Thursday, February 23, 2012

বিদায় NTFS বিদায়!! আসছে ReFS ফরম্যাট | অবশ্যই পোষ্টটি দেখুন- নয়ত তথ্যটি হারাবেন!!!

আসসালামু আলাইকুম, সবাইকে আজকে টিউনারপেজ এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশে-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
https://www.facebook.com/unselected
টিউনারপেজ এর জন্মদিন গেল গত ২১শে ফ্রেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। দারুণ মজা করেছে সবাই। আরে বাহ! জটিলসসসসস। টিউনারপেজের এডমিন “টিজে মহা প্লাবন” ভাই বলল, “আমার মনে হয় মজা আর কেউ কখনও মিটআপে করে নাই ও আমাদের স্মরণীয় একটি মিটআপ হল এটি।” যারা গিয়েছে তারা ভালই মজা নিয়েছে। আমি যেতে পারি নি, তাই মজাও নিতে পারি নি। :-( সামনের মিটআপগুলোতে আশা করি যাব, ইনশাআল্লাহ :-)
আজকের পোষ্টটের শিরোনাম দেখেই কি আকাশ থেকে পড়লেন?? আরে মিয়া আপনি কি আকাশে আছেন যে, আকাশ থেকে পড়বেন :-P শিরোনাম যেটা দিয়েছে এটি ১০০% সঠিকই দিয়েছি। আপনাদের সবাই ফাইল ফরম্যাট NTFS এর বিদায় নিচ্ছে। তার সময় শেষ হয়ে গেছে। তার জায়গায় এখন আসছে ReFS ফাইল ফরম্যাট।
https://www.facebook.com/unselected

Goodbye NTFS hello ReFS

আপনারা সবাই ই উইন্ডোজ ৮ বাজারে আসার খবরটা জানেন। উইন্ডোজ ৮ বাজারে আসার আগেই এর উপর ভিত্তি করে মাইক্রোসফট কর্পোরেশান অনেকগুলো জিনিসের পরিবর্তন ঘটাচ্ছে। এর মধ্যে একটি হল Goodbye NTFS hello ReFS. ReFS এর সঠিক মিনিং হচ্ছে Resilient File System. Resilient File System টি প্রযুক্তি মানে কম্পিউটার প্রযুক্তিতে একটি নতুন বিবর্তন সৃষ্টি করবে।
Storage System এর প্রথম অবস্থা, Windows Server 8 দিয়ে ReFS ফাইল ফরম্যাট তার নিজস্ব পথ চালু করবে। প্রথমে এটি Windows clients এর Storage System ও পরে ultimately “as a boot volume” হবে।

ReFS এর গঠন প্রণালী


ReFS is meant to maintain compatibility with the most frequently-used features of NTFS, including Bitlocker encryption compatibility, Access Control Lists (ACLs) to control permissions, change notifications, symbolic links, and others, while shedding legacy features and picking up new ones to make it more useful and versatile on today’s drives.
https://www.facebook.com/unselected
মূলতঃ Windows 8 ও Windows Server 8 এর স্টোরেজ সিস্টেম হল ReFS. এটি বিভিন্ন ভাবে কাজ করবে, ধরেন drive extender এর মতো। এছাড়াও এটি ডাটার verification ও auto-correction করবে এবং একটি বড় অপারেশান করার জন্য প্রস্তুত করবে আপনার ডাটাকে। এটার শেষ অংশ শুধু file fragmentation নয়, বড় বড় সমস্যাগুলোও সমাধান করে দিবে। অতএব বুঝতেই পারছেন, এটি সিস্টেমের জন্য করত জটিল ও মজার করে তৈরি করা হয়েছে।
https://www.facebook.com/unselected
https://www.facebook.com/unselected

একটি নতুন অপারেটিং সিস্টেম মানেই একটি নতুন অপারেটিং সিস্টেম

মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম কার্যক্রম চালাচ্ছে প্রায় ৩০ বছর যাবত। এর মধ্যে অনেকগুলো অপারেটিং সিস্টমের পার্ট তৈরি করেছে। এর মধ্যে একটি হল DOS মডেল। এই অপারেটিং সিস্টমটি খুবই ভাল ছিল। কিন্তু মাইক্রোসফট এর আরেকটি গ্রাফিক্যাল মুডে অপারেটিং সিস্টেম তৈরি করে, যার নাম ছিল উইন্ডোজ ৯৫। এই অপারেটিং সিস্টমটি আসার সাথে সাথে মাইক্রোসট তার হাতের আঙ্গুলের ইশারায় DOS অপারেটিং সিস্টেমটিকে উঠিয়ে দেয়। তেমনি ভাবে উইন্ডোজ ৮ তৈরি করা হয়েছে। যেখানে আপনারা সবাই দেখবেন সবকিছু ভিন্ন ভাবে। যেমনটি দেখেছিল DOS অপারেটিং সিস্টেম ব্যবহার কারিরা উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমটিকে।
https://www.facebook.com/unselected
একদমই নতুন নতুন সব ফিচার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। এখন চলছে মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর ডেভেলপার প্রিভিউ ভার্সন। আগামী ২৯শে ফ্রেব্রুয়ারী, ২০১২ তে রিলিজ হচ্ছে  Windows 8 Consumer Preview. আশা করি আপনাদের ভাল লাগবে এটি।
https://www.facebook.com/unselected
মূল উইন্ডোজ ৮ কখন রিলিজ হবে??? এমন প্রশ্ন করা হয়েছিল মাইক্রোসফটকে। তারা বলেছে
Still up in the air, but maybe by the 3rd quarter of 2012.

No comments:

Post a Comment

COUNTER W