিত লাইসেন্সসহ এন্টিভাইরাস কিনে ইন্সটল করুন।
সমস্যা : কম্পিউটার থেকে কোনো ফাইল পেনড্রাইভে কপি করে অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। কিন্তু পরবর্তী সময়ে আমার কম্পিউটারে পেনড্রাইভটি প্রবেশ করালে কোনো ফাইল দেখা যায় না।
ফয়সাল হোসেন, আহম্মদপুর, সুজানগর, পাবনা

- সমাধান : আপনার কম্পিউটারে ভাইরাস আছে। সেটি রিমোভ করে নিন। এর পরও কাজ না হলে আপনার কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে সর্বশেষ সংস্করণের এন্টিভাইরাস ব্যবহার করুন।
সমস্যা : কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করলে জোরে শব্দ হয়। অনেকক্ষণ শব্দ করে চলার পর কম্পিউটার বন্ধ হয়ে যায়। আবার কম্পিউটার চালু করলে মনিটরে পাওয়ার আসে না।
মামুন শিকদার, বুচারপুল, ময়মনসিংহ

- সমাধান : কম্পিউটারের প্রসেসর গরম হয়ে গেলে এ ধরনের সমম্যা হয়। প্রসেসরের ফ্যানটি খুলে তাপ শোষণক্ষম পেস্ট লাগিয়ে দিন। এর পরও সমাধান না পেলে পাওয়ার সাপ্লাইটি পরিবর্তন করতে হবে।
সমস্যা : আমার কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার থাকলেও কিছু দিন পরপর কাজের গতি খুবই ধীর হয়ে যায়। বিশেষ করে একসঙ্গে একাধিক ফাইল খুললে কম্পিউটারে কাজ করতে অনেক সময় প্রয়োজন হয়।
ফারহানা ইসলাম, শার্শা, যশোর
- সমাধান : এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারের গতি কিছুটা কমে যায়। আপনি যে এন্টিভাইরাসটি ব্যবহার করছেন সেটি আনইনস্টল করে আবার ইনস্টল করেন। প্রয়োজনে র‍্যামের গতি বৃদ্ধি করতে পারেন।
সমস্যা : কম্পিউটারের পাওয়ার সুইচ চালু করলে কম্পিউটার চালু হয় না। তবে কয়েকবার পাওয়ার সুইচ চালু করলে চালু হয়।
সাজ্জাদ আহমেদ, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম

- সমাধান : আপনার পাওয়ার সুইচটিতে সমস্যা রয়েছে। পাওয়ার সুইচ পরিবর্তন করলে এ ধরনের সমস্যা হবে না।

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৫

টিউনারপেজ বাংলা তথ্যপ্রযুক্তি মুলক ব্লগ
সমস্যা : ল্যাপটপ চালু করার কয়েক মিনিট পর মাউস নিজ থেকেই ওপর-নিচ ও ডানে-বাঁয়ে চলে যায়। ইন্টারনেট থেকে এভাস্ট অ্যান্টিভাইরাস ডাউনলোড করে ল্যাপটপে কোনো ভাইরাস খুঁজে পাইনি।
পিন্টু, রাঙামাটি

- সমাধান : আপনি সঠিক পদ্ধতি অনুসরণ করে আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করুন। এ ছাড়া বাজারে প্রচলিত উন্নতমানের লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাসমুক্ত করুন।
সমস্যা : আমি জিমেইল কম্পোজ মেইল মেসেজ বক্সে সরাসরি ইংরেজি লিখতে পারলেও বাংলা লিখতে পারছি না। আমাকে এমএসওয়ার্ডে বাংলা লিখে কপি করে জিমেইলের কম্পোজ মেইল মেসেজ বক্সে পেস্ট করে বাংলায় মেইল লিখতে হয়।
মোশতাক মেহেদী, ডি/৩৯৩, হাউজিং এস্টেট, কুষ্টিয়া

- সমাধান : ই-মেইলে অনেক সময় বাংলা ফন্ট সাপোর্ট করে না। এ জন্য আপনাকে আলাদা করে এমএসওয়ার্ডে বাংলা টাইপ করে মেসেজ বক্সে পেস্ট করতে হবে।
সমস্যা : আমি পেন্টিয়ামের ডুয়েল কোর ২.৯৩ গিগাহার্জ প্রসেসরচালিত কম্পিউটার ব্যবহার করি। আমার কম্পিউটার চালু করলে ডেস্কটপ ঠিকমতো প্রদর্শন করে কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করলেই হ্যাং হয়ে যায়।
ই-মেইল : md.niaymorshedkhan@yahoo.com

- সমাধান : আপনার কম্পিউটার থেকে স্ক্যানডিস্ক ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন। এ ছাড়া নিয়মিত অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে হবে।
সমস্যা : আমি সাউন্ড ব্লাস্টার লাইভ ৫.১ পিসিআই সাউন্ড কার্ড ব্যবহার করি। কিন্তু উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহারের সময় সাউন্ড কার্ডটি সমর্থন করছে না। এমনকি সাউন্ড কার্ডটির সিডি ড্রাইভারও ইনস্টল হচ্ছে না।
নীরব আল মামুন, মাসুমপুর, সিরাজগঞ্জ

- সমাধান : আপনার নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করে সাউন্ড কার্ড ইনস্টল করুন।
সমস্যা : আমি সিআরটি মনিটর ব্যবহার করি। কম্পিউটারে কাজ করার সময় কিছুক্ষণ পর পর মনিটর নিজ থেকে বন্ধ হয়ে যায়। তবে পুনরায় কম্পিউটার চালু করলে মনিটর চালু হয়।
ই-মেইল : md.tanbirsf@gmail.com

- সমাধান : মনিটরে সমস্যা রয়েছে। নিজ থেকে মনিটর মেরামত সম্ভব নয় বলে আপনি সার্ভিস সেন্টারে মনিটরটি নিয়ে যান।

