Sunday, February 26, 2012

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৭

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।




PC Prob & Solve

সমস্যা : আমার ল্যাপটপে এক বছর যাবৎ সাউন্ডে সমস্যা দেখা দিয়েছে। ল্যাপটপ ব্যবহারের সময় মাঝেমধ্যে শব্দ শোনা গেলেও এক-দুই ঘণ্টা পর চলে যায়। এমনকি হেডফোন ব্যবহার করলেও কোনো শব্দ শোনা যায় না।
লিটন মাহমুদ, মানিকগঞ্জ

- সমাধান : আপনার সাউন্ড পোর্টটিতে সমস্যা রয়েছে। আপনাকে ল্যাপটপের সাউন্ড পোর্টটি পরিবর্তন করতে হবে। প্রয়োজনে আপনি ভালো মানের সার্ভিস সেন্টারে ল্যাপটপটি নিয়ে গিয়ে সমস্যার সমাধান করুন।
সমস্যা : কম্পিউটার রিস্টার্ট করলে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হয় না। মাঝেমধ্যে রিস্টার্ট হলেও মাউস কাজ করে না। তবে কয়েকবার রিস্টার্ট করার পর মাউস কাজ করে।
ইব্রাহিম, ibrahimlb88@yahoo.com
- সমাধান : আপনার কম্পিউটারে রিস্টার্ট বাটনের সংযোগটি সঠিকভাবে লাগিয়ে নিন। এ ছাড়া কেসিং থেকে মাদারবোর্ডের সংযোগটি সঠিকভাবে রয়েছে কি না তা পরীক্ষা করুন।

সমস্যা : আমার কম্পিউটারের মনিটরে শুধু গোলাপি রঙের ডেস্কটপ দেখা যায়। আমি মনিটরের রং নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত সুইচগুলো ব্যবহার করার চেষ্টা করলে ওই সুইচগুলো লক করার (তালার) ছবি প্রদর্শন করে।
ফয়সাল আহমেদ, foisalahmed47@yahoo.com

- সমাধান : আপনার মনিটরে সমস্যা রয়েছে। মনিটরের যদি বিক্রয়োত্তর সেবা থাকে, তবে যে প্রতিষ্ঠান থেকে মনিটর কিনেছেন সেখান থেকে পরিবর্তন করে নিন। তবে যদি বিক্রয়োত্তর সেবা না থাকে, তাহলে মনিটরটি আপনি ভালো মানের সার্ভিস সেন্টারে নিয়ে যান।
সমস্যা : আমার কম্পিউটারে কিছুদিন আগে ট্রোজান ভাইরাস আক্রমণ করার ফলে আমি কম্পিউটারে থাকা গেইমসহ অ্যান্টিভাইরাসটি মুছে ‘এফ’ ড্রাইভে উইন্ডোজ ৭ ইনস্টল করি। দুটি অপারেটিং সিস্টেম ইনস্টলের বদলে কিভাবে একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে।
আব্দুল্লাহ আল আসিফ, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি

- সমাধান : উইন্ডোজ ৯৮-এর মাধ্যমে আপনি প্রথমে ‘এফ’ ড্রাইভটি ফরমেট করে নিন। তারপর ‘সি’ ড্রাইভটি ফরমেট করুন। এবার আপনি হার্ডডিস্কে ‘সি’ ড্রাইভে উইন্ডোজ এঙ্পি অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে ভিডিও ফাইল চালু করলে ডেস্কটপে সেই ভিডিওটির ছবি আটকে যায়। এমনকি মাঝেমধ্যে ছবিগুলোর পিঙ্লে ফেটে যায়।
ফাহিম চৌধুরী, সাহেববাজার, রাজশাহী

- সমাধান : আপনার গ্রাফিক্স কার্ডটিতে সমস্যা রয়েছে। ড্রাইভারটি সঠিকভাবে ইনস্টল করুন। কাজ না হলে কার্ডটি বদলে নিন। বিল্টইন গ্রাফিঙ্ কার্ড হলে মাদারবোর্ডটি সার্ভিস সেন্টারে নিয়ে যান।

