Monday, July 16, 2012

মাইক্রোসফট অফিস এর যোগ্য বিকল্প ‘ওপেন অফিস’


 মাইক্রোসফট অফিস এর যোগ্য বিকল্প ‘ওপেন অফিস’
আপনারা সবাই কেমন আছেন?
টিউনার পেজে এটি আমার প্রথম পোস্ট। কোন ভুল হলে মাফ করবেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্টটি শুরু করছি।
আমরা সাধারণত আমাদের নানান রকম কাজে ব্যাবহার করি ‘মাইক্রোসফট অফিস’।
এটিতে নানারকম সিরিয়াল কি আমাদের ব্যাবহার করতে হয় সফটওয়্যার টি অ্যাকটিভেট করতে হয়। এরকম নানা ঝুতঝামেলার মধ্য দিয়ে আমাদের ব্যাবহার করতে এই সফটওয়্যার টি।
কিন্তু, আপনারা চাইলে মাইক্রোসফট এর বিকল্প হিসেবে ব্যাবহার করতে পারেন ওপেন অফিস।
ওপেন অফিসকে মাইক্রোসফট এর যোগ্য বিকল্প বলা জায়।  এখানে আপনি মাইক্রোসফট এর সকল কাজ কর্ম করতে
পারেবন। তাছারা, মাইক্রোসফট এর এক্সেল ব্যাবহার করা যতটা কঠিন ওপেন অফিস এ আপনি এর চেয়ে অনেক সহজে ব্যাবহার করতে পারেবন।
ইদানিং, ফ্রীওয়্যার সফটওয়্যার এর জনপ্রিয়তা বাড়ছে। যেমন আগে আমরা শুধু ইন্টারনেট এক্সপ্লোরার ব্যাবহার করলেও এখন অনেকেই মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি ব্যাবহার করছেন।
তাই, একবার ব্যাবহার করে দেখতে পারেন ওপেন অফিস।

নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হল।
আশা করি, পোস্টটি আপনাদের ভাল লেগেছে।
সবাইকে ধন্যবাদ। কমেন্ট করতে ভুলবেন না।
নিজে জানুন,অন্যকে জানান

No comments:

Post a Comment

COUNTER W