Saturday, February 4, 2012

সহজ পদ্বতিতে পেন ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজ সেভেন

যারা পেন ড্রাইভ থেকে উইন্ডোজ (সেভেন/ ভিস্তা) সেট আপ দিতে চান তাদের জন্য এই পোস্ট অনেক কাজে লাগবে। কোন কারনে কম্পিউটার বিশেষ করে ল্যাপটপের সিডি/ডিভিডি রম নষ্ট হলে কিংবা নেটবুকে (যাতে সিডি/ডিভিডি রম নেই) নতুন করে উইন্ডোজ (সেভেন অথবা ভিস্তা) সেটআপ দিতে চাইলে নিচের পদ্ধতিটি আপনার কাজে আসবে বলে আশা করি।সুতরাং আসুন দেখে নেই কিভাবে কাজটি করতে হবে।
এজন্য আপনার যা যা দরকার হবেঃ-
১। একটি ইউএসবি/ পেন ড্রাইভ (কমপক্ষে ৪ গিগাবাইট)।
২। উইন্ডোজ ৭/ভিস্তা ইনস্টলেশন ডিভিডি।
৩।Command prompt সম্পর্কে নূন্যতম ধারণা।
পদ্ধতিঃ
১। যেকোন ডিভিডি ড্রাইভে উইন্ডোজ ৭/ভিস্তা ইনস্টলেশন ডিভিডি ঢুকিয়ে “Boot” ফোল্ডার খুঁজে বের করুন। “Boot” ফোল্ডার থেকে “bootsect.exe” ফাইলটি কপি করে আপনার হার্ড ডিস্কের যেকোন ড্রাই্ভে (ধরা যাক D ড্রাইভে) পেস্ট করুন ( কোন ফোল্ডারে নয়, D ড্রাইভের রুটে পেস্ট করুন)।
২। এবার আপনার পেন ড্রাইভটি NTFS ফরম্যাটে ফরম্যাট করুন।
৩। Start Menu থেকে Command prompt এর রাইট বাটনে ক্লিক করে “Run as administrator” হিসেবে চালু করুন।
৪। Command prompt এ D: লিখে এন্টার চাপুন (এতে আপনার হার্ড ড্রাইভের D ড্রাইভের রুট ফোল্ডারে চলে যাবেন)।
৫। এবার bootsect.exe/nt60 H: লিখে এন্টার চাপুন (যেখানে G হল আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার)
এতে আপনার পেনড্রাইভে bootmgr code আপডেট হবে।
….ব্যস, তৈরি হয়ে গেল আপনার বুটেবল ইউএসবি/পেন ড্রাইভ।
৬। এখন উইন্ডোজ ইন্সটলেশন ডিভিডির সব ফাইল কপি করুন আপনার পেনড্রাইভে।
৭। কম্পিউটার রিস্টার্ট করুন এবং বায়োস থেকে boot priority হিসেবে আপনার ইউএসবি/পেনড্রাইভ সিলেক্ট করুন।
৮। উইন্ডোজ ইন্সটল করুন কোন ঝামেলা ছাড়াই এবং তুলনামুলক কম সময়ে।
*******পদ্ধতি ১০০% কার্যকর এবং পরীক্ষিত।

Windows 7 Wallpaper


 

NEW Wallpaper

HAFIZ
The Best Wallpaper My Profile 






The Best Wallpaper My Prof...

The Best Wallpaper My Prof...

COUNTER W