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৬

আসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।

Dr.Tunerpage
সমস্যা : কম্পিউটারে এন্টিভাইরাস ব্যবহার করার পরও কিছু দিন আগে আমার কম্পিউটারে ভাইরাস আক্রমণের কারণে গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যায়। এরপর হালনাগাদ সংস্করণের নতুন এন্টিভাইরাস ইন্সটল করতে গেলে কম্পিউটার বারবার রিস্টার্ট হয়ে যাচ্ছে।
মাসুদ রানা, উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা

- সমাধান : আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সমস্যার কারণে কম্পিউটারে এন্টিভাইরাস ইন্সটল করা সম্ভব হচ্ছে না। আপনি নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করুন। বাজারে প্রচলিত লাইসেন্সসহ এন্টিভাইরাস কিনে ইন্সটল করুন।
সমস্যা : কম্পিউটার থেকে কোনো ফাইল পেনড্রাইভে কপি করে অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। কিন্তু পরবর্তী সময়ে আমার কম্পিউটারে পেনড্রাইভটি প্রবেশ করালে কোনো ফাইল দেখা যায় না।
ফয়সাল হোসেন, আহম্মদপুর, সুজানগর, পাবনা

- সমাধান : আপনার কম্পিউটারে ভাইরাস আছে। সেটি রিমোভ করে নিন। এর পরও কাজ না হলে আপনার কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে সর্বশেষ সংস্করণের এন্টিভাইরাস ব্যবহার করুন।
সমস্যা : কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করলে জোরে শব্দ হয়। অনেকক্ষণ শব্দ করে চলার পর কম্পিউটার বন্ধ হয়ে যায়। আবার কম্পিউটার চালু করলে মনিটরে পাওয়ার আসে না।
মামুন শিকদার, বুচারপুল, ময়মনসিংহ

- সমাধান : কম্পিউটারের প্রসেসর গরম হয়ে গেলে এ ধরনের সমম্যা হয়। প্রসেসরের ফ্যানটি খুলে তাপ শোষণক্ষম পেস্ট লাগিয়ে দিন। এর পরও সমাধান না পেলে পাওয়ার সাপ্লাইটি পরিবর্তন করতে হবে।
সমস্যা : আমার কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার থাকলেও কিছু দিন পরপর কাজের গতি খুবই ধীর হয়ে যায়। বিশেষ করে একসঙ্গে একাধিক ফাইল খুললে কম্পিউটারে কাজ করতে অনেক সময় প্রয়োজন হয়।
ফারহানা ইসলাম, শার্শা, যশোর
- সমাধান : এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারের গতি কিছুটা কমে যায়। আপনি যে এন্টিভাইরাসটি ব্যবহার করছেন সেটি আনইনস্টল করে আবার ইনস্টল করেন। প্রয়োজনে র‍্যামের গতি বৃদ্ধি করতে পারেন।
সমস্যা : কম্পিউটারের পাওয়ার সুইচ চালু করলে কম্পিউটার চালু হয় না। তবে কয়েকবার পাওয়ার সুইচ চালু করলে চালু হয়।
সাজ্জাদ আহমেদ, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম

- সমাধান : আপনার পাওয়ার সুইচটিতে সমস্যা রয়েছে। পাওয়ার সুইচ পরিবর্তন করলে এ ধরনের সমস্যা হবে না।

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৫

টিউনারপেজ বাংলা তথ্যপ্রযুক্তি মুলক ব্লগ
সমস্যা : ল্যাপটপ চালু করার কয়েক মিনিট পর মাউস নিজ থেকেই ওপর-নিচ ও ডানে-বাঁয়ে চলে যায়। ইন্টারনেট থেকে এভাস্ট অ্যান্টিভাইরাস ডাউনলোড করে ল্যাপটপে কোনো ভাইরাস খুঁজে পাইনি।
পিন্টু, রাঙামাটি

