Friday, February 17, 2012

অনিশ্চিত ক্লার্ক, ৬ মাস মাঠের বাইরে মার্শ


খুব সম্ভব এক ম্যাচ পরই দায়িত্বটা ছাড়তে হচ্ছে না রিকি পন্টিংকে। হ্যামস্ট্রিংয়ের ওই চোটের কারণে আগামীকাল ভারতের বিপক্ষে ব্রিসবেনেও হয়তো খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাই আরো এক ম্যাচের জন্য পন্টিংয়ের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা জানালেন খোদ ক্লার্কই, 'আমার চোটের যা অবস্থা তাতে মনে হয় না ব্রিসবেনে খেলতে পারব। ফিট হওয়ার জন্য ফিজিওর সঙ্গে গত কয়েকটা দিন যথেষ্ট পরিশ্রম করেছি। খেলতে না পারলে যে কারোই খারাপ লাগে। তবে আমি জানি পন্টিংয়ের দায়িত্বটা পালন করতে কোনো সমস্যাই হবে না। অনেক দিন ধরেই তো এই কাজটা স্বাচ্ছন্দ্যে করে এসেছে ও।'
পন্টিং না হয় আরো এক ম্যাচে নেতৃত্ব দেবেন। কিন্তু সেই ম্যাচেও রান না পেলে হ্যাডিনের মতো 'বিশ্রাম' দেওয়া হতে পারে এই কিংবদন্তিকেও। এবারের ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে তাঁর রান ২, ১, ৬ ও ২। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে একটি ডাবল ও একটি সেঞ্চুরি পাওয়া পন্টিংয়ের রান না পাওয়ায় তাই উদ্বিগ্ন সেই দেশের মিডিয়া। হেরাল্ড সান তো লিখেই ফেলেছে, '৩৭ বছর বয়সী পন্টিংয়ের দলে থাকতে রান করতেই হবে। রান ছাড়া ওর হয়ে কথা বলবে না কেউই। ব্রিসবেনেও ব্যর্থ হলে হয়তো হ্যাডিনের মতো বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে।'
ব্রিসবেনে না পারলেও ত্রিদেশীয় সিরিজেই ফিরবেন ক্লার্ক। তবে এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তরুণ অলরাউন্ডার মিচেল মার্শের। পরশু সিডনিতে অনুশীলনের সময় পিঠে ব্যথা পান ২০ বছর বয়সী এই ক্রিকেটার। পরে স্ক্যানে ধরা পরে চিড়। পুরোপুরি সেরে উঠতে মাস ছয়েকের মতো লেগে যেতে পারে মার্শের। তাঁর পরিবর্তে ব্রিসবেনের ম্যাচের জন্য এখনো অবশ্য কাউকে ডাকেননি নির্বাচকরা। তবে দরকার পড়লেই কেবল ডাকা হবে কাউকে। ওয়েবসাইট

No comments:

Post a Comment

COUNTER W