Friday, June 15, 2012

গুগল অ্যাডসেন্স সহজে পাওয়ার স্থান


আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ও বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ২ য় পোস্ট tunerpage এ। আজকে আমি গুগল অ্যাডসেন্স নিয়ে আলোচনা করবো। কিভাবে অতি সহজে গুগল অ্যাডসেন্