Wednesday, July 18, 2012

JAVASCRIPT এর টিউটোরিয়াল এবার আপনার জন্য(পর্ব-১)


আজ আমি আপনাদের সামনে javascript টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সবার ভাল লাগবে।
একটি ওয়েবসাইট কে সোন্দর্য্যমন্ডিত করতে চাইলে javascript এর অনেক প্রয়োজন।
জাভাস্ক্রিপ্ট কি ঃ- এটি এক ধরনের ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এর অর্থ হচ্ছে যে ওয়েব ব্রাউজ করবে তার ব্রাউজার এই স্ক্রিপ্টগুলোকে run/execute করবে।।জাভাস্ত্রিপ্ট এর প্রধান সুবিধা হল এর মাধ্যমে ভিজিটরকে সাইটের এর প্রতি আর্কষন সৃষ্টি এর যায়।
আপনার প্রথম জাভাস্ক্রিপ্ট কোড
আমাদের প্রথম ধাপ হচ্ছে ট্যাগ ব্যবহারের মাধ্যমে ব্রাউজার কে বোঝাতে হবে যে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি। script type হিসাবে “text/JavaScript” সেট করতে হবে।
48 NPV JAVASCRIPT এর টিউটোরিয়াল এবার আপনার জন্য(পর্ব ১)
ওয়েব পেজ এর body তে লিখতে হলে document.write( ) ব্যাবহার করা হয়।
যদি কারো বুঝতে সমস্যা হয় তবে এখানে কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে আরো সুন্দর জিনিস নিয়ে হাজির হব। সাথেই থাকুন। ভালো কোন টিউটোরিয়াল পেতে ক্লিক করুন http://freelancing.global-itbd.com

No comments:

Post a Comment

COUNTER W