- সমাধান : আপনি সঠিক পদ্ধতি অনুসরণ করে আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করুন। এ ছাড়া বাজারে প্রচলিত উন্নতমানের লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাসমুক্ত করুন।
সমস্যা : আমি জিমেইল কম্পোজ মেইল মেসেজ বক্সে সরাসরি ইংরেজি লিখতে পারলেও বাংলা লিখতে পারছি না। আমাকে এমএসওয়ার্ডে বাংলা লিখে কপি করে জিমেইলের কম্পোজ মেইল মেসেজ বক্সে পেস্ট করে বাংলায় মেইল লিখতে হয়।
মোশতাক মেহেদী, ডি/৩৯৩, হাউজিং এস্টেট, কুষ্টিয়া

- সমাধান : ই-মেইলে অনেক সময় বাংলা ফন্ট সাপোর্ট করে না। এ জন্য আপনাকে আলাদা করে এমএসওয়ার্ডে বাংলা টাইপ করে মেসেজ বক্সে পেস্ট করতে হবে।
সমস্যা : আমি পেন্টিয়ামের ডুয়েল কোর ২.৯৩ গিগাহার্জ প্রসেসরচালিত কম্পিউটার ব্যবহার করি। আমার কম্পিউটার চালু করলে ডেস্কটপ ঠিকমতো প্রদর্শন করে কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করলেই হ্যাং হয়ে যায়।
ই-মেইল : md.niaymorshedkhan@yahoo.com

- সমাধান : আপনার কম্পিউটার থেকে স্ক্যানডিস্ক ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন। এ ছাড়া নিয়মিত অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে হবে।
সমস্যা : আমি সাউন্ড ব্লাস্টার লাইভ ৫.১ পিসিআই সাউন্ড কার্ড ব্যবহার করি। কিন্তু উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহারের সময় সাউন্ড কার্ডটি সমর্থন করছে না। এমনকি সাউন্ড কার্ডটির সিডি ড্রাইভারও ইনস্টল হচ্ছে না।
নীরব আল মামুন, মাসুমপুর, সিরাজগঞ্জ

- সমাধান : আপনার নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করে সাউন্ড কার্ড ইনস্টল করুন।
সমস্যা : আমি সিআরটি মনিটর ব্যবহার করি। কম্পিউটারে কাজ করার সময় কিছুক্ষণ পর পর মনিটর নিজ থেকে বন্ধ হয়ে যায়। তবে পুনরায় কম্পিউটার চালু করলে মনিটর চালু হয়।
ই-মেইল : md.tanbirsf@gmail.com

- সমাধান : মনিটরে সমস্যা রয়েছে। নিজ থেকে মনিটর মেরামত সম্ভব নয় বলে আপনি সার্ভিস সেন্টারে মনিটরটি নিয়ে যান।