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৪

কম্পিউটার সমস্যা ও সমাধান : পর্ব ১৩
সমস্যা : আমি কম্পিউটারে উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। আমার কম্পিউটারে ডুয়াল কোর প্রসেসর এবং এক গিগাবাইট ক্ষমতার র‍্যাম থাকলেই কম্পিউটার চালু হতে অনেক বেশি সময় লাগে। আমি নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করলেও সমস্যার কোনো সমাধান হয়নি।
showmik_ctg@ovi.com
সমাধান : আপনার কম্পিউটারে র‍্যামটি সঠিকভাবে সমর্থন দিচ্ছে না। আপনি র‍্যামটি খুলে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আবার সংযোগ দিন। এ ছাড়া হার্ডডিস্কের সি ড্রাইভটি ফরম্যাট করে উইন্ডোজ এঙ্পি ইনস্টল করুন।
সমস্যা : কিছুদিন ধরে আমার কম্পিউটার চালুর ৫-১০ মিনিট পর রিস্টার্ট হয়ে যাচ্ছে। কম্পিউটার আবার চালু করলে ঠিকমতো কাজ করে, কিন্তু আবার রিস্টার্ট হয়। তবে বারবার রিস্টার্ট হওয়ার পর কম্পিউটারে এ ধরনের সমস্যা আর হয় না।
আবিদ হাসান অমি, ধানমণ্ডি, ঢাকা
সমাধান : আপনি প্রথমে কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটি পরিবর্তন করে নিন। এবার প্রসেসরের ফ্যানটি খুলে পুনরায় সঠিক পদ্ধতিতে সংযোগ দিন।
সমস্যা : আমার কম্পিউটারের হার্ডডিস্কে তিনটি ড্রাইভ থাকলেও বর্তমানে মাত্র দুটি ড্রাইভ প্রদর্শন করে। এমনকি মাঝেমধ্যে কম্পিউটারে পেনড্রাইভ সংযোগ দিলে পেনড্রাইভটিও প্রদর্শন করে না।
শহিদ উল মুনির, জুরাইন, পোস্তগোলা, ঢাকা ।
সমাধান : আপনার হার্ডডিস্কটিতে ভাইরাস রয়েছে। আপনি প্রথমে উন্নতমানের লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ব্যবহার করে হার্ডডিস্কটি ভাইরাসমুক্ত করুন। তারপর নতুন করে হার্ডডিস্ক পার্টিশন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে কোনো ওয়ার্ড ফাইল কিছুদিন সেভ করে রাখলেই কম্পিউটারে ব্যবহৃত অ্যান্টিভাইরাস সেটিকে ভাইরাস হিসেবে শনাক্ত করে। এমনকি ভাইরাস ধ্বংস করার পরও সে ফাইলটি খোলা যায় না। রায়হান আহমেদ, সাহেববাজার, রাজশাহী
সমাধান : আপনি কম্পিউটারে যে অ্যান্টিভাইরাস ব্যবহার করেন সেটি সম্ভবত তেমন কার্যকর নয়। মানসম্মত লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করার পাশাপাশি আপনি আবার নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে ভিডিও গেইম অথবা সিনেমা দেখার সময় মনিটরে ছবি আটকে যায় এবং পরবর্তী সময় কম্পিউটার হ্যাং হয়ে যায়। কম্পিউটার আবার চালু করলে ঠিকমতো কাজ করে। তবে মাঝেমধ্যে ‘লো মেমোরি স্পেস’ বার্তা প্রদর্শন করে।
মাসুদুর রহমান, মিরসরাই, চট্টগ্রাম ।
সমাধান : আপনার কম্পিউটারের গ্রাফিঙ্ কার্ডে সমস্যা রয়েছে। আপনি গ্রাফিঙ্ কার্ডটি সঠিকভাবে ইনস্টল করে প্রয়োজনমতো র‌্যামের ক্ষমতা বৃদ্ধি করে নিন।

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৩

সমস্যা : আমার কম্পিউটারের পাওয়ার সুইচ চালু করার পর সিপিইউ এবং মাউস সংযোগ পেলেও মনিটর এবং কিবোর্ড সংযোগ পায় না। আমার কম্পিউটারে ইন্টেল ডুয়াল কোর ২.৬ গিগাহার্জ গতির প্রসেসর এবং ২ গিগাবাইট র‌্যাম রয়েছে। রাজিব রায়, ১৫১/৪০ হাজারী লেন, চট্টগ্রাম।
- সমাধান : কম্পিউটারের সঙ্গে মনিটরের সংযোগটি সঠিকভাবে দিন। এবার ভিজিএ কেব্ল্টি অন্য মনিটরে লাগিয়ে ঠিক আছে কি না তা পরীক্ষা করুন। একইভাবে মাউসটিও কার্যক্ষম রয়েছে কি না পরীক্ষা করুন। ঠিক না থাকলে পরিবর্তন করতে হবে।
সমস্যা : আমার কম্পিউটারে উইন্ডোজ এঙ্পি ইনস্টল করার সময় বায়োস সেটিংয়ের জন্য পাসওয়ার্ড চায়। বায়োস পাসওয়ার্ড জানা না থাকায় আমি উইন্ডোজ এঙ্পি ইনস্টল করতে পারছি না।
রায়হান শাহরিয়ার, গাজীপুর।

- সমাধান : উইন্ডোজ এঙ্পি সিডি থেকে বায়োসে না গিয়ে উইন্ডোজ ইনস্টল করা সম্ভব। যদি উইন্ডোজ ইনস্টল করতে না পারেন, তবে আপনি মাদারবোর্ড থেকে বায়োসের ব্যাটারিটি কিছুক্ষণ খুলে রাখার পর আবার সংযোগ দিন।
সমস্যা : আমি কম্পিউটারে যেসব ফাইলে ‘ইমেইজ’ এবং ‘ভিডিও’ ফাইল রাখি, সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে ‘থাম্বস’ ফাইল তৈরি হয়ে যায়। এমনকি ‘থাম্বস’ ফাইলগুলো মুছে দিলেও আবার তৈরি হয়।
তৌহিদুর রহমান, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

- সমাধান : আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত বলে এ ধরনের সমস্যা হচ্ছে। আপনি কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করে উন্নতমানের লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
সমস্যা : আমার কম্পিউটারের হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভে পর্যাপ্ত জায়গা খালি থাকলেও বড় আকারে কোনো ফাইল সেইভ হয় না এবং ‘লো ডিস্ক মেমোরি’ প্রদর্শন করে।
শামিম চৌধুরী , জুরাইন, পোস্তগোলা, ঢাকা।

- সমাধান : আপনার হার্ডডিস্কে যতটুকু জায়গা খালি হিসেবে প্রদর্শন করছে, তা আসলে সম্পূর্ণরূপে খালি নেই। এসব স্থানে সম্ভবত লুকানো ফাইল রয়েছে, যার কারণে এ ধরনের সমস্যা হচ্ছে। আপনি হার্ডডিস্কে খালি জায়গা বৃদ্ধিসহ হার্ডডিস্ক ফরম্যাট করুন।
সমস্যা : ভাইরাস স্ক্যান করার সময় আমার কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলকে অ্যান্টিভাইরাস হিসেবে শনাক্ত করে। কিন্তু সেই ফাইলগুলো বেশির ভাগই ওয়ার্ড ফাইল। এ ছাড়া ভাইরাস স্ক্যান করার সময় কম্পিউটার রিস্টার্ট হয়ে যায়। রফিকুল আনোয়ার, মজমপুর, কুষ্টিয়া।

- সমাধান : প্রথমে আপনার কম্পিউটারের সি ড্রাইভটি ফরম্যাট করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। এবার নতুন করে কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইনস্টল করুন।
আপনার যে কোন সার্ভিসিং-এ আমাদের ফ্রি সেবা গ্রহণ করতে পারেন। এখানে আসুন

কম্পিউটার সমস্যা ও সমাধান ০২

সমস্যা : আমি কম্পিউটারে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। আমার কম্পিউটারে ইন্টেল জি৩১ মাদারবোর্ড, ১ গিগাবাইট র‍্যাম এবং ডেলের মনিটর রয়েছে। কিন্তু কম্পিউটারে গেইম খেলার সময় মাঝেমধ্যে মনিটরের স্ক্রিন বন্ধ হয়ে যায়। রাজিব হোসেন, শিক্ষার্থী, ঢাকা কলেজ।
- সমাধান : আপনি কোন ধরনের গেইম খেলার সময় এ ধরনের সমস্যায় পড়েন তা জানাননি। তবে এ ধরনের সমস্যা সাধারণত কম্পিউটারের গ্রাফিঙ্ কার্ডের কারণে হয়ে থাকে। আপনি ৫১২ মেগাবাইট ক্ষমতার গ্রাফিঙ্ কার্ড ব্যবহার করুন।
সমস্যা : সম্প্রতি ল্যাপটপে গেইম খেলার সময় দুই-তিনবার গেইমটির ছবি আটকে যায়। আবার গেইম খেলা গেলেও মনিটরে একধরনের লাল দাগ দেখা যায়। এ দাগ গেইমটির কোনো অংশ না হলেও ল্যাপটপ রিস্টার্ট করার পর দাগটি মনিটরে প্রদর্শন করছে। ধ্রুব চক্রবর্তী, ইমেইল : drhobochakraborty@yahoo.com

