Tuesday, June 26, 2012

পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )


আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন এবং থাকবেন icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
আজকে আমি আপনাদের সাথে পিসি টু পিসি হোম নেটওয়ার্কিং এর সম্পূর্ন টিউটোরিয়াল উপস্থাপন করব icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
এর জন্য আমাদের প্রথমেই লাগবে একটা ইথারনেট কেবল যার মাধ্যমে আমরা দুইটা পিসির মধ্যে সম্পর্ক শাপন করতে পারব ।
ethcable568a পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )যদি আমরা দুইএর অধিক পিসির সাথে নেটওয়ার্ক সেটাপ দিতে চাই তাহলে আমাদের লাগবে একটা সুইচ ।
hsw 08 front পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )

এখন আসল কাজের পালা icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )

প্রথমে Start থেকে Control Panel এ জান ।
gf পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )সেখান থেকে Network Connection এ ক্লিক করুন
Image 2 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )তারপর Set Up a small Home Or Office network এ ক্লিক করুন
Image 3 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
তারপর Next এ ক্লিক করুন
Image 4 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
তারপর আবার Next এ ক্লিক করুন
Image 5 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
এখানে Other সিলেক্ট করে Next এ ক্লিক করুন
Image 7 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
তারপর This Computer belongs to an network does not han an Internet Conection সিলেক্ট করে নেক্স এ ক্লিক করুন
Image 9 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
এখানে যেকোনো একটা নাম দিয়ে নেক্সট এ ক্লিক করুন
Image 10 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
Home অথবা Office যেকোনো একটা লিখে Next এ ক্লিক করুন
Image 11 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
এখানে আপনি প্রিন্টার শেয়ার করতে চান না চান তা জজ্ঞাস করা হয়েছে
আপনার প্রয়োজন অনুসারে দিয়ে Next এ ক্লিক করুন
Image 12 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
Next icon biggrin পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
Image 13 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
এখন কিছুক্ষন লোডিং হবে icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
Image 14 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
তারপর Just Finish the wizard…………….. সিলেক্ট করে Next icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
Image 15 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
Finish এ ক্লিক করার পর পিসি রিস্টার্ট নিতে চাইবে icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
Image 16 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
এখন পিসি রিস্টারট দেওয়ার পর আপনি অন্য যেকোনো পিসি যেগুলো আপনার সাথে সংযুক্ত সেগুলো থেকে ইচ্ছা মত ডেটা কপি করতে পারবেন icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
এজন্য যে পিসি থেকে ফাইল শেয়ার করবেন সেখান কার ড্রাইভ গুলো শেয়ারিং দেওয়া থাকতে হবে ।

কিভাবে ড্রাইভ শেয়ার করবেন ?

প্রথমে My Computer থেকে যেকোনো ড্রাইভে রাইট ক্লিক করে Propertise এ যান । তারপর Shearing এ ক্লিক করুন ।
Image 5 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
তারপর বেগুনী রঙ এর লেখা টাতে ক্লিক করেন । এখন আপনি কি কি শেয়ার করতে চান তা দেখাবে
এখানে একটা অপশান আছে allow network users to change my files . আমার পরামর্শ এই যে আপনার এটা তে ক্লিক না করাই ভালো । কারন এতে আপনার যেকোনো ফাইল অন্য পিসিতে বসে ডিলেট করে দেওয়া যাবে :O
ghj পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
হয়ে গেলো icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D ) এখন কথা আপনি কোথার থেকে ফাইল দেখবেন ? এজন্য আপনাকে Start থেকে My Network Places এ ক্লিক করতে হবে ।
Image 1 পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
তারপর View Work group Computers এ ক্লিক করতে হবে ।
Image 2hmk পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
এখান থেকে আপনার নেটওয়ার্ক এর সকল পিসি দেখতে পারবেন icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
hk পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
ব্যাস কাজ শেষ icon smile পিসি টু পিসি নেটওয়ার্কিং ( সম্পূর্ন টিউটোরিয়াল :D )
বিঃদ্রঃ এত দ্বারা সর্ব স্বাধারনের অবগতির জন্য জানানো জাইতেছে যে এই বিশাল পোস্ট করার সময় যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে ক্ষমার অতি আবশ্যক :p


No comments:

Post a Comment

COUNTER W