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৪

কম্পিউটার সমস্যা ও সমাধান : পর্ব ১৩
সমস্যা : আমি কম্পিউটারে উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। আমার কম্পিউটারে ডুয়াল কোর প্রসেসর এবং এক গিগাবাইট ক্ষমতার র‍্যাম থাকলেই কম্পিউটার চালু হতে অনেক বেশি সময় লাগে। আমি নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করলেও সমস্যার কোনো সমাধান হয়নি।
showmik_ctg@ovi.com
সমাধান : আপনার কম্পিউটারে র‍্যামটি সঠিকভাবে সমর্থন দিচ্ছে না। আপনি র‍্যামটি খুলে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আবার সংযোগ দিন। এ ছাড়া হার্ডডিস্কের সি ড্রাইভটি ফরম্যাট করে উইন্ডোজ এঙ্পি ইনস্টল করুন।
সমস্যা : কিছুদিন ধরে আমার কম্পিউটার চালুর ৫-১০ মিনিট পর রিস্টার্ট হয়ে যাচ্ছে। কম্পিউটার আবার চালু করলে ঠিকমতো কাজ করে, কিন্তু আবার রিস্টার্ট হয়। তবে বারবার রিস্টার্ট হওয়ার পর কম্পিউটারে এ ধরনের সমস্যা আর হয় না।
আবিদ হাসান অমি, ধানমণ্ডি, ঢাকা
সমাধান : আপনি প্রথমে কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটি পরিবর্তন করে নিন। এবার প্রসেসরের ফ্যানটি খুলে পুনরায় সঠিক পদ্ধতিতে সংযোগ দিন।
সমস্যা : আমার কম্পিউটারের হার্ডডিস্কে তিনটি ড্রাইভ থাকলেও বর্তমানে মাত্র দুটি ড্রাইভ প্রদর্শন করে। এমনকি মাঝেমধ্যে কম্পিউটারে পেনড্রাইভ সংযোগ দিলে পেনড্রাইভটিও প্রদর্শন করে না।
শহিদ উল মুনির, জুরাইন, পোস্তগোলা, ঢাকা ।
সমাধান : আপনার হার্ডডিস্কটিতে ভাইরাস রয়েছে। আপনি প্রথমে উন্নতমানের লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ব্যবহার করে হার্ডডিস্কটি ভাইরাসমুক্ত করুন। তারপর নতুন করে হার্ডডিস্ক পার্টিশন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে কোনো ওয়ার্ড ফাইল কিছুদিন সেভ করে রাখলেই কম্পিউটারে ব্যবহৃত অ্যান্টিভাইরাস সেটিকে ভাইরাস হিসেবে শনাক্ত করে। এমনকি ভাইরাস ধ্বংস করার পরও সে ফাইলটি খোলা যায় না। রায়হান আহমেদ, সাহেববাজার, রাজশাহী
সমাধান : আপনি কম্পিউটারে যে অ্যান্টিভাইরাস ব্যবহার করেন সেটি সম্ভবত তেমন কার্যকর নয়। মানসম্মত লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করার পাশাপাশি আপনি আবার নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে ভিডিও গেইম অথবা সিনেমা দেখার সময় মনিটরে ছবি আটকে যায় এবং পরবর্তী সময় কম্পিউটার হ্যাং হয়ে যায়। কম্পিউটার আবার চালু করলে ঠিকমতো কাজ করে। তবে মাঝেমধ্যে ‘লো মেমোরি স্পেস’ বার্তা প্রদর্শন করে।
মাসুদুর রহমান, মিরসরাই, চট্টগ্রাম ।
সমাধান : আপনার কম্পিউটারের গ্রাফিঙ্ কার্ডে সমস্যা রয়েছে। আপনি গ্রাফিঙ্ কার্ডটি সঠিকভাবে ইনস্টল করে প্রয়োজনমতো র‌্যামের ক্ষমতা বৃদ্ধি করে নিন।

কম্পিউটার সমস্যা ও সমাধান ০৩

সমস্যা : আমার কম্পিউটারের পাওয়ার সুইচ চালু করার পর সিপিইউ এবং মাউস সংযোগ পেলেও মনিটর এবং কিবোর্ড সংযোগ পায় না। আমার কম্পিউটারে ইন্টেল ডুয়াল কোর ২.৬ গিগাহার্জ গতির প্রসেসর এবং ২ গিগাবাইট র‌্যাম রয়েছে। রাজিব রায়, ১৫১/৪০ হাজারী লেন, চট্টগ্রাম।
- সমাধান : কম্পিউটারের সঙ্গে মনিটরের সংযোগটি সঠিকভাবে দিন। এবার ভিজিএ কেব্ল্টি অন্য মনিটরে লাগিয়ে ঠিক আছে কি না তা পরীক্ষা করুন। একইভাবে মাউসটিও কার্যক্ষম রয়েছে কি না পরীক্ষা করুন। ঠিক না থাকলে পরিবর্তন করতে হবে।
সমস্যা : আমার কম্পিউটারে উইন্ডোজ এঙ্পি ইনস্টল করার সময় বায়োস সেটিংয়ের জন্য পাসওয়ার্ড চায়। বায়োস পাসওয়ার্ড জানা না থাকায় আমি উইন্ডোজ এঙ্পি ইনস্টল করতে পারছি না।
রায়হান শাহরিয়ার, গাজীপুর।

- সমাধান : উইন্ডোজ এঙ্পি সিডি থেকে বায়োসে না গিয়ে উইন্ডোজ ইনস্টল করা সম্ভব। যদি উইন্ডোজ ইনস্টল করতে না পারেন, তবে আপনি মাদারবোর্ড থেকে বায়োসের ব্যাটারিটি কিছুক্ষণ খুলে রাখার পর আবার সংযোগ দিন।
সমস্যা : আমি কম্পিউটারে যেসব ফাইলে ‘ইমেইজ’ এবং ‘ভিডিও’ ফাইল রাখি, সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে ‘থাম্বস’ ফাইল তৈরি হয়ে যায়। এমনকি ‘থাম্বস’ ফাইলগুলো মুছে দিলেও আবার তৈরি হয়।
তৌহিদুর রহমান, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