- সমাধান : আপনি যে গেইমটি খেলেন, সে গেইমটি আপনার ল্যাপটপের গ্রাফিকস কার্ড এবং প্রসেসর সমর্থন করে কি না তা দেখে নিন। যদি সমর্থন করে তা হলে ল্যাপটপে ব্যবহার করা অপারেটিং সিস্টেমটি নতুন করে ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে কাজ করার সময় একধরনের শব্দ হতে থাকে। ইউএসবি ডাটা কেব্ল্ কম্পিউটারের সঙ্গে সংযোগ দিলে যেমন শব্দ হয়, এ শব্দটি অনেকটা সে ধরনের হয়ে থাকে। এর পরই কম্পিউটার হ্যাং হয়ে যায়।
রনি ফাহিম, ইমেইল : ৎড়হুভধযরস২৯@ুধযড়ড়.পড়স

- সমাধান : আপনি কম্পিউটারের মাদারবোর্ডে প্রসেসরের সঙ্গে থাকা ফ্যানটি খুলে পরিষ্কার করে আবার সঠিকভাবে সংযোগ দিন। এরপর র‌্যাম স্লট থেকে র‌্যামটি খুলে স্লটটি এবং র‌্যামটি পরিষ্কার করে আবার সংযোগ দিন।
সমস্যা : কম্পিউটারে কোনো ওয়ার্ড ফাইল তৈরি করে কাজ শেষে সেইভ করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে একই নামে দুইটি ফাইল সেইভ হয়। তবে পরবর্তী সময়ে একটি ফাইল খোলা গেলেও অন্য ফাইলটিতে ক্লিক করলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। মাঝেমধ্যে কম্পিউটার চালুই হয় না। শাহজাহান কবির, বাইপাইল, সাভার

- সমাধান : আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত। সবচেয়ে ভালো হয় আপনি হার্ডডিস্কটি নতুন করে ফরম্যাট করে আবার উইন্ডোজ এঙ্পি ইনস্টল করুন। উন্নতমানের লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ইনস্টল করে হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভ ভাইরাসমুক্ত করতে হবে।
সমস্যা : কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড দিলে আমি যে ডকুমেন্ট প্রিন্ট দিতে আগ্রহী সে ডকুমেন্ট প্রিন্ট হওয়ার বদলে অন্য ডকুমেন্ট প্রিন্ট হয়। এ ধরনের সমস্যা বেশির ভাগ সময় একাধিক পেইজের ডকুমেন্ট প্রিন্ট করার সময় হয়ে থাকে।
তানভির আহমেদ , ঝিকরগাছা, যশোর

- সমাধান : আপনার ব্যবহৃত প্রিন্টারটি নতুন করে সেটআপ করুন। এ ছাড়াও প্রিন্ট কমান্ড দেওয়ার সময় সঠিক কমান্ড দেওয়া হচ্ছে কি না সে দিকে লক্ষ রাখুন।
সমস্যা : আমার কম্পিউটার চালু করার সময় ডিভিডি ড্রাইভ নিজে থেকেই খোলে এবং বন্ধ হয়। আমি কয়েকবার অপারেটিং সিস্টেম পরিবর্তন করেছি, কিন্তু সমস্যার সমাধান হয়নি।
তপু হোসেন, ইমেইল : ঃড়ঢ়ঁযড়ংংধরহ২১@ড়ার.পড়স

- সমাধান : আপনার ডিভিডি রমটির সংযোগগুলো খুলে আবার সঠিকভাবে লাগান। দেখুন কাজ হচ্ছে কি না, যদি না হয় তাহলে বুঝতে হবে ডিভিডিটিতে হার্ডওয়্যারগত সমস্যা রয়েছে।
আপনার যে কোন সার্ভিসিং-এ আমাদের ফ্রি সেবা গ্রহণ করতে পারেন। এখানে আসুন

কম্পিউটার সমস্যা ও সমাধান

সমস্যা : আমার কম্পিউটার চালু ও বন্ধের সময় প্রায় সাত মিনিট লেগে যায়। আমার কম্পিউটারে ২.৫ গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম ও ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক রয়েছে। আমি উইন্ডোজ এঙ্পি ও ভিস্তা অপারেটিং সিস্টেম ইনস্টল করলেও সমস্যার সমাধান হয়নি।
মোহাম্মদ সাগর, যাত্রাবাড়ী, ঢাকা।
- সমাধান : আপনার হার্ডডিস্কের সি ড্রাইভের আকার যদি বেশি হয়, তাহলে অনেক সময় এ ধরনের সমস্যা হতে পারে। আপনি সি ড্রাইভ ফরম্যাট করে নতুনভাবে উইন্ডোজ এঙ্পি ইনস্টল করুন। প্রয়োজনে র‌্যামের ক্ষমতা বাড়িয়ে নিন।
সমস্যা : আমার কম্পিউটার বন্ধ করার জন্য টার্ন অফ করলে শাট ডাউন মেসেজ দেখা যায়, কিন্তু কম্পিউটার বন্ধ হয় না। অনেকবার টার্ন অফ করার পর কস্পিউটার বন্ধ করা যায়।
ফয়সাল হোসেন
বাইপাইল, সাভার।
- সমাধান : কম্পিউটারে ভাইরাসজনিত কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। আপনি হার্ডডিস্কের সি ড্রাইভ ফরম্যাট করে আবার উইন্ডোজ ইনস্টল করুন।
সমস্যা : আমার কম্পিউটারে ভিডিও দেখা গেলেও গান শোনার সময় কোনো শব্দ হয় না। তবে গেইম খেলার সময় ঠিকমতো শব্দ শোনা যায়। মাঝে মাঝে কম্পিউটার হ্যাং হয়ে যায়।
মাহফুজুর রহমান , শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- সমাধান : আপনি যে প্লেয়ার দিয়ে গান শুনছেন, সেটির সাউন্ড অপশন সম্ভবত অফ করা রয়েছে। সাউন্ড অপশনটি অন করে দিন। কাজ না হলে নতুন করে প্লেয়ারটি আন-ইনস্টল করে ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটার দীর্ঘক্ষণ ব্যবহার করলে মনিটর ও সিপিইউ খুব গরম হয়ে যায়। এ সময় কম্পিউটারের কাজের গতি খুব কমে যায়। মাঝেমধ্যে মনিটর থেকে গন্ধও বের হয়।
রেজা আহমেদ, জুরাইন, পোস্তগোলা
ঢাকা।
- সমাধান : আপনার মনিটরটিতে সমস্যা রয়েছে। আপনি প্রসেসরের ফ্যানটি খুলে পরিষ্কার করে ফ্যানের গায়ে কুলিং পেস্ট লাগিয়ে আবার সংযোগ দিন।
সমস্যা : আমার কম্পিউটারের হার্ডডিস্কে তিনটি ড্রাইভ থাকলেও বর্তমানে একটি ছাড়া অন্য ড্রাইভগুলোতে ঢোকা যায় না। এমনকি মাঝেমধ্যে ড্রাইভগুলো প্রদর্শনও করে না। এ সময় রিস্টার্ট দিলে কম্পিউটার একবারে চালু হয় না।
শারমিন আক্তার
হালিশহর, চট্টগ্রাম।
- সমাধান : আপনার কম্পিউটারে ভাইরাস রয়েছে। আপনি উন্নতমানের হালনাগাদ সংস্করণের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। প্রয়োজনে নতুন করে হাডডিস্ক পার্টিশন করুন।
আপনার যে কোন সার্ভিসিং-এ আমাদের ফ্রি সেবা গ্রহণ করতে পারেন। এখানে আসুন

বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ১৩টি বাংলা ওয়েব সাইট ২০১২

আমি এলেক্সা র‍্যাঙ্কিং এর উপরে ভিক্তি করে ২০টি বাংলা সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। পরিচয় করিয়ে দিবো বললে ভুল হবে। এই ২০টি বাংলা ওয়েব সাইট বাংলাদেশের সব থেকে জনপ্রিয়, সব থেকে এগিয়ে আছে, সকলের পছন্দের ওয়েব সাইট। এলেক্সা পৃথিবীর সকল ওয়েব সাইটের র‍্যাঙ্কিং নিয়ে কাজ করে থাকে। জনপ্রিয় সাইট মানেই এই ওয়েব সাইট গুলোতে ভিসিটর এর উপচে পরা ভীর জমে থাকে। ভিসিটর যত বেশি এলক্সা র‍্যাঙ্কিং এর সেই সাইট তত বেশি জনপ্রিয়। সেই ভিক্তিতে শুধুমাত্র বাংলাদেশ দেখে ভিসিট করা ওয়েব সাইট গুলোর লিস্ট এটি। চলুন দেখি তাহলে বাংলাদেশের সর্বসেরা ২০টি ওয়েব সাইট। এখানে বাংলাদেশের সকল প্রকার বাংলা ওয়েব সাইট গুলো তুলে ধরা হয়েছে। এখন প্রতিদিন বাংলাতে অনেক অনেক সাইট তৈরি হচ্ছে। সেই সকল হাজার হাজার সাইটের মাঝে এখানের ২০টি সাইট সব থেকে এগিয়ে আছে পুরো বাংলাদেশের মাঝে বাংলাভাষার।
১। prothom-alo.com
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১ নং এ। দৈনিক পত্রিকার এর ওয়েব সাইট এর ওয়ার্ড র‍্যাঙ্ক হল globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট |
২। bdnews24.com
বাংলাদেশের সমস্ত নিত্য নতুন খবরা খবর এর জমজমাট একটি স্থান এটি। সব সময় সবার আগে সর্বশেষ নিউজ পাবেন এখানে। অবশ্যই একবার ভিসিট করে দেখুন।
৩। banglanews24.com
এটিও একটি জমজমাট খবরের ওয়েব সাইট। সকল প্রকার খবর পাবেন এখানে।
৪। somewhereinblog.net
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ২ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ১নং বাংলা ব্লগ। অসাধারণ একটি বাংলা ব্লগ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্লগিং করতে আসে।
৫। techtunes.com.bd
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৫ নং এ। এখানে প্রতিদিন ৫-৬ হাজার ভিসিটর আসে। বাংলাদেশের সর্ব প্রথম টেকনোলজি ব্লগ এটি। [আমার জানা মতে] এই সাইট টি গত ৫ বছর যাবত বাংলাদেশের রাজত্য করছে নিজেদের য্যগতা দিয়ে। আমরা আশাবাদী এভাবেই টেকটিউন্স আমাদের সাথে থাকবে ও আমাদের কে আরো সুযোগ করে দিবে নিজেদের প্রতিভা তুলে ধরতে।
৬। bdjobs.com
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৩ নং এ। চাকরি খুঁজে পাবার এক অসাধারণ ওয়েব সাইট এটি।
৭। barta24.net
এটিও একটি জমজমাট খবরের ওয়েব সাইট। সকল প্রকার খবর পাবেন এখানে।
৮। grameenphone.com
গ্রামিন ফোনের সকল প্রকার তথ্য এখানে পেতে পারেন।
৯। clickbd.com
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৮ নং এ আছে। ক্রয় বিক্রয় অ বিজ্ঞাপন এর এক অসাধারণ নাম ক্লিক বিডি। ই কমার্সের এক চমৎকার উদাহরণ এই সাইট টি।
১০। mzamin.com
এটি মানব জমিন পত্রিকার ওয়েব সাইট। পত্রিকা পড়তে চাইলে এখুনি অনলাইনে ঘুরে আসুন।
১১। qubee.com.bd
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৩ নং এ আছে। দেশের ওঁই ফাই ইন্টারনেট এর সুবিধা দিয়ে যাচ্ছে এই কোম্পানি। বিস্তারিত জানতে সাইট ভিসিট করুন।
১২। cellbazaar.com
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৭ নং এ আছে। ক্রয় বিক্রয় করার এক অসাধারণ নাম সেল বাজার।
১৩। tunerpage.com
সম্পূর্ণ বাংলা টেকনোলজি ভিক্তিক একটি ব্লগ। বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৩ নং এ। বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ৩নং ব্লগ। অবিশ্বাস হলেও সত্যি এই ব্লগ এর জন্ম মাত্র ১বছর আগে। এই ১বছরে এই ব্লগটি তাদের অসাধারণ প্রতিভা দেখিয়ে এখন অনেক সামনে চলে এসেছে। মজার ব্যপার হল এই ব্লগটির এতটাই নতুন যে এখনো অনেকেই নাম ই জানে না। তবুও এখানে প্রতিদিন ১৩-১৫ হাজার ভিসিটর আসেন। প্রযুক্তি বিষয়ক এই ব্লগে যে কেউ লিখা লিখি করতে পারে। টেকনোলজি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ।

Saturday, February 25, 2012

আরনয় ফ্রি চ্যাটিং এখনথেকে ইন্টারনেটে চ্যাটিং করে আয় করুন

                                                                                          বিসমিল্লাহির রাহমাণীর রাহিম


আসসালামু আলাইকুম।


আমরা নেট কানেকশন চালু করে অনেকেই বিভিন্ন কাজ করি যেমন- ফেসবুক দেখা, বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট ভিজিট করা, গেম খেলা, চ্যাটিং করা ও অন্যান্য বিনোদন সাইট দেখা ইত্যাদি। নেটে চ্যাটিং কম-বেশী অনেকেই করে থাকেন। বলতে পারেন ফেসবুকের মত একটি নেশা। নেটে চ্যাট করি সাধারনত- Google talk, skype, Yahoo messenger, Face book, OVI chat ইত্যাদি মাধ্যম দ্বারা। এই সকল সাইটে চ্যাট করতে বেশ মজাই লাগে। এখানে সময়টা বেশী দিতে হয় কিন্তু কোন ইনকাম হয়না। এমন একটি সাইট যদি হত যেখানে চ্যাটিং এর পাশাপাশী ইনকামও করা যায়। আজ আমি আপনাদের কে এই রকম একটি সাইট উপহার দিচ্ছি যেখানে চ্যাটিং এর পাশাপাশি সত্যিই ইনকাম করা যায়। এই সাইটের নাম Birejji Chating.

কিভাবে এখানে ইনকাম করা যাবে?

এই সাইটের মাধ্যমে চ্যাট করলে কর্তৃপক্ষ আপনাকে টাকা দিবে। এখানে জয়েন করার সাথে সাথে মুলত ১-২ ঘন্টা চ্যাট করলে আপনার একাউন্টে ১-৩ ডলার যোগ হবে। এভাবে একটু কষ্ট করে প্রতিদিন চ্যাট করলে ১-৫ ডলার একাউন্টে যোগ হবে। এখানে অর্থ উত্তলোনের একটি বড় সুবিধা হল- একাউন্টে ২ ডলার হলে সাথে সাথেই Paypal এর মাধ্যমে উত্তলোন করতে পারবেন। Alertpay উঠাতে গেলে আপনার এই একাউন্টে ৯৮ ডলার হতে হবে। এই সাইটে চ্যাট করতে বিভিন্ন দেশের চ্যাট রুম পাবেন। ইচ্ছা করলে বাংলাদেশের চ্যাট রুমে গিয়েও আপনি চ্যাট করতে পারবেন।
এখন যারা চ্যাট করে ইনকাম করতে আগ্রহী তারা রেজি করতে এই এখনে ক্লিক করুন-


