Sunday, March 11, 2012

আপনার ব্লগার সাইটকে সম্পূর্ণ ভাবে ওয়ার্ডপ্রেস এ ইমপোর্ট করুন

আমাদের মাঝে অনেকের ব্লগার এ ওয়েব সাইট আছে কিন্তু ওয়ার্ডপ্রেস এর নানান সুবিধা ও ফিচার এর জন্য ভাবছেন যে আপনার সাইট টি যদি ব্লগার এ না হয়ে ওয়ার্ডপ্রেস এ হত তাহলে অনেক ভালো হত। এখন আর চিন্তার কিছু নাই কাজটা খুব ই সহজে আপনি করে নিতে পারেন। আপনার ব্লগার সাইটের সমস্ত পোস্ট গুলো আপনি ওয়ার্ডপ্রেস সাইট এ নিয়ে আসতে পারবেন মানে হচ্ছে আপনার ব্লগার সাইট কে সম্পূর্ণ ভাবে ওয়ার্ডপ্রেস এ রুপান্তর করে নিতে পারবেন। যদি এটা একদম সহজ একটি কাজ তবুও ভাব্লাম টিটোরিয়াল লিখে দেই অনেকেই হয়ত পারেন না ব্যপারটা।
১। সাবাভিক ভাবেই প্রথমে আপনার একটি ওয়ার্ডপ্রেস সাইট বানিয়ে নিতে হবে যা করতে ১০মিনিট লাগবে মাত্র।
২। আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করে অ্যাডমিন পানলে যান। তারপরে টুলস মেনু থেকে import সাবমেনুতে চলে যান এবং ক্লিক বসান।
Import Tool
৩। এখন আপনি ইমপোর্ট করার কিছু অপশন দেখতে পারবেন এবার blogger সিলেক্ট করুন।
Import Tool - Blogger
৪। এবার আপনারকে importer plugin টা ইন্সটল করে নিতে হবে।
Install Import Tool

৫। এবার প্লুগিন্স একটিভ করুন।
Activate Plugin and Run Importer

৬। Authorize এর মাঝে ক্লিক করুন আপনার পুরনো ব্লগার সাইট টির মাঝে ধুকার জন্য।
Authorize WordPress Access to Blogger

৭। এবার Blogger.com সাইটে ঢুকার জন্য আপনাকে নিজের জি মেইল একাউন্টে ঢুকতে হবে যেই ই মেইল দিয়ে আপনি ব্লগার সাইট নিয়ন্ত্রণ করে থাকেন।
Connecting Google to WordPress

৮। Grant Access এ ক্লিক করুন ওয়ার্ডপ্রেস সাইটে ব্লগার সাইটের পোস্ট গুলো ইমপোর্ট করতে।
Grant Access

৯। এবার ব্লগার এর পোস্ট এবং মন্তব্য গুলো ওয়ার্ডপ্রেস নিয়ে আসতে মেজিক বাটন এ ক্লিক করুন।
Import Blogger Content to WordPress

১০। বাস Magic Button এ ক্লিক করার সাথে সাথে ইমপোর্ট এর কাজ শুরু হয়ে যাবে।
১১। কাজ হয়ে গেলে এবার Set Authors এ ক্লিক করুন।
Set Authors

১২। Author Mapping এর মাঝে আপনাকে নতুন authors সেটআপ করে নিতে হবে।
Author Mapping
১৩ কাহিনী শেষ এবার দেখুন আপবনার ব্লগার এর সমস্ত পোস্ট এবং মন্তব্য গুলো আপনার ওয়ার্ডপ্রেস সাইটের মাঝে চলে এসেছে মানে ব্লগার এর সমস্ত্য পোস্ট এবং মন্তব্য মিলিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে সম্পূর্ণ নতুন সাইট হয়ে গেছে। কিন্তু গুগল মামা যে এতদিন আপনার ব্লগার এর লিংক গুলো জমা করেছে সেগুলোর কি হবে তাই না? সেটার সিস্টেম ও আছে তাহলে আর SEO তেও প্রবলেম হবে না।
ক) এবার Blogger to WordPress প্লাগিন্স টা ইন্সটল করে দিন।


খ) ইন্সটল হয়ে গেলে Configuration এর মাঝে ক্লিক বসান।
List of Blogs
গ) Generated Code: এটি কপি করুন এবং পেস্ট করুন আপনার Blogger.com Template এর মাঝে
Generated Code
ঘ) Verify Configuration এর মাঝে ক্লিক বসান বাস কাজ শেষ। এনজয় ম্যান……

এরচেয়ে সহজ আর কিছু হতেই পারে না। আপনার পেনড্রাইভে কপি করে নিয়ে ইনস্টল করুন Windows 7/8/XP!!!


সকলকে সালাম জানিয়ে আমার ২য় পোস্ট শুরু করলাম। একই বিষয় নিয়ে আগেও অনেক টিউন করা হলেও আমার মনে হয় আগের গুলোর তুলনায় এটি সহজ হবে। বলা বাহুল্য এই পদ্ধতি  WINDOWS 7/ WINDOWS 8 / Windows XP এর ক্ষেত্রে প্রযোজ্য।

প্রথমে Windows 7 USB-DVD Tool – এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
সাইজঃ ৮৯০ কেবি।
এটি Microsoft Corporation –এর অফিশিয়াল টুল। এর মাধ্যমে Windows 7-এর যেকোন ইমেজ ফাইলকে USB অথবা DVD –তে রুপান্তর করতে পারবেন।


প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
তারপর ওপেন করুন।
ছবিটির মত করে BROWSE –এ আপনার Windows –এর ISO file  নির্দেশ করুন।


এখন USB চাইলে USB অথবা DVD –তে burn করতে চাইলে DVD সিলেক্ট করে নিন। তারপর Start Over –এ ক্লিক করুন।


আশা করি পোস্ট টি মোটামুটি সকলের কাজে আসবে।

ধন্যবাদ।

” ক্যামেরাযুক্ত মোবাইলের মাধ্যমে যেকোন রিমোট (TV/VC/AC) ঠিক আছে কিনা জেনে নিন “

http://blog.bdfoorti.com
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের সাথে একটি মজার জিনিস শেয়ার করব । এইটি হল মোবাইল দিয়ে রিমোট ঠিক আছে কি না তা জানা । হয়ত শুনে অবাক লাগছে যে, এটা কিভাবে সম্ভব , কিন্তু এটি সত্য । আপনার বাসায়, অফিসে এবং অন্যান্য যায়গায় TV,VC ও অন্যান্য যন্ত্রের রিমোট কন্ট্রোল বিভিন্ন যন্ত্র থাকে। ব্যাটারী নতুন বা ভালো থাকা সত্বেও মাঝে মাঝে দেখা যায় এগুলো কাজ করে না তখন আপনি বুঝতেই পারেন না যে সমস্যাটা কোথায় । তখন এই সামান্য সমস্যাটি নিয়ে স্থানীয় ইলেকট্রনিক্স সার্ভিসিং এর দোকানে যান ।
তবে এই টিপস আপনার অনেক কাজে লাগাতে পারেন । সমস্যাটা যদি আসলেই রিমোটেই হয় তবে একে পরীক্ষা করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না । সাধারণত এখন তো আমাদের সবার হাতেই ক্যামেরা যুক্ত মোবাইল ফোন থাকে , তাহলে সেই মোবাইলটাকেই কাজে লাগান ।
নিচের নিয়মাবলি লহ্ম্য করুনঃ প্রথমে আপনার মোবাইলের ক্যামেরা ON করেন তারপর সেই ক্যামেরাকে রিমোটের মাথায় অর্থাৎ যেখানে রিমোটের বাল্ব রয়েছে সেখানে অবস্থান করান । এই অবস্থায় রিমোটের যে কোন একটি বাটন প্রেস করুন এবং মোবাইলের স্ক্রিনে দেখুন । কি দেখাচ্ছে ? যদি সেখানে প্রেস করার সাথে সাথেই মোবাইলের স্ক্রিনে একটি উজ্জ্বল লাইট দেখায় তখন আপনি বুঝবেন যে আপনার আপনার রিমোট ঠিক আছে আর যদি উজ্জ্বল আলো না দেখায় তবে বুঝবেন যে সমস্যাটা আপনার রিমোটেই ।
[বিদ্রঃ তবে মনে রাখবেন যে উজ্জ্বল আলো নাও দেখাতে পারে যদি আপনার রিমোটের ব্যাটারী নষ্ট থাকে ]

৫০টি ওয়ার্ডপ্রেস থিম ফ্রী ডাউনলোড করুন (প্রিভিউ আছে)

সালাম সবাইকে আসা করি সবাই ভালো আছেন। আজকে আবারো নিয়ে এসেছি ওয়ার্ডপ্রেস এর নতুন আরো ৫০টি চমৎকার থিম। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা অবশ্যই সংরহে রেখে দিতে পারেন অবশ্যই কাজে লাগবে এক সময়। ওয়ার্ডপ্রেস হল একটি মুক্ত ও ওপেন সোর্স ব্লগিং টুল এবং সামগ্রী পিএইচপি এবং MySQL ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস). এটি একটি প্লাগ ইন আর্কিটেকচার এবং একটি ফর্মা সিস্টেম সহ অনেক বৈশিষ্ট্য রয়েছে। ওয়ার্ডপ্রেস বর্তমানে ইন্টারনেট ব্যবহার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিএমএস।
ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের এবং বিষয়বস্তুর মধ্যে পরিবর্তনকালে ইনস্টল করা যাবে. থিম ব্যবহারকারীদের তথ্য বিষয়বস্তু পরিবর্তন ছাড়াই একটি ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন চেহারা এবং কার্যকারিতা পরিবর্তন করতে সক্ষম হবেন. থিম ওয়ার্ডপ্রেস “ড্যাশবোর্ড” অ্যাডমিনিস্ট্রেশন টুল ব্যবহার করে, অথবা আপলোড থীম ফোল্ডার হতে পারে FTP-র মাধ্যমে ইনস্টল করা। থিম মধ্যে পিএইচপি এবং এইচটিএমএল কোড আরো উন্নত অনুকূলিতকরণ জন্য সম্পাদনা করা যাবে।

৫০টি ওয়ার্ডপ্রেস থিম ফ্রী ডাউনলোড করুন (প্রিভিউ আছে)

151. Measure Life
Measure Life WordPress Theme
Info & Download | Demo
152. Spotlight
Spotlight WordPress Theme
Info & Download | Demo
153. Pulse
Pulse WordPress Theme
Info & Download | Demo
154. Biz Biz
Biz Biz WordPress Theme
Info & Download | Demo
155. Color note VS mood

Info & Download | Demo
156. Love Sonnet
Love Sonnet WordPress Theme
Info & Download | Demo
157. Hue Clash in Harmony
Hue Clash in Harmony WordPress Theme
Info & Download | Demo
158. Joyous Childhood
Joyous Childhood WordPress Theme
Info & Download | Demo
159. With Pet
With Pet WordPress Theme
Info & Download | Demo
160. Healthy Lifestyle
Healthy Lifestyle WordPress Theme
Info & Download | Demo
161. Be a Gourmet
Be a Gorumet WordPress Theme
Info & Download | Demo
162. I Do
I Do WordPress Theme
Info & Download | Demo
163. Tek Advanced
Tek Advanced WordPress Theme
Info & Download | Demo
164. Let Freedom Fry
Let Freedom Fry WordPress Theme
Info & Download | Demo
165. Online Marketing
Online Marketing WordPress Theme
Info & Download | Demo
166. Fashion Week
Fashion Week WordPress Theme
Info & Download | Demo
167. Charming Hotel
Charming Hotel WordPress Theme
Info & Download | Demo
168. Vacation Rentals Fun
Vacation Rentals Fun WordPress Theme
Info & Download | Demo
169. Chasing Pirates in Caribbean
Chasing Pirates in Caribbean WordPress Theme
Info & Download | Demo
170. Join the Earth Hour
Join the Earth Hour WordPress Theme
Info & Download | Demo
171. Imagination
Imagination WordPress Theme
Info & Download | Demo
172. International Travel
International Travel WordPress Theme
Info & Download | Demo
173. For a Mysterious Trip to Asia
For a Mysterious Trip to Asia WordPress Theme
Info & Download | Demo
174. Sweet April
Sweet April WordPress Theme
Info & Download | Demo
175. Sculptures and Form
Sculptures and Form WordPress Theme
Info & Download | Demo
176. Tech Molecule
Tech Molecule WordPress Theme
Info & Download | Demo
177. Dancing on the Keyboards
Dancing on the Keyboards WordPress Theme
Info & Download | Demo
178. AllBlack
AllBlack WordPress Theme
Info & Download | Demo
179. AquaGreen
AquaGreen WordPress Theme
Info & Download | Demo
180. Vio
Vio WordPress Theme
Info & Download | Demo
181. Woodsy
Woodsy WordPress Theme
Info & Download | Demo
182. UltraBlue
UltraBlue WordPress Theme
Info & Download | Demo
183. Grungie
Grungie WordPress Theme
Info & Download | Demo
184. Tauri
Tauri WordPress Theme
Info & Download | Demo
185. Wood3
Wood3 WordPress Theme
Info & Download | Demo
186. Blacko
Blacko WordPress Theme
Info & Download | Demo
187. Pink Three
Pink Three WordPress Theme
Info & Download | Demo
188. Blue One
Blue One WordPress Theme
Info & Download | Demo
189. BlueGrey
BlueGrey WordPress Theme
Info & Download | Demo
190. iZen
iZen WordPress Theme
Info & Download | Demo
191. Rockie
Rockie WordPress Theme
Info & Download | Demo
192. Mello
Mello WordPress Theme
Info & Download | Demo
193. Gunie
Gunie WordPress Theme
Info & Download | Demo
194. Silva
Silva WordPress Theme
Info & Download | Demo
195. Matapat
Matapat WordPress Theme
Info & Download | Demo
196. Mayumi
Mayumi WordPress Theme
Info & Download | Demo
197. Matino
Matino WordPress Theme
Info & Download | Demo
198. Maimpok
Maimpok WordPress Theme
Info & Download | Demo
199. Maparran
Maparran WordPress Theme
Info & Download | Demo
200. Masugid
Masugid WordPress Theme
Info & Download | Demo

COUNTER W