- সমাধান : আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত বলে এ ধরনের সমস্যা হচ্ছে। আপনি কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করে উন্নতমানের লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
সমস্যা : আমার কম্পিউটারের হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভে পর্যাপ্ত জায়গা খালি থাকলেও বড় আকারে কোনো ফাইল সেইভ হয় না এবং ‘লো ডিস্ক মেমোরি’ প্রদর্শন করে।
শামিম চৌধুরী , জুরাইন, পোস্তগোলা, ঢাকা।

- সমাধান : আপনার হার্ডডিস্কে যতটুকু জায়গা খালি হিসেবে প্রদর্শন করছে, তা আসলে সম্পূর্ণরূপে খালি নেই। এসব স্থানে সম্ভবত লুকানো ফাইল রয়েছে, যার কারণে এ ধরনের সমস্যা হচ্ছে। আপনি হার্ডডিস্কে খালি জায়গা বৃদ্ধিসহ হার্ডডিস্ক ফরম্যাট করুন।
সমস্যা : ভাইরাস স্ক্যান করার সময় আমার কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলকে অ্যান্টিভাইরাস হিসেবে শনাক্ত করে। কিন্তু সেই ফাইলগুলো বেশির ভাগই ওয়ার্ড ফাইল। এ ছাড়া ভাইরাস স্ক্যান করার সময় কম্পিউটার রিস্টার্ট হয়ে যায়। রফিকুল আনোয়ার, মজমপুর, কুষ্টিয়া।

- সমাধান : প্রথমে আপনার কম্পিউটারের সি ড্রাইভটি ফরম্যাট করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। এবার নতুন করে কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইনস্টল করুন।
আপনার যে কোন সার্ভিসিং-এ আমাদের ফ্রি সেবা গ্রহণ করতে পারেন। এখানে আসুন

কম্পিউটার সমস্যা ও সমাধান ০২

সমস্যা : আমি কম্পিউটারে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। আমার কম্পিউটারে ইন্টেল জি৩১ মাদারবোর্ড, ১ গিগাবাইট র‍্যাম এবং ডেলের মনিটর রয়েছে। কিন্তু কম্পিউটারে গেইম খেলার সময় মাঝেমধ্যে মনিটরের স্ক্রিন বন্ধ হয়ে যায়। রাজিব হোসেন, শিক্ষার্থী, ঢাকা কলেজ।
- সমাধান : আপনি কোন ধরনের গেইম খেলার সময় এ ধরনের সমস্যায় পড়েন তা জানাননি। তবে এ ধরনের সমস্যা সাধারণত কম্পিউটারের গ্রাফিঙ্ কার্ডের কারণে হয়ে থাকে। আপনি ৫১২ মেগাবাইট ক্ষমতার গ্রাফিঙ্ কার্ড ব্যবহার করুন।
সমস্যা : সম্প্রতি ল্যাপটপে গেইম খেলার সময় দুই-তিনবার গেইমটির ছবি আটকে যায়। আবার গেইম খেলা গেলেও মনিটরে একধরনের লাল দাগ দেখা যায়। এ দাগ গেইমটির কোনো অংশ না হলেও ল্যাপটপ রিস্টার্ট করার পর দাগটি মনিটরে প্রদর্শন করছে। ধ্রুব চক্রবর্তী, ইমেইল : drhobochakraborty@yahoo.com

- সমাধান : আপনি যে গেইমটি খেলেন, সে গেইমটি আপনার ল্যাপটপের গ্রাফিকস কার্ড এবং প্রসেসর সমর্থন করে কি না তা দেখে নিন। যদি সমর্থন করে তা হলে ল্যাপটপে ব্যবহার করা অপারেটিং সিস্টেমটি নতুন করে ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটারে কাজ করার সময় একধরনের শব্দ হতে থাকে। ইউএসবি ডাটা কেব্ল্ কম্পিউটারের সঙ্গে সংযোগ দিলে যেমন শব্দ হয়, এ শব্দটি অনেকটা সে ধরনের হয়ে থাকে। এর পরই কম্পিউটার হ্যাং হয়ে যায়।
রনি ফাহিম, ইমেইল : ৎড়হুভধযরস২৯@ুধযড়ড়.পড়স

