Tuesday, June 19, 2012

বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!


“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ আপনাদের আমি বাংলা এর পরিপূর্ণ সমাধান দিবো ইনশাল্লাহ। আমি দুইটা পদ্ধতি দেখাবো। একটা শর্টকাট পদ্ধতি আরেকটি বিস্তারিত। আমরা সাধারনত ব্রাউজার এ বাংলা ফন্ট নিয়ে ঝামেলায় পড়ি তাই আমি ব্রাউজার এর আলোকে সমাধান দিবো। কিন্তু বিস্তারিত পদ্ধতি ফলো করলে আপনার পিসিতেও বাংলার কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি।
012 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
প্রথমেই যাদের বাংলা ফন্ট নাই তারা এখান থেকে ডাউনলোড করে নিন যেন পড়ে সমস্যা না হয়। সিয়াম রুপালি ফন্টটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
অনেক ওয়েব সাইটে সোলায়মান লিপি ফন্টটি ব্যাবহার করা হয়ে থাকে। এটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
ডাউনলোড করা শেষ হলে ফন্টগুলো কপি করুন তারপর  Start >>Control panel >>Fonts >>এ Paste করুন।
অথবা
নিচের লিঙ্ক থেকে ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট ডাউনলোড করে ডাবল ক্লিক করে শুধু ইন্সটল করুন, আর কিছুই করতে হবে না আপনাকে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট স্থানে ইন্সটল হয়ে যাবে ফন্টগুলো।
ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
এভার সরাসরি পদ্ধতি শুরু করি চলুন। আপনাদের সুবিধার জন্য আলাদা আলাদা ব্রাউজার নিয়ে আলোচনা করব। যেন যার যেটা দরকার নিয়ে নিতে পারেন। icon razz বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!

শর্টকাট পদ্ধতিঃ-

(Mozilla Firefox) মজিলা ফায়ারফক্সঃ-
►► প্রথমে ফায়ারফক্স এর Menu Bar থেকে Tools এ ক্লিক করুন।
►► Options এ ক্লিক করুন।(একটি উইন্ডো ওপেন হবে)
►► উপরের টুলসবার থেকে Content এ ক্লিক করুন।
►► Advanced বাটন এ ক্লিক করুন।
►► Fonts For থেকে Bengali সিলেক্ট করে দিন।
►► সবগুলু অপশন্‌স থেকে Siyam Rupali/SulaimanLipi সিলেক্ট করে দিন।
►► ফন্ট Size 16 করে দিন।
►► একদম নিচে  ”Default Character Encoding” থেকে  ”Unicode (UTF-8)” সিলেক্ট করে দিন।
*** OK ক্লিক করে সেটাপ Complete করে নিন। ব্রাউজার রিস্টার্ট দিন, এভার আর বাংলা দেখতে সমস্যা হবে না মজিলাতে। icon biggrin বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!

(Google Chrome & Iron) গুগল ক্রম এবং আইরনঃ-
►► একদম উপরের দান পাশে রেঞ্জ এর মত দেখতে সেটিংস এ ক্লিক করুন ।
02 160x60 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Settings/Options এ ক্লিক করুন।
►► উপরের ডান পাশে Search Settings বক্সে লিখুন font.
03 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Customize fonts… এ ক্লিক করুন।
►► Standard font থেকে Siyam Rupali সিলেক্ট করে দিন। এর নিচে থেকে টেনে ফন্ট সাইজ 16 করে দিন। আপনার চোখ দিয়ে আরও বড় বড় করে দেখেতে চাইলে আরও বড় করে দিন। আপনার ইচ্ছা। icon razz বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Sans-serif font থেকে Siyam Rupali সিলেক্ট করে দিন।
►► Minimum font size টেনে 10 করে দিন। আপনার লাগলে আরও বড় করতে পারেন। icon razz বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Encoding থেকে Unicode (UTF-8) সিলেক্ট করে দিন।
*** OK ক্লিক করে বের হয়ে ব্রাউজার রিস্টার্ট দিন। আর নির্ভেজাল বাংলা দেখুন আপনার গুগল ক্রম /আইরন এ।

►►► আমার মনে হয় আর কোন ব্রাইজার এর লাগবে না। কারন বাকিগুলো পচা ব্রাইজার। আবার মাইন্ড কইরেন না। তারপর ও আরও দুইটা ব্রাউজার নিয়ে লিখি। icon wink বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!  ◄◄◄

(Internet Explorer) ইন্টারনেট এক্সপ্লোরারঃ-
►► Tools menu/Options থেকে ”Tools navigation Internet Options” তে ক্লিক করুন।
►► একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Fonts এ ক্লিক করুন।
►► Language Scripts/Fonts/Alphabet থেকে Bengali সিলেক্ট করুন।
►► Web Page Font থেকে Siyam Rupali/SolaimanLipi সিলেক্ট করুন।
*** Ok ক্লিক করে আবার Ok দিয়ে বের হয়ে আসুন। ব্রাউজার রিস্টার্ট দিন আর বাংলা দেখুন।

