Thursday, February 23, 2012

বাংলাদেশীদের জন্যে এডসেন্স নিয়ে আসছে বেশ কিছু সুখবর !

Share
বাংলাদেশী এডসেন্স পাবলিশাররা আর মাত্র দুই মাসের মধ্যে দারুন দুইটি সু্যোগ পেতে যাচ্ছেন। প্রথম টি হল এডসেন্স ফর মোবাইল। আমাদের দেশের এডসেন্স পাবলিশাররা তাদের ওয়াপ সাইটে এডস দিতে পারতেন না কিন্তু ১লা মে থেকে তারা এই সুযোগ পেতে যাচ্ছেন। আর ঐ দিনই বন্ধ হয়ে যাবে গুগলের জনপ্রিয় বিজ্ঞাপন প্রতিষ্ঠান এডমোব। এডমোব পাবলিশাররা তাদের এডসেন্স একাউন্টে রি-ডাইরেক্ট হয়ে যাবেন আর যেসব এডমোব পাবলিশারদের এডসেন্স একাউন্ট নাই তারা তাদের ওয়াপ সাইটে আর বিজ্ঞাপন দিতে পারবেন না। বর্তমানে এডমোব দু রকম ভাবে পেমেন্ট করে থাকে। পেপাল এবং ব্যাংকের মাধ্যমে তারা পেমেন্ট করে । আর যেহেতু এডমোব থাকছেনা তাই গুগল পেপাল বাদ দিয়ে দিবে। আরেক কারন হল পেপাল গুগলের এক নাম্বার অপছন্দের তালিকায় আছে। তাই যারা এডমোব থেকে এডসেন্সে লিংকেড হয়ে যাবেন তাদের পেমেন্ট এর কথা বিবেচনা করে গুগল এডসেন্স তাদের পেমেন্ট সিস্টেমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আর সুযোগে আমরা পেয়ে যাব ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে অর্থ উত্তোলনের সুবিধা। আপাতত যারা এডমোব থেকে এডসেন্সে লিংকেড হবেন তারা এ সুবিধা পাবেন।এবং পরবর্তিতে সকল বাংলাদেশী পাবলিশাররা এই সুবিধা গ্রহন করতে পারবেন। আমদের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বছরের পর বছর এডসেন্সের কাছে দাবি জানিয়ে আসতেছিলাম আমরা। আর আজ আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন পেমেন্টস থেকে মাত্র দুই মাসের ব্যবধানে আছি। ব্যাংকের মাধ্যমে এডসেন্সের অর্থ উত্তোলন করা যে কি কষ্টের, সেটা এডসেন্স পাবলিশাররা ছাড়া মনে হয় কেউ অনুভব করতে পারবেনা। তাই গুগল এডসেন্স টীমকে জানাই আমাদের পক্ষ থেকে প্রান ঢালা অভিনন্দন এবং ভালবাসা। আমি যেদিন এডসেন্স একাউন্ট পেয়েছিলাম সেদিন মনে হয়েছিল ,আমি ডিভি লটারি পেয়ে গেছি। এডসেন্স একাউন্ট না পেলে হয়ত আজকের এই পর্যায়ে থাকতে পারতাম না। অনেক আগেই পিটিসি বা ডুল্যান্সারের খপ্পরে পড়ে ঝরে যেতাম অনলাইন জগৎ থেকে…

No comments:

Post a Comment

COUNTER W