( বিঃদ্রঃ- আমার এই দেওয়া লিংকে ক্লিক করলে রেফারেল হিসাবে আপনার বন্ধূকে সহজেই আপনার একাউন্টে ইনভাইট করতে পারবেন। এবং যথন আপনি পেমেন্ট পাবেন বোনাস হিসাবে ০৫ সেন্ট আপনার একাউন্টে যোগ হবে আমার হবে ০১ সেন্ট)
এই সাইটে ভিজিট করলে নিম্নরুপ এন্টারফেস আসবে।

১। এখানে আপনার মেইল ঠিকানা দিন। User Name এর জায়গাতে
যে কোন একটি Nickname দিন।
Password দিন।



২। পরিশেষে Sign Up এ ক্লিক করুন।


৩। এইভাবে কাজ শেষ করুন। এখানে আপনি যে মেইল দ্বারা একাউন্ট ওপেন করেছেন সেখানে একটি Confirmation মেইল পাবেন। আবার অনেকক্ষেত্রে এই সাইট কর্তৃপক্ষ প্রেরন করেনা। সুতরাং চিন্তিত হবার কারন নাই। তবে এই কথা নিশ্চিত যে, কোন কারনে আপনি যদি আপনার পাসওয়ার্ড ভূলে যান তাহলে আপনার মেইল ঠিকানাতে নতুন করে পাস ওয়ার্ড প্রেরন করা হবে।
যাইহোক এবার উক্ত স্কীনে বা সাইটে গিয়ে Login এ- ক্লিক করে পূর্বের দেওয়া আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। নিম্নরুপ এন্টারফেস আসবে।

কিছু দেখছেন? উক্ত স্কীনে দেখা যাচ্ছে- বিশেষ করে বামপাশে আইকন বা লোগো অংশে বিভিন্ন নাম শো করছে । এই গুলোই মূলত ইউজার।যারা নেটে থাকে তাদের নাম শো করে সুতরাং এদের সাথেই আপনাকে চ্যাট করতে হবে।


৪। আরেকটি বিষয় দেখতে পারবেন- বিশেষ করে আমার দেয়া উক্ত স্কীনের সর্বডান পাশে তথা-Pot এবং Online নামে ২ টি ঘর রয়েছে। এর মাধ্যমে বোঝা যাবে অনলাইনে থাকা ইউজারের কত ডলার আয় হয়েছে এবং ঐ ইজারের সাথে এখন কতজন ব্যবহারকারী নেটে চ্যাট করছেন ইত্যাদি।


৫। উক্ত স্কীনের এই সাইটকে Village Site বলা হয়ে থাকে। অর্থাৎ ভিলেজের এন্টারফেস দেখে বলা যায় এই মুহুর্তে কতজন অনলাইনে আছেন বা আপনি এদের সাথে চ্যাট করতে পারবেন?


৬। যাইহোক এবার কাজের পালা! মনে করলাম আপনি ভিলেজের মধ্য আছেন। এবার যে কোন একজন ইউজারকে মাউস পয়েন্টার দ্বারা সিলেক্ট করুন। এবার চ্যাট করতে থাকুন। এখানে চ্যাট করতে হবে ইংরাজীতে টাইপ করে। এখানে আপনার মনের যে কোনভাব লিখে তা Send বাটনে ক্লিক করে প্রেরন করতে হবে। এই মুহুর্তে আপনি একজনকে ছেড়ে অন্য জনের সাথেও চ্যাট করতে পারবেন। চ্যাট করার জন্য/ লিখার জন্য উপরে একটি সাদা রংএর ছোট উইন্ডো দেখতে পাবেন। এখানে আপনার যাতীয় মনের ভাষা লিখে প্রতিবার সেন্ড করতে হবে।

৭। এখানে আপনি চ্যাটিং এর সময়ান্তে কাকে বন্ধু বা বন্ধু হবেনা তালিকাতে রাখতে চান তা সিলেক্ট করে দিতে পারেন। এখানের সুবিধা হল-যাকে বন্ধু (Friend) হিসাবে নির্বাচন করবেন পরবর্তীতে তিনি যদি অনলাইনে থাকেন তাহলে তার সাথে চ্যাটিং করতে পারবেন।


৮। Village Option খেকে অআপনি সার্চ করে যে কোন নাম দিয়ে বন্ধু খুজে নিতে পারবেন। এখানে Bangladesh লিখে সার্চ দিলে বাংলাদেশী বেশ কিছু বন্ধুদের পাবেন, চ্যাটিং করতে পারবেন।


৯। এখানে আরেকটি মজার ব্যাপার হল- অনলাইনে থেকে চ্যাটিং করবার সময় আপনার কত আয় হচ্ছে তার কিন্তু আপডেট হতেই থাকবে এবং এটি নিজেই দেখতে পারবেন।


১০। এই অপশনটি দেখতে আপনি এখানে ভিলেজ রুমে চ্যাট করছেন তার সর্বউপরে টাইটেল বারের ডানপাশে দেখতে পাবেন। তাহলে এবার চ্যাটিং এর পাশাপাশি আয় করতে থাকুন।



পরামর্শ-
১। একটি মেইল দিয়ে একটি একাউন্ট ওপেন করবার সুবিধা পাওয়া যাবে। একই আইপি থেকে একাধিক একাউন্ট ওপেন করা যাবেনা। আপনাদের যাদের মেইল ঠিকানা রয়েছে। ঐ মেইল ঠিকানাতে যদি অন্য ইনকাম সাইটের নিবন্ধন থেকে থাকে তাহলেও কোন সমস্যা নাই।
২। ভিলেজ রুমে চ্যাটিং করবার পূর্বে শর্তাবলী ভালভাবে পড়ে নিবেন।
৩। এখানে চ্যাট করবার সময় কোন বাংলা ভাষা ব্যবহার করা যাবে না। ইংরাজী ব্যবহার করতে হবে। তবে হ্যা আপনার যদি জানামতে কোন ইউজার থাকে তিনি বাংলাদেশী হলে সেখানে বাংলা ব্যবহার করা যাবে। এই জন্য এই সাইটে আপনার বন্ধূদের ইনভাইট করতে হবে এবং তাদের ইউজার নেম জানতে হবে। অন্যথায় আপনার একাউন্ট ব্যান করে দিবে কর্তৃপক্ষ।
৪। চ্যাট করবার সময় কোনরুপ কোন সাইটের ব্লগ বা ওয়েব লিংক দেয়া যাবেনা । বা কোন অফার দেওয়া, আমন্ত্রণ জানানো/গ্রহন করা যাবে না।
৫। আশা করা যায় মূলত এখানে প্রতিনিয়ত ২ ঘন্টা কাজ করলে প্রায় ৫-৬ ডলার আয় করা যায়।
৬। প্রতি ৬০ দিনের মধ্য একবার হলেও এই সাইটে চ্যাট করতে হবে। এটা না করলে একাউন্ট ব্যান করে দেবার সম্ভাবনা বেশী থাকে।
৭। আর আপনি কত ডলার উঠাতে পারবেন তা মনে আছে তো? না থাকলে পূনরায় বলছি- ২ ডলার হলেই পেপালের সাহায্য এবং ৯৯ ডলার হলে এলার্টপের সাহায্য পেমেন্ট পাবেন।

৮। আরেকটি কথা এটি কিন্তু PTR, PTC, GPTC সাইট থেকে সম্পূর্ণ মুক্ত।
আশা করি যারা অন্য সাইটে চ্যাটিং করে সময় নষ্ট করতেন । এখন এই পোষ্ট পড়ে সেইমত কাজ করলে এখানে হয়ত অনেক মজা পাবেন। কেননা, এখানে চ্যাট ও ইনকামের দুটোর সুবিধাই পাচ্ছেন অনেকটা এক ঢিলে দুটি পাখি মারার মত। বোধ হয় এই সাইটে একবার মজা পেয়ে গেলে অআপনাকে কিন্তু অআর অন্য সাইটে কাজ করবার ইচ্ছা থাকবেনা। আমার অনেক বন্ধুরাই কিন্তু এখন এই সাইটের চ্যাটিংয়ে বেশী সময় ব্যয় করে।অনেকের প্রায় ০৩ ডলার থেকে



