Saturday, February 11, 2012

জয়ের জন্য মরিয়া ভারত ও অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক
কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সীমিত ওভারের সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া যে নাটকীয় জয় পেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাতে তাদের মানসিক দৃঢ়তা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। ক্যাঙ্গারুদের পক্ষে যে অনেক কিছু করা সম্ভব সেটাই প্রমাণিত হলো। ক্রিকেটে তারা শেষ পর্যন্ত হাল ছাড়ে না। আজ রোববার অ্যাডিলেডে ত্রিদেশীয় সিরিজে অসিরা মোকাবেলা করবে ভারতকে। কমনওয়েলথ ব্যাংক সিরিজের প্রথম রাউন্ড শেষ। আজ থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। অসিরা প্রথম রাউন্ডে ২ ম্যাচে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ভারত ২ ম্যাচের ১টি জিতেছে। তাদের পয়েন্ট ৪।
অসিরা এ ম্যাচেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে চায়। তবে তারা তরুণদের ওপরেই বেশি নির্ভর করবে। কুইন্সল্যান্ডের পিটার ফরেস্ট অথবা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মিশেল মার্শকে নেয়া হতে পারে। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাইক হাসিকে বাদ দেয়া হয়েছে। পেসার জেন হিলফেনহাসও বাদ পড়েছেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আমরা খুব বেশি ভালো খেলিনি। বলা যায় সৌভাগ্যক্রমে জিতে গেছি। ব্যাটিং ভালো হয়নি। একই ঘটনার পুনরাবৃত্তি যেন ভারতের বিপক্ষে ম্যাচে না হয় সেদিকে জোর দেন তিনি। টপঅর্ডার থেকে শুরু করে মিডলঅর্ডার প্রত্যেকের কাছ থেকে তিনি রান প্রত্যাশা করেন। সীমিত ওভারের ম্যাচে ২৮০-৩০০ রান না হলে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যায় না। অস্ট্রেলিয়া একজন ব্যাটসম্যানকে নিয়েই বেশি চিন্তা করছে। অভিজ্ঞ ব্যাটসম্যান রিকি পন্টিং নিজেকে এখনো মেলে ধরতে পারেননি। তার কাছ থেকেই সবার প্রত্যাশা বেশি। উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকেও জ্বলে উঠতে হবে। ক্যাঙ্গারুরা এ ম্যাচ জয়ে শতভাগ আশাবাদী। তারা বেশ উৎফুল্ল মেজাজেই রয়েছে।
ভারতের দুঃস্বপ্ন যেন কাটছেই না। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের এখনো মেলে ধরতে পারছেন যেন ইনব্লু খ্যাত ভারত। মহেন্দ্র সিং ধোনি বাহিনী ১ ম্যাচ জিতলেও খুব যে স্বাচ্ছন্দ্যে আছে তা নয়। উপরন' দলের নির্বাচনী প্রক্রিয়া নিয়েও দ্বন্দ্ব ও সঙ্কটে রয়েছে। তারা কি আজকের ম্যাচে দুুইজন স্পিনার নাকি দুইজন মিয়িাম পেসার নিয়ে খেলাবে তা নিয়েই ভাবছে।
লেগ স্পিনার রাহুল শর্মাকে দলে রাখা হলেও তাকে চূড়ান্ত একাদশে রাখা হবে কি না তা নিশ্চিত নয়। ফিটনেস পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তাকে। দলে এই মুহূর্তে ভরসা অফস্পিনার রবিন্দ্র আশ্বিন। পেস আক্রমণে জহির খান অথবা বিনয় কুমার- যে কোনো একজন সুযোগ পেতে পারেন।
ভারতের ব্যাটিং অর্ডার নিয়েও চিন্তা রয়েছে। শেওয়াগ, গম্ভীর, শচিন, বিরাট কোহলি, রোহিত শর্মা- এ পাঁচ ব্যাটসমানকে সেরা নৈপুণ্য প্রদর্শন করতেই হবে। ভারতকে একেবারে শুরুতেই নান্দনিক সূচনা করতে হবে। ব্যাটিংয়ে ঝড় তুলতে হবে। এ তো গেল খেলোয়াড়দের নিয়ে আলোচনা। ম্যাচ হবে কি না তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। কারণ প্রকৃতির বিরূপ আচরণ। অ্যাডিলেডে গত দুই দিন বৃষ্টি হয়েছে। আবহাওযা বেশ ঠাণ্ডা। আশা করা যাচ্ছে আজ সুষ্ঠু ও সুন্দর মতোই ম্যাচ হবে। সূত্র : ক্রিকেট ডটকম।

No comments:

Post a Comment

COUNTER W