Thursday, March 8, 2012

নাটকীয় ম্যাচে শিরোপা অস্ট্রেলিয়ার

শেষ হাসি শেষ পর্যন্ত হাসল অস্ট্রেলিয়া। গতকাল বৃহস্পতিবার লো স্কোরিং ম্যাচে বোলারদের শিহরণ জাগানিয়া নৈপুণ্যে তারা জিতে নিলো কমনওয়েলথ ত্রিদেশীয় সিরিজ। ম্যাচে নাটকীয়তা ছিল। কিন' অসি বোলারদের সামনে পেরে ওঠেনি চমক সৃষ্টি করার অন্যতম দল শ্রীলঙ্কা। তারা হেরে গেছে ১৬ রানে। অ্যাডিলেডের ওভাল ট্র্যাক প্রথমে ব্যাট করতে নামা অসি ব্যাটসম্যানদের তেমন সহায়তা করেনি। ফলে তিন ফাইনালের শেষ ফাইনালে ক্লার্ককে ছাড়া খেলতে নামা অস্ট্রেলিয়া ২৩১ রানের বেশি করতে পারেনি। অস্ট্রেলিয়া যে শিরোপা জয় করবে, এমন স্কোর দেখে কেউই ধারণা করেননি। কিন' চমক যে জমা ছিল অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সময়। তাদের পেসার ম্যাককে শ্রীলঙ্কার শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে আউট করলে তারা ২১৫ রানে গুঁড়িয়ে যায়। উপল থারাঙ্গা ৭১ রানের মনমাতানো ইনিংস খেললেও তার দলকে জয়ী করার জন্য যথেষ্ট ছিল না। থিরিমান করেন ৩০ রান। এরপর অন্য কোনো ব্যাটসম্যানেরা তেমন রান করতে পারেননি। অস্ট্রেলিয়া যখন জয়ের আনন্দে মেতে উঠল তখনো বল বাকি ছিল ৭টি। অস্ট্রেলিয়ার এই জয়ের মূল নায়ক হচ্ছেন ম্যাককে। তিনি দলের বিপর্যয়ের মুখে ৩২ বলে ২৮ রানের একটি ইনিংস খেলেন। আর বল হাতে যা করলেন তা তো ইতিহাস। ম্যাককের পাশাপাশি ব্রেট লি ৫৯ রানে নেন ৩ উইকেট। অধিনায়ক শেন ওয়াটসন ১৩ রানে নেন ২টি উইকেট। এর আগে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে। শুরুটা তারা ভালোই করেছিল। আগের দুই ম্যাচে সেঞ্চুরিয়ান ওয়ার্নার ও ওয়েড শ্রীলঙ্কার বোলারদের দেখেশুনে খেলেন। ধীরে ধীরে রানের গতি বাড়তে থাকে। কিন' দুর্ভাগ্য ওয়ার্নারের। তিনি মাহরুফের বলে ক্যাচ তুলে দেন সাঙ্গাকারার হাতে। তার ইনিংস আটকে যায় ৪৮ রানে। এরপর বেশিদূর দলকে নিয়ে যেতে পারেননি ক্লার্কের বদলে অধিনায়কত্ব করা ওয়াটসন। তিনি করেন ১৯ রান। ম্যাথু ওয়েড ১ রানের জন্য হাফ সেঞ্চরি করতে পারেননি। তার পরেই ব্যাটিং বিপর্যয়। ডেভিড হাসি, মাইক হাসি ও পিটার ফরেস্ট যখন প্যাভিলিয়নে ফিরে যান, তখন স্কোরবোর্ডে ১৩৫। উইকেট গেছে ৫টি। এরপর ব্রেট লি ও ম্যাককে কিছুটা দৃঢ়তা দেখালে অস্ট্রেলিয়ার ইনিংস ২৩১ রানে শেষ হয়। লঙ্কান বোলারদের মধ্যে পারভেজ মাহরুফ ৪০ রানে ৩ উইকেট নেন। নুয়ান কুলাসেকারা নেন ২ উইকেট। রান দিয়েছেন তিনি ৪০টি।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনমন

ফিফা র‌্যাংকিংয়ে সাত ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। জুরিখ থেকে প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬৪তম স্থানে। আগের মাসে বাংলাদেশ ছিল ১৫৭তম স্থানে। সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা নেপাল (১৫৩) এমনকি ভারতেরও (১৫৮) অবনমন ঘটেছে র‌্যাংকিংয়ে। তবে বিশ্ব র‌্যাংকিংয়ে ঠিকই শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। জার্মানিকে হটিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে হল্যান্ড। জার্মানি রয়েছে তৃতীয় স্থানে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল ডাচরা। যে কারণে তাদের র‌্যাংকিংয়ে উন্নতি। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-১ গোলে তৃতীয় স্থানে চলে আসে জার্মানরা। দিয়েগো ফোরলান আর লুইস সুয়ারেজের দল উরুগুয়ে রয়েছে চতুর্থ স্থানে। দুই ধাপ এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল চলে এলো পাঁচ নম্বরে। তিন ধাপ এগিয়ে আর্জেন্টিনা এসেছে আট নম্বরে।

অস্ট্রেলিয়াই হাসল শেষ হাসি

১৭৭ রানে সাত উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন ধুঁকছে, তখন ৪০ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়ে স্কোরটাকে কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে গিয়েছিলেন ব্রেট লি ও ক্লিন্ট ম্যাকাই। এরপর বল হাতেও শ্রীলঙ্কাকে হতাশায় ডোবালেন এই দুই পেসার। ২৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২১৫ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। মাত্র ২৮ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন ম্যাকাই। ব্রেট লি পেয়েছেন তিন উইকেট। আর ১৬ রানের জয় দিয়ে তিন ম্যাচের ফাইনালে ২-১ ব্যবধানে শিরোপা জয়ের আনন্দে মেতেছে অসিরা।
জয়ের জন্য ২৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যেই দলের প্রধান চার ব্যাটসম্যান দিলশান, সাঙ্গাকারা, চান্দিমাল ও জয়াবর্ধনের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর একমাত্র উপুল থারাঙ্গা ছাড়া আর কেউ অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের মুখে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১২২ বলে ৭১ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন থারাঙ্গা।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই অসি ওপেনার ম্যাথু ওয়াডে ও ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৭৫ রান। ১৪তম ওভারে ৪৮ রান করে মাহরুফের শিকারে পরিণত হন ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ওয়াটসনের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে আরও ৪০ রান যোগ করেছিলেন ওয়াডে। ৭৪ বলে ৪৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলেছেন তিনি। তাঁর বিদায়ের পর আর কোনো বড় জুটি গড়তে পারেননি অসি ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে একে একে বিদায় নেন ওয়াটসন (১৯), মাইক হাসি (১), পিটার ফোরেস্ট (৩), ডেভিড হাসি (১৯) ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান (১৯)। অষ্টম উইকেটে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ২০০ রানের কোটা পূরণ করেন ব্রেট লি (৩২) ও ক্লিন্ট ম্যাকাই (২৮)। শেষ পর্যন্ত তিন বল হাতে রেখেই ২৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ান ইনিংস। ওয়েবসাইট।

COUNTER W