০৯ ডলার পর্যন্ত আয় হয়েছে। উল্লেখ্য যারা আউটসোর্সিয়ের কাজ জানেন না আবার পিটিসি জাতীয় সাইটকে পচ্ছন্দ করেন না। তাদের কাছে কিন্তু এই সাইটটি ইনকামের টার্ণিং পয়েন্ট হতে পারে। যদিও এই সাইটে বেশী সময় দিতে হয়, আয়ের পরিমাণ অনেকটা কম।তবুও মন্দ নয়। এবং পোষ্টটিতে কোন ভূল-ক্রটি ধরা পড়লে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবাণ রাখছি।যাইহোক পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না।
৯। আপনারা যেদিনই এই সাইটে একাউন্ট খোলবেন সেই দিন থেকেই চ্যাটিং করতে পারবেন। এবং উক্ত সাইটের ভিলেজ রুমে সদস্য হিসাবে অন্তভূক্ত হতে আপনার একাউন্টের মেয়াদ ৩০ দিন হতে হবে। ৩০ দিন পর আপনার পরিচিত বন্ধুরা আপনার ইউজার নাম লিখে সার্চ দিলে আপনাকে পাবে ও আপনার সাথে চ্যাট করতে পারবে।

যাদের paypal একাউন্ত নাই তারা এলার্টপে ব্যাবহার করুন। আর দেখুন! সেপ্টেম্বর মাসে পেপাল আসছে কি না?

Friday, February 24, 2012

শুরু হচ্ছে পন্টিংবিহীন অস্ট্রেলিয়া যুগ




২০০৩ সালের জানুয়ারি। রিকি পন্টিং বিশ্রাম পাওয়ায় ওয়ানডে অভিষেক মাইকেল ক্লার্কের। ৪৭ বলে অপরাজিত ৩৯ করে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক ছিলেন ২২ বছর বয়সী ক্লার্ক। এরপর আরো ৩৭ ওয়ানডেতে পন্টিংয়ের সঙ্গে খেলা হয়নি ক্লার্কের। খেলা হচ্ছে না আজ শ্রীলঙ্কার বিপক্ষে হোবার্টের ম্যাচটিও। তবে এই ম্যাচটা আলাদা। কেবল ক্লার্কই নন, পুরো অস্ট্রেলিয়ান দলেরই পন্টিংবিহীন অধ্যায় শুরু হচ্ছে আজ থেকে। সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কের ৫০ ওভারের ম্যাচের ক্যারিয়ার শেষ হয়ে গেছে এরই মধ্যে। আর পন্টিং-পরবর্তী যুগে অস্ট্রেলিয়ার কাণ্ডারি এখন ক্লার্কই।
সেই যাত্রার শুরুতে সহ-অধিনায়ক শেন ওয়াটসনকে পাচ্ছেন ক্লার্ক। চোটের কারণে ভারতের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজসহ ত্রিদেশীয় সিরিজে এত দিন অনুপস্থিত ছিলেন এই অলরাউন্ডার। তাঁকে ফিরে পাওয়াটা নিশ্চিতভাবেই বাড়তি অনুপ্রেরণা জোগাবে অস্ট্রেলিয়াকে। তাঁকে সেরা একাদশে জায়গা দিতে বেঞ্চে বসতে হতে পারে ডেনিয়েল ক্রিস্টিয়ানকে। ওয়াটসনের মতো চোট সারিয়ে ফিরেছেন অধিনায়ক ক্লার্ক আর রায়ান হ্যারিসও।
শ্রীলঙ্কান দলে অবশ্য কোনো পরিবর্তন নেই। ব্রিসবেনে ভারতের বিপক্ষে ৫১ রানে জয় পাওয়া দলটা নিয়েই নামবে তারা। ১৯৯৯ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র মুখোমুখি হওয়া ম্যাচটিতে শ্রীলঙ্কাই জিতেছিল ৩ উইকেটে। সেই অনুপ্রেরণা নিয়ে আজ মাঠে নামবেন জয়াবর্ধনেরা।
২০০৭ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টেস্টে ১৯২ রানের দুর্দান্ত একটা ইনিংস ছিল কুমার সাঙ্গাকারার। রানে ফিরতে সাবেক এই অধিনায়কের প্রেরণা হতে পারে এটাও। এবারের ত্রিদেশীয় সিরিজে সাঙ্গাকারার পাঁচটি ইনিংস ২৬, ২২, ৩১, ৩০ ও ৮। অর্থাৎ ভালো শুরু করেও টেনে নিয়ে যেতে পারেননি ইনিংসটা। সেই ব্যর্থতাটা আজ পেছনে ফেলতে চাইবেন তিনি।
ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৪, শ্রীলঙ্কার ১১ আর ৬ ম্যাচ খেলা ভারতের ১০। আজকের ম্যাচটি যে জিতবে সে ফাইনালে মোটামুটি এক পা দিয়ে ফেলবে। ওয়েবসাইট

পন্টিংকে বাদ দেওয়ায় হাত ছিল ক্লার্কেরও







অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসের সফলতম ক্রিকেটার তিনি। সেই রিকি পন্টিংকে বাদ দেওয়া হয়েছে ওয়ানডে দল থেকে, যদিও তাঁর ইচ্ছা ছিল আরো কিছুদিন খেলে যাওয়ার। এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যাঁরা, সেই নির্বাচকমণ্ডলীর পাঁচ সদস্যের একজন অধিনায়ক হিসেবে পন্টিংয়ের উত্তরসূরি মাইকেল ক্লার্ক। দায়টা কাঁধে নিতে তিনি কিন্তু মোটেই পিছপা হচ্ছেন না, প্রকাশ্যেই জানাচ্ছেন নির্বাচকদের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা ছিল তাঁরও। তবে একই সঙ্গে তাঁর বিশ্বাস, এটা ব্যক্তি পন্টিংয়ের সঙ্গে তাঁর বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না!
'আমি নির্বাচকদের প্যানেলের সদস্য, এটা একশ ভাগ সত্যি। এটা তো এখন অধিনায়কের দায়িত্বেরই অংশ। আর এ সিদ্ধান্তটা আমরা নিয়েছি একটা প্যানেল হিসেবে। রিকি পন্টিংয়ের মতো একজন গ্রেটকে ছাড়া খেলতে নামার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, কিন্তু সিদ্ধান্তটা আমরা সবাই মিলে নিয়েছি। অবশ্যই আমাদের আলোচনার অনেকখানি জুড়ে ছিল ২০১৫ বিশ্বকাপ এবং আমি এ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় পুরোপুরি জড়িত ছিলাম'- বলেছেন ক্লার্ক। তবে সে সঙ্গে এটাও বলেছেন, 'সে জানে এটা কোনোভাবেই ব্যক্তিগত ব্যাপার নয়, আমি নিশ্চিত আমাদের বন্ধুত্বটা এর চেয়ে অনেক শক্তিশালী।'
ক্লার্ক অবশ্য এটাও মানছেন, পন্টিংয়ের অভাবটা ঠিকই অনুভূত হবে। এর আগে অন্তত ৩৮টি ওয়ানডেতে পন্টিংকে ছাড়া খেলেছেন তিনি, কিন্তু এবারের অভিজ্ঞতাটা অন্য রকম হবে, 'অবশ্যই তাকে মিস করব আমরা। অনেক দিন ধরেই পান্টার আমার খুব ভালো বন্ধু, সেটা তো আর বদলাচ্ছে না। অনেক ম্যাচে আমরা একসঙ্গে খেলেছি। তাই যখন মাঠের দিকে তাকিয়ে দেখব সে নেই, অনুভূতিটা নিশ্চয়ই অদ্ভুত হবে। আমি মাঠে তার দিকনির্দেশনা মিস করব, মাঠের বাইরেও। তার বন্ধুত্ব, অভিজ্ঞতা আর এই খেলাটি সম্পর্কে তার জ্ঞান- এ সব কিছুরই অভাব বোধ করব। একজন তরুণ খেলোয়াড়ের মধ্যে যত প্রতিভাই থাকুক, এগুলো এমন বিষয়, বিশেষ করে অভিজ্ঞতা আর জ্ঞান অর্জন করতেই হয়।' ক্রিকইনফো

ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি

‘ব্যাটসম্যানরা কেউ দায়িত্ব নিয়ে খেলেনি। ব্যাটিংয়ে নেমে সবচেয়ে বাজে ব্যাপারটাই আমরা করেছি। অপ্রয়োজনীয় শট খেলেছি। অনেক বেশি শট খেলেছি।’ চিটাগং কিংসের বেঁধে দেওয়া ১২১ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হতাশার সুরে এ কথাগুলোই বললেন।
মাশরাফির ভাষায়, ‘১২১ রান করতে না পারার কোনো অজুহাত নেই।’ বিপিএলে ঢাকার হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। আজকের ম্যাচে হেরে যাওয়ার পর সেমিফাইনালে যেতে হলে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে পরবর্তী দুটি ম্যাচে জিততেই হবে। কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না যদি আজকে জয় পেত ঢাকা। পুরো ব্যাপারটিই হতাশাগ্রস্ত করেছে গ্ল্যাডিয়েটরস অধিনায়ককে। বলেছেন, ‘আমরা নিজেরাই নিজেদের সমস্যার মধ্যে ঠেলে দিয়েছি।’
আফতাব, নাজিমউদ্দিনের মতো খেলোয়াড়দের না খেলিয়ে মেহরাব জুনিয়রকে খেলানো নিয়ে তির্যক প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে। দলের সিদ্ধান্তকে সমর্থন দিয়ে মাশরাফি বললেন, রানা নাভিদ কিছুটা অসুস্থ থাকায় মেহরাবকে নেওয়া হয়েছিল একজন ব্যাকআপ বোলার হিসেবে। তিনি বলেন, ‘অসুস্থতা আমাদের ড্রেসিং রুমের একটি সমস্যা এই মুহূর্তে। ইমরান নাজিরের অনুপস্থিতিতে নাজিমউদ্দিনকে খেলাতে চেয়েছিলাম। কিন্তু তাঁরও শরীর খারাপ।’
পরের দুটি ম্যাচকে কঠিন আখ্যা দিলেও মাশরাফি এখনই আশা হারাতে চান না। তিনি বলেছেন, ‘যদিও আমরা নিজেরাই নিজেদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলেছি। কিন্তু এখন ঘুরে দাঁড়াতে হবে। হতাশার কিছু নেই।’

বিপিএলের শেষ অধ্যায় শুরু আজ

চট্টগ্রাম অধ্যায় শেষ। বন্দরনগরীতে ৮ ম্যাচ শেষে আজ ঢাকায় শুরু হচ্ছে বিপিএলের শেষ অধ্যায়। টানা ছয় দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম বিপিএলের শেষ ১১টি ম্যাচ। প্রাথমিক পর্বের আর ৮টি ম্যাচ বাকি। ২৮ ফেব্রুয়ারি একই দিনে দুটি সেমিফাইনাল, পরদিনই ফাইনাল।
এক সিলেট রয়্যালস ছাড়া বাকি ৫টি দলই আছে সেমিফাইনালের লড়াইয়ে। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে খুলনা রয়েল বেঙ্গলস। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে দুইয়ে দুরন্ত রাজশাহী। তবে ম্যাচ একটি কম খেলেছে রাজশাহী, আজই সুযোগ থাকছে খুলনাকে টপকে শীর্ষে ওঠার। দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের দল মুখোমুখি হবে তলানিতে থাকা সিলেট রয়্যালসের।
সমান সাত ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া দুই দল—ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগং কিংস আজ মুখোমুখি হবে দিনের প্রথম ম্যাচে। পরশুর ম্যাচে মাথায় চোট পাওয়া ঢাকার পাকিস্তানি ওপেনার ইমরান নাজির কালই ফিরেছেন ঢাকায়। স্থানীয় এক হাসপাতালে আরেক দফা পরীক্ষা করিয়েছেন। তবে এবারও গুরুতর কিছু ধরা পড়েনি, আজ তাই মাঠে নামারও সম্ভাবনা আছে তাঁর ভালোভাবেই। পরশু সিলেটের বিপক্ষে ম্যাচে হেলমেট ছাড়া ব্যাটিং করছিলেন নাজির, পিটার ট্রেগোকে পুল করতে গিয়ে বল লেগেছিল মাথায়। ছোটখোটো কিছু সমস্যা ছিল চিটাগংয়েরও। হালকা জ্বরে ভুগছিলেন তামিম ইকবাল, এনামুল হক, ফরহাদ রেজারা। তবে আজ তাঁদেরও মাঠে নামার কথা।

পন্টিংয়ের মাঠেই নতুন অধ্যায়

পন্টিং: এখন ওয়ানডের দর্শক পন্টিং: এখন ওয়ানডের দর্শক
এমন কিছু পরিবর্তন হয়নি দলে, শুধু একজন নেই। কিন্তু সেই একজন এমনই এক মহীরুহ যে বলতে হচ্ছে, অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের ক্রিকেটে আজ শুরু হচ্ছে নতুন অধ্যায়। সিবি সিরিজের ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, কিন্তু ড্রেসিংরুমে থাকবেন না রিকি পন্টিং। পন্টিংয়ের ঘরের মাঠ হোবার্টেই অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট পা রাখছে পন্টিং-উত্তর যুগে।
১৯৯৫ সালের ১৫ ফেব্রুয়ারি পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক। ওই ম্যাচ থেকে আজকের আগ পর্যন্ত ৪৫৮টি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া। এর ৩৭৪টিতেই ছিলেন পন্টিং, নেতৃত্ব দিয়েছেন ২২৯টিতে। ক্যারিয়ারের শুরুতে কিছু ম্যাচ বাদ পড়েছিলেন। কিন্তু সেই বাদ পড়াও চোট কিংবা বিশ্রামের কারণে। পন্টিংয়ের ছায়া ওই ম্যাচগুলোতেও ছিল। সেই ১৭ বছরের ছায়া সরিয়ে অস্ট্রেলিয়া এখন সামনে তাকাচ্ছে, নেতৃত্বে মাইকেল ক্লার্ক।
নানা সময়ে পন্টিংকে ছাড়া ৩৮টি ওয়ানডে খেলেছেন ক্লার্ক। কিন্তু ওয়ানডেতে পন্টিংকে আর পাশে পাবেন না, এই অনুভূতিটা ছুঁয়ে গেল অস্ট্রেলিয়া অধিনায়ককেও, ‘অনুভূতিটা অদ্ভুত...ওকে অবশ্যই মিস করব। মাঠে ও মাঠের বাইরে ওর পরামর্শ, ওর বন্ধুত্ব, ওর অভিজ্ঞতা, ওর ক্রিকেট-জ্ঞান—সবই মিস করব। ক্রিকেট খেলাটাই এমন যে যত প্রতিভাবানই হোন না কেন, অভিজ্ঞতা ও ক্রিকেট-জ্ঞান খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই পান্টার আমার খুব কাছের বন্ধু এবং এটা অবশ্যই একই রকম থাকবে। ওকে ছাড়াও বেশ কিছু ওয়ানডে আমি খেলেছি, কিন্তু সত্যি বলতে মাঠে নেমে চারপাশে তাকিয়ে ওকে দেখব না, এই অনুভূতিটা অদ্ভুত।’
কিছুদিন আগে ব্যাট হাতে পন্টিংয়ের চরম দুঃসময়ে সবচেয়ে বড় সমর্থকদের একজন ছিলেন ক্লার্ক। দুজনের ঘনিষ্ঠ সম্পর্কটা তখনই প্রথম প্রকাশ্যে আসে। এবার পন্টিংকে ওয়ানডে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যাঁরা নিয়েছেন, ক্লার্ক নিজেই তাঁদের একজন। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির অংশ কোচ ও অধিনায়কও। এই সিদ্ধান্তে নিজের ভূমিকাটাও লুকানোর চেষ্টা করেননি অধিনায়ক, ‘আমি অবশ্যই শতভাগ নির্বাচক কমিটির অংশ। এটা তো এখন অধিনায়কের দায়িত্বের মধ্যেই পড়ে। সিদ্ধান্তটি পুরো প্যানেলই নিয়েছে। পন্টিং আর খেলবে না, এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, কিন্তু এই সিদ্ধান্তই আমরা নিয়েছি। নির্বাচক প্যানেলের আলোচনায় ২০১৫ বিশ্বকাপই প্রাধান্য পেয়েছে।’
ক্লার্কের বিশ্বাস, এই সিদ্ধান্ত প্রিয় বন্ধুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনো ফাটল ধরাবে না, ‘রিকি দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছে। যদিও অধিনায়ক তখন আনুষ্ঠানিকভাবে নির্বাচক ছিল না, কিন্তু একাদশ নির্বাচনে বড় ভূমিকা ঠিকই ছিল। আমার মনে আছে, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট দল থেকে বাদ পড়ার পর পান্টারই আমাকে খবরটা দিয়েছিল। ও খুব ভালোভাবেই জানে, এসব ব্যাপার ব্যক্তিগত কিছু নয়। আমি নিশ্চিত, আমাদের বন্ধুত্ব এসব টানাপোড়েনের ঊর্ধ্বে।’ ওয়েবসাইট।

