Wednesday, June 27, 2012

মাত্র দুইটা কমান্ড লিখে উইন্ডোজ সেভেনে/ এইটে পেনড্রাইভ বুটেবল করুন, চাইলেই পারবেন :p


পেনড্রাইভ বুটেবল করার কয়েকটা রাস্তা আছে, আজ আমি দেখাবো, যেভাবে আমি করি, খুব সহজ, এর থেকে সহজ পদ্ধতি আমি দেখিনি, কোনও পোস্টও দেখিনি এই ওয়ে নিয়ে, কমান্ড দিয়ে দুইভাবে করা যায়, একটা নিয়ে পুদিনা পাতা লিখেছে, আমি অন্য একটা ওয়ে নিয়ে লিখবো, ভালো লাগবে আশা করি icon biggrin মাত্র দুইটা কমান্ড লিখে উইন্ডোজ সেভেনে/ এইটে পেনড্রাইভ বুটেবল করুন, চাইলেই পারবেন :p

Step 01

সবার আগে যে iso টা আছে, তাতে ডাবল ক্লিক করুন, ফলে সেটা মাউনট হয়ে যাবে, একটা নিউ রিমুভেবল ড্রাইভ তৈরি হবে।।
নিচের ছবিতে একটা আমার মাউনট করা iso , আরেকটা পেনড্রাইভ।।

b1 মাত্র দুইটা কমান্ড লিখে উইন্ডোজ সেভেনে/ এইটে পেনড্রাইভ বুটেবল করুন, চাইলেই পারবেন :p

Step 02


এবার স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখে সার্চ দেন, কমান্ড প্রম্পট চলে আসবে, রাইট ক্লিক করে “Run as Administartor” হিসেবে চালু করুন, এটা কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে সফল হবেন না, আমি উইন্ডোজ এইটে করেছি তাই নিচের ছবির মত আসবে।

Screenshot 14 মাত্র দুইটা কমান্ড লিখে উইন্ডোজ সেভেনে/ এইটে পেনড্রাইভ বুটেবল করুন, চাইলেই পারবেন :p

Step 03


এবার আমরা নিচের ছবির মত কাজ করবো, মাউনট করে যে ড্রাইভ তৈরি হয়েছে, সে ড্রাইভের নাম লিখতে হবে, যেমন আমার D ড্রাইভে তৈরি হয়েছে তাই আমি লিখেছি D:   [কলন দেয়া জরুরী]

Screenshot 15 মাত্র দুইটা কমান্ড লিখে উইন্ডোজ সেভেনে/ এইটে পেনড্রাইভ বুটেবল করুন, চাইলেই পারবেন :p

তারপর কমান্ড প্রম্পটে লিখবো  cd boot  [মাঝে স্পেস আছে, লিখে এন্তার দিবো]।  তার নিচের লাইনে লিখবো, bootsect.exe  /nt60 G:   [এখানে স্পেস লাগবে ও G আমার পেনড্রাইভের লোকেশন, আপনারটা অন্যরকম হতে পারে]

Screenshot 16 মাত্র দুইটা কমান্ড লিখে উইন্ডোজ সেভেনে/ এইটে পেনড্রাইভ বুটেবল করুন, চাইলেই পারবেন :p

এন্তার দিলে একটু কাজ হবে তারপর আপনাকে নিচের ছবির মত মেসেজ শো করবে, আপনি সফল,এরপর কমান্ড প্রম্পট কেটে দিন।

Screenshot 17 মাত্র দুইটা কমান্ড লিখে উইন্ডোজ সেভেনে/ এইটে পেনড্রাইভ বুটেবল করুন, চাইলেই পারবেন :p

Step 04


এবার মাউনট করা ড্রাইভে ঢুকে যত ফাইল ফোল্ডার আছে, তা ctrl+a দিয়ে সিলেক্ট করে ctrl+c দিয়ে কপি করুন ও পেনড্রাইভে ঢুকে ctrl+v দিয়ে পেস্ট করুন, কাজ শেষ, হয়ে গেল পেনড্রাইভ বুটেবল।।
ছবি বুঝতে কষ্ট হলে ছবির উপরে রাইট ক্লিক করে “Open image in a new tab” দিন, ভালো বুঝতে পারবেন।

সহজ না? icon wink মাত্র দুইটা কমান্ড লিখে উইন্ডোজ সেভেনে/ এইটে পেনড্রাইভ বুটেবল করুন, চাইলেই পারবেন :p  একটু তাড়াহুড়ায় ১৫ মিনিটে পোস্ট করলাম, কিছু না বুঝলে জানাবেন।।

COUNTER W