Monday, June 18, 2012

নিয়ে নিন আপনার ফ্রি UK নাম্বার



সবাইকে আদাব/নমস্কার দিয়ে শুরু করছি টিউনার পেজে আমার প্রথম পোস্ট । অনেক দিন ধরেই ভাবছিলাম যে কি বিষয়ে লিখা যায় ? কিন্তু কোন বিষয় নির্বাচন করতে পারছিলাম না । কিছুদিন যাবত্‍ বড় ভাইয়ের নির্দেশে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি কলিং সিস্টেম নিয়ে ঘাঠাঘাঠি করছিলাম, এভাবেই খুঁজে পেলাম এই সাইটি এই সাইটি । এখানে টাকা ছাড়াই খুব সহজেই UK নাম্বার তৈরী করা যায় । এরজন্য প্রথমে এখানে যান ;
১ম স্টেপে চিত্রের মত country থেকে Bangladesh সিলেক্ট করুন । তারপর আপনার নাম্বারটি (যে কোন অপারেটর) শূণ্য বাদে নাম্বারটি ২য় বক্সে লিখুন ।
Snap12 300x210 নিয়ে নিন আপনার ফ্রি UK নাম্বার
ফ্রি নাম্বার


ব্যস ! ১ম স্টেপ শেষ । get your free uk number এ ক্লিক করুন ।
এবার ২য় স্টেপে আপনি দুভাবে এই রেজিঃ কম্প্লিট করতে পারবেন । প্রথমটি হল, আপনার ফেসবুক/ইয়াহু/গুগল একাউন্ট দিয়ে শুধু তাদের এপ্লিকেশনটিতে join করে আপনার ঐ একাউন্টের ইমেইল শেয়ারে Allow দিন ।
Snap13 300x216 নিয়ে নিন আপনার ফ্রি UK নাম্বার
ফ্রি নাম্বার


অথবা দ্বিতীয় পদ্ধতি হল ওখানে সবার নিচের দিকে আপনার পূর্ণ নাম, ইমেইল এড্রেস ও আপনার পছন্দ মত একটি পাসওয়ার্ড দিয়ে Finish এ ক্লিক করুন ।
পরবর্তী পৃষ্টায় এই চিত্রের মত আপনাকে একটি ( 44) সহ ১২ ডিজিটের অর্থাত্‍ একটি UK নাম্বার দিয়ে Congratulations জানানো হবে ।
এখন থেকে এই UK নাম্বারে যেই কল করুক তা ফরওয়ার্ড হয়ে আপনার মূল (BD) নাম্বারে কল আসবে ।
উল্লেখ্যঃ ঐ নাম্বারে কল দেওয়ার পর আপনি রিসিভ করে ফেললে, যে কল দিয়েছে তার কাছ থেকে UK কলিং চার্জ কাটা হবে ।
এর সুবিধাঃ
১। এর প্রধান সুবিধা UK তে প্রবাসী আপনার আত্মীয়স্বজনরা ঐ নাম্বারে কল দিয়ে খুবই কম কস্টে আপনার সাথে কথা বলতে পারবে ।
২। আপনি আপনার বন্ধুদের চমকে দিতে পারেন এই বলে যে আপনি দেশে থেকেই UK নাম্বার ব্যবহার করছেন, ইত্যাদি-ইত্যাদি ।
Snap14 300x216 নিয়ে নিন আপনার ফ্রি UK নাম্বার
ফ্রি নাম্বার

COUNTER W