Thursday, February 23, 2012

কিছু প্রয়োজনীয় সফটওয়্যার

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন । আমিও আপনাদের দুয়াই অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, কিছু প্রয়োজনীয় সফটওয়্যার । হইত আপনার প্রয়োজনীয় সফটওয়্যার টাও থাকতে পারে  । এজন্য অবহেলা করবেন না । একদম ফ্রি ডাউনলোড । আশা করি অনেক কাজে লাগবে ।


AIO Premium Downloader | Full Version | 46 MB
AIO Premium Downloader | Full Version | 46 MB
Folder Lock 7.0.6 + Serial | Full Version | 7.73 MB
Folder Lock 7.0.6 + Serial | Full Version | 7.73 MB
Animated Wallpaper Maker 3.0.3 | Full Version | 10.83 MB
Animated Wallpaper Maker 3.0.3 | Full Version | 10.83 MB
Arcsoft Magic-i Visual Effects 2 | 23 MB
Arcsoft Magic-i Visual Effects 2 | 23 MB
Game maker 8 Pro|Full version | 20.8MB
Game maker 8 Pro|Full version | 20.8MB
Internet Download Manager v6.08 Build 8(Now Fully worked 1000%) | Full Version | 4.37 MB
IDM 6.8 build 8 preeactiveted(fullversion)
Any video converter professional  v3.3.3 | Full Version | 26.02 MB
Any video converter professional v3.3.3 | Full Version | 26.02 MB

বাংলাদেশ ও ইন্ডিয়া এর সকল রেডিও শুনুন সফটওয়্যার দিয়ে

কেমন আছেন আপনারা সবাই? কাজের পাশাপাশি অনলাইনে রেডিও শুনতে আমরা সকলেই ভালবাসি। তাই আজ আমি হাজির হলাম বাংলাদেশ ও ইন্ডিয়া এর সকল রেডিও নিয়ে। কিন্ত তার জন্য প্রয়োজন একটি সফটওয়্যার এর। সফটওয়্যার টির নাম Indo-Bangla Online radio .আমরা যখন যে চ্যানেল শুনতে ইচ্ছে হবে তখন সেটি শুনতে পাবো এই সফটওয়্যার দিয়ে.
সফটওয়্যার টি তৈরি করেছেন গ্লোবাল আইটি কোম্পানী এর এক প্রোগ্রামার।
আপনাদের সকলের জন্য উন্মুক্ত এই সফটওয়্যার টি।
ডাউনলোড লিঙ্কঃ Indo-Bangla Online radio পেজ এ গিয়ে Indo-Bangla Online radio টি ডাউনলোড করে নিন

The Real Freelancing Job Sites


The Real Freelance Sites

by Md. Mizanor Rahman Hridoy 


Freelance projects can usually be completed from anywhere and are therefore a great option for skilled people in all countries that wish to work from home.
The sites we have chosen to list on this page are ones that contain a large list of current freelance projects or that offer lots of resources for freelancers.

List of Freelance Sites

Sites are listed alphabetically and all links open in a new window.
Authentic Jobs - Freelance job opportunities for website designers and developers. Click on the "Freelance" tab to see the list of current freelance projects.

BizReef - Freelance marketplace with categories including business & marketing, graphic design, mobile applications, programming, writing, and translation projects.

Contracted Work - Categories include administrative, business, graphic design, multimedia, legal, web design & development, writing, and miscellaneous freelance projects.

Elance - Large freelance site with projects in various categories including web & programming, design & multimedia, writing, translation, admin., marketing, finance, legal, and engineering.

FreelanceMom - Offers freelance job listings, community forum, articles, and other resources for professional women seeking work-at-home opportunities.

Freelancer - Formerly GetAFreelancer. Large freelance work site with many projects available in categories including programming, IT, design, media, mobile phones, writing, data entry, marketing, engineering, and more.

FreelanceSwitch - The freelance job listings on this site are in categories including website design, web development, writing, illustration, flash, and miscellaneous jobs.

GetACoder - Programming and web design/development projects make up the majority of listings. Also has graphic design, multimedia, marketing, writing, legal, and administrative support projects.

Guru - Many categories of freelance projects available including website design, administrative support, marketing, engineering, writing, translation, illustration, legal, and more.

iFreelance - Many projects available in categories including adminstrative support, graphic design, legal, marketing, advertising, programming, writing, editing, and translation.

LimeExchange - Categories include graphic arts and design, audio/video and multimedia, services, software development, web development, networking and information systems, writing and translation freelance projects.

oDesk - Main categories on this site are web development, audio/visual and multimedia, software development, networking and information systems, writing, graphic arts and design, and administrative support.

PeoplePerHour - Freelance projects in categories including web design, web development, programming, marketing, writing, translation, administrative, legal, and more.

Project4Hire - Mostly web development, software programming, and graphic design freelance projects listed at this site. Other categories include writing, multimedia, and services.

ScriptLance - Most listings are for freelance programming or web design projects. Also contains some listings for marketing, data entry, writing, and other projects.

vWorker - Formerly RentACoder. Mostly software or coding related projects. Other types of projects listed include graphic design, marketing, SEO, data entry, virtual assistant, and writing.

Writerlance - Freelance writing projects. Listings include article writing, blog and forum posting, copywriting, press releases, e-books, instruction manuals, technical writing, and more.

Job Board - current work at home job leads.

Worldwide Resources - WAH resources from around the world.

Freelance Work - current freelance projects available.

Good Luck !!

COUNTER W