(Safari) সাফারিঃ-
►► সাফারি ওপেন করে Edit navigation Preferences এ যান।
►► Appearance এ ক্লিক করুন।
►► Standard Font and Fixed-Width Font থেকে Siaym Rupali/SolaimanLipi সিলেক্ট করুন দুই জায়গা থেকেই।
►► Default Encoding এ ক্লিক করে Unicode (UTF-8) সিলেক্ট করে বক্স ক্লোজ করে দিন।
*** ব্রাউজার রিস্টার্ট দিয়ে দেখুন বাংলা।
►►► শর্টকাট পদ্ধতি শেষ। এতে করে আপনাদের আর বাংলা দেখতে সমস্যা হবার কথা না। বাংলা লিখতে অভ্র ব্যাবহার করুন। এর পরও আপনাদের বাংলা এর সমস্যা হলে এভার চলুন বিস্তারিত পদ্ধতিতে। ◄◄◄

বিস্তারিত পদ্ধতিঃ-

*** এ পদ্ধতিতে আপনাদের আমি মজিলার আলোকে আলোচনা করব। মজিলা এর বাংলা সমস্যাতো থাকবেই না আপনাদের পিসিতেও বাংলার কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি।

প্রথমে যাদের অভ্র নেই ডাউনলোড করে নিন অভ্র এর অফিসিয়াল লিঙ্ক থেকে। অভ্র ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
অথবা
ডাইরেক্ট এক ক্লিক এ ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।

►► ডাউনলোড এর পর অভ্র ইন্সটল করে নিন।
►► সিস্টেম ট্রে থেকে অভ্র এর আইকন এ মাউসের রাইট বাটন ক্লিক করে Tools থেকে iComplex: Install complex script support in windows নির্বাচন করুন।
04 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► আপনি Windows XP ব্যাবহারকারী হয়ে থাকলে যদি অভ্র ইন্সটল করার সময়েই icomplex ইন্সটল করে থাকেন তাহলে Install Complex Scripts অপশনসটি নির্বাচন করতে পারবেন না ঝাপসা দেখাবে নিচের চিত্রের মত।
05 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► আপনি যদি Windows 7 ব্যাবহার করে থাকেন তাহলে Install Complex Scripts অপশনসটি নির্বাচন করতে পারবেন না, নিচের চিত্রের মত Error দেখাবে।
06 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► এর অর্থ হল এ ধাপগুলো আপনার পিসিতে সম্পন্ন করতে হবে না। পরবর্তী ধাপগুলো অনুসরন করুন।
►► একই ভাবে সিস্টেম ট্রে থেকে অভ্র আইকন এ মাউসের রাইট বাটন এ ক্লিক করে Tools থেকে Font Fixer: Set default Bangla font নির্বাচন করুন।
07 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Font Name বক্স থেকে Siyam Rupali সিলেক্ট করে Fix It বাটনে ক্লিক করুন। এভার আপনার পিসি রিবুটের/রিস্টার্ট এর অনুমুতি চাইবে, অনুমুতি দিন।
►► রিস্টার্ট এর পর মজিলাতে প্রবেশ করুন। সেখান থেকে Tools >>Option >>Content >>Advanced নির্বাচন করুন।
►► নিচের ধাপটি খুব গুরুত্বপূর্ণ, ঝকঝকে বাংলার জন্য নিচের ধাপটি সম্পন্ন করতে হবে আপনাকে।
►► নিচের চিত্রের মত করে সিলেক্ট করে নিন। Fonts For বক্সটিতে নির্বাচন করুন Bengali.
08 160x140 বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
►► Proportional হবে Serif.
►► Serif, Sans-Serif, Monospace এই তিনটি বক্সের প্রত্যেকটিতে নির্বাচন করুন Syam Rupali.
►► Size, Size এবং Minimum Font Size প্রত্যেকটি ঘরে হবে 16.
►► Encoding Character Default: বক্স থেকে Unicode (UTF-8) নির্বাচন করুন।
►► “Allow pages to choose their own font, instead of my selections above” লেখাটির বাম পাশের বক্স থেকে টিক উঠিয়ে দিন।
[[[ ১০০% সচ্ছ বাংলা দেখার জন্য এই অপশনটি অক্ষম (Disable) করে রাখা হয়েছে। আপনি চাইলে টিক সাইন না উঠিয়ে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে ফেসবুক ছাড়া অন্য ওয়েব সাইটের বাংলা ভালমতো দেখা যাবে না। এর কারন অনেক ওয়েব সাইট তাদের Default বাংলা ফন্ট হিসেবে আকারে ছোট SolaimanLipi ফন্ট দিয়ে রাখে। ফলে বাংলা অক্ষর খুব ছোট ছোট দেখা যায়। ]]]



Emergency:- Post ti likhlam bangla er somadhan er jonno kintu jara bangla portei parchen na tara ki korben? kono chinta nai…apnader jonno pura post ti ami PDF formate e create korechi. PDF ti download kore pore 100% somadhan kore nin. icon biggrin বাংলা সমস্যা, আর না আর না (পরিপূর্ণ সমাধান) !!!
PDF ti download korte click korun EKHANE. 



*** এভার আপনার মজিলা রিস্টার্ট দিন আর দেখুন বাংলা এর কোন সমস্যা আছে কিনা! এভার ঝকঝকে বাংলা দেখুন কোন সমস্যা ছাড়া। আর মনের আনন্দে গান গান আহা কি আনন্দ বাংলা দেখাতে।
আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।
আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

COUNTER W