- সমাধান : আপনি কম্পিউটারের মাদারবোর্ডে প্রসেসরের সঙ্গে থাকা ফ্যানটি খুলে পরিষ্কার করে আবার সঠিকভাবে সংযোগ দিন। এরপর র‌্যাম স্লট থেকে র‌্যামটি খুলে স্লটটি এবং র‌্যামটি পরিষ্কার করে আবার সংযোগ দিন।
সমস্যা : কম্পিউটারে কোনো ওয়ার্ড ফাইল তৈরি করে কাজ শেষে সেইভ করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে একই নামে দুইটি ফাইল সেইভ হয়। তবে পরবর্তী সময়ে একটি ফাইল খোলা গেলেও অন্য ফাইলটিতে ক্লিক করলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। মাঝেমধ্যে কম্পিউটার চালুই হয় না। শাহজাহান কবির, বাইপাইল, সাভার

- সমাধান : আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত। সবচেয়ে ভালো হয় আপনি হার্ডডিস্কটি নতুন করে ফরম্যাট করে আবার উইন্ডোজ এঙ্পি ইনস্টল করুন। উন্নতমানের লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ইনস্টল করে হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভ ভাইরাসমুক্ত করতে হবে।
সমস্যা : কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড দিলে আমি যে ডকুমেন্ট প্রিন্ট দিতে আগ্রহী সে ডকুমেন্ট প্রিন্ট হওয়ার বদলে অন্য ডকুমেন্ট প্রিন্ট হয়। এ ধরনের সমস্যা বেশির ভাগ সময় একাধিক পেইজের ডকুমেন্ট প্রিন্ট করার সময় হয়ে থাকে।
তানভির আহমেদ , ঝিকরগাছা, যশোর

- সমাধান : আপনার ব্যবহৃত প্রিন্টারটি নতুন করে সেটআপ করুন। এ ছাড়াও প্রিন্ট কমান্ড দেওয়ার সময় সঠিক কমান্ড দেওয়া হচ্ছে কি না সে দিকে লক্ষ রাখুন।
সমস্যা : আমার কম্পিউটার চালু করার সময় ডিভিডি ড্রাইভ নিজে থেকেই খোলে এবং বন্ধ হয়। আমি কয়েকবার অপারেটিং সিস্টেম পরিবর্তন করেছি, কিন্তু সমস্যার সমাধান হয়নি।
তপু হোসেন, ইমেইল : ঃড়ঢ়ঁযড়ংংধরহ২১@ড়ার.পড়স

- সমাধান : আপনার ডিভিডি রমটির সংযোগগুলো খুলে আবার সঠিকভাবে লাগান। দেখুন কাজ হচ্ছে কি না, যদি না হয় তাহলে বুঝতে হবে ডিভিডিটিতে হার্ডওয়্যারগত সমস্যা রয়েছে।
আপনার যে কোন সার্ভিসিং-এ আমাদের ফ্রি সেবা গ্রহণ করতে পারেন। এখানে আসুন

কম্পিউটার সমস্যা ও সমাধান

সমস্যা : আমার কম্পিউটার চালু ও বন্ধের সময় প্রায় সাত মিনিট লেগে যায়। আমার কম্পিউটারে ২.৫ গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম ও ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক রয়েছে। আমি উইন্ডোজ এঙ্পি ও ভিস্তা অপারেটিং সিস্টেম ইনস্টল করলেও সমস্যার সমাধান হয়নি।
মোহাম্মদ সাগর, যাত্রাবাড়ী, ঢাকা।
- সমাধান : আপনার হার্ডডিস্কের সি ড্রাইভের আকার যদি বেশি হয়, তাহলে অনেক সময় এ ধরনের সমস্যা হতে পারে। আপনি সি ড্রাইভ ফরম্যাট করে নতুনভাবে উইন্ডোজ এঙ্পি ইনস্টল করুন। প্রয়োজনে র‌্যামের ক্ষমতা বাড়িয়ে নিন।
সমস্যা : আমার কম্পিউটার বন্ধ করার জন্য টার্ন অফ করলে শাট ডাউন মেসেজ দেখা যায়, কিন্তু কম্পিউটার বন্ধ হয় না। অনেকবার টার্ন অফ করার পর কস্পিউটার বন্ধ করা যায়।
ফয়সাল হোসেন
বাইপাইল, সাভার।
- সমাধান : কম্পিউটারে ভাইরাসজনিত কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। আপনি হার্ডডিস্কের সি ড্রাইভ ফরম্যাট করে আবার উইন্ডোজ ইনস্টল করুন।
সমস্যা : আমার কম্পিউটারে ভিডিও দেখা গেলেও গান শোনার সময় কোনো শব্দ হয় না। তবে গেইম খেলার সময় ঠিকমতো শব্দ শোনা যায়। মাঝে মাঝে কম্পিউটার হ্যাং হয়ে যায়।
মাহফুজুর রহমান , শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- সমাধান : আপনি যে প্লেয়ার দিয়ে গান শুনছেন, সেটির সাউন্ড অপশন সম্ভবত অফ করা রয়েছে। সাউন্ড অপশনটি অন করে দিন। কাজ না হলে নতুন করে প্লেয়ারটি আন-ইনস্টল করে ইনস্টল করুন।
সমস্যা : কম্পিউটার দীর্ঘক্ষণ ব্যবহার করলে মনিটর ও সিপিইউ খুব গরম হয়ে যায়। এ সময় কম্পিউটারের কাজের গতি খুব কমে যায়। মাঝেমধ্যে মনিটর থেকে গন্ধও বের হয়।
রেজা আহমেদ, জুরাইন, পোস্তগোলা
ঢাকা।
- সমাধান : আপনার মনিটরটিতে সমস্যা রয়েছে। আপনি প্রসেসরের ফ্যানটি খুলে পরিষ্কার করে ফ্যানের গায়ে কুলিং পেস্ট লাগিয়ে আবার সংযোগ দিন।
সমস্যা : আমার কম্পিউটারের হার্ডডিস্কে তিনটি ড্রাইভ থাকলেও বর্তমানে একটি ছাড়া অন্য ড্রাইভগুলোতে ঢোকা যায় না। এমনকি মাঝেমধ্যে ড্রাইভগুলো প্রদর্শনও করে না। এ সময় রিস্টার্ট দিলে কম্পিউটার একবারে চালু হয় না।
শারমিন আক্তার
হালিশহর, চট্টগ্রাম।
- সমাধান : আপনার কম্পিউটারে ভাইরাস রয়েছে। আপনি উন্নতমানের হালনাগাদ সংস্করণের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। প্রয়োজনে নতুন করে হাডডিস্ক পার্টিশন করুন।
আপনার যে কোন সার্ভিসিং-এ আমাদের ফ্রি সেবা গ্রহণ করতে পারেন। এখানে আসুন

বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ১৩টি বাংলা ওয়েব সাইট ২০১২

আমি এলেক্সা র‍্যাঙ্কিং এর উপরে ভিক্তি করে ২০টি বাংলা সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। পরিচয় করিয়ে দিবো বললে ভুল হবে। এই ২০টি বাংলা ওয়েব সাইট বাংলাদেশের সব থেকে জনপ্রিয়, সব থেকে এগিয়ে আছে, সকলের পছন্দের ওয়েব সাইট। এলেক্সা পৃথিবীর সকল ওয়েব সাইটের র‍্যাঙ্কিং নিয়ে কাজ করে থাকে। জনপ্রিয় সাইট মানেই এই ওয়েব সাইট গুলোতে ভিসিটর এর উপচে পরা ভীর জমে থাকে। ভিসিটর যত বেশি এলক্সা র‍্যাঙ্কিং এর সেই সাইট তত বেশি জনপ্রিয়। সেই ভিক্তিতে শুধুমাত্র বাংলাদেশ দেখে ভিসিট করা ওয়েব সাইট গুলোর লিস্ট এটি। চলুন দেখি তাহলে বাংলাদেশের সর্বসেরা ২০টি ওয়েব সাইট। এখানে বাংলাদেশের সকল প্রকার বাংলা ওয়েব সাইট গুলো তুলে ধরা হয়েছে। এখন প্রতিদিন বাংলাতে অনেক অনেক সাইট তৈরি হচ্ছে। সেই সকল হাজার হাজার সাইটের মাঝে এখানের ২০টি সাইট সব থেকে এগিয়ে আছে পুরো বাংলাদেশের মাঝে বাংলাভাষার।
১। prothom-alo.com
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১ নং এ। দৈনিক পত্রিকার এর ওয়েব সাইট এর ওয়ার্ড র‍্যাঙ্ক হল globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট |
২। bdnews24.com
বাংলাদেশের সমস্ত নিত্য নতুন খবরা খবর এর জমজমাট একটি স্থান এটি। সব সময় সবার আগে সর্বশেষ নিউজ পাবেন এখানে। অবশ্যই একবার ভিসিট করে দেখুন।
৩। banglanews24.com
এটিও একটি জমজমাট খবরের ওয়েব সাইট। সকল প্রকার খবর পাবেন এখানে।
৪। somewhereinblog.net
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ২ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ১নং বাংলা ব্লগ। অসাধারণ একটি বাংলা ব্লগ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্লগিং করতে আসে।
৫। techtunes.com.bd
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৫ নং এ। এখানে প্রতিদিন ৫-৬ হাজার ভিসিটর আসে। বাংলাদেশের সর্ব প্রথম টেকনোলজি ব্লগ এটি। [আমার জানা মতে] এই সাইট টি গত ৫ বছর যাবত বাংলাদেশের রাজত্য করছে নিজেদের য্যগতা দিয়ে। আমরা আশাবাদী এভাবেই টেকটিউন্স আমাদের সাথে থাকবে ও আমাদের কে আরো সুযোগ করে দিবে নিজেদের প্রতিভা তুলে ধরতে।
৬। bdjobs.com
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৩ নং এ। চাকরি খুঁজে পাবার এক অসাধারণ ওয়েব সাইট এটি।
৭। barta24.net
এটিও একটি জমজমাট খবরের ওয়েব সাইট। সকল প্রকার খবর পাবেন এখানে।
৮। grameenphone.com
গ্রামিন ফোনের সকল প্রকার তথ্য এখানে পেতে পারেন।
৯। clickbd.com
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৮ নং এ আছে। ক্রয় বিক্রয় অ বিজ্ঞাপন এর এক অসাধারণ নাম ক্লিক বিডি। ই কমার্সের এক চমৎকার উদাহরণ এই সাইট টি।
১০। mzamin.com
এটি মানব জমিন পত্রিকার ওয়েব সাইট। পত্রিকা পড়তে চাইলে এখুনি অনলাইনে ঘুরে আসুন।
১১। qubee.com.bd
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৩ নং এ আছে। দেশের ওঁই ফাই ইন্টারনেট এর সুবিধা দিয়ে যাচ্ছে এই কোম্পানি। বিস্তারিত জানতে সাইট ভিসিট করুন।
১২। cellbazaar.com
বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৭ নং এ আছে। ক্রয় বিক্রয় করার এক অসাধারণ নাম সেল বাজার।
১৩। tunerpage.com
সম্পূর্ণ বাংলা টেকনোলজি ভিক্তিক একটি ব্লগ। বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৩ নং এ। বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ৩নং ব্লগ। অবিশ্বাস হলেও সত্যি এই ব্লগ এর জন্ম মাত্র ১বছর আগে। এই ১বছরে এই ব্লগটি তাদের অসাধারণ প্রতিভা দেখিয়ে এখন অনেক সামনে চলে এসেছে। মজার ব্যপার হল এই ব্লগটির এতটাই নতুন যে এখনো অনেকেই নাম ই জানে না। তবুও এখানে প্রতিদিন ১৩-১৫ হাজার ভিসিটর আসেন। প্রযুক্তি বিষয়ক এই ব্লগে যে কেউ লিখা লিখি করতে পারে। টেকনোলজি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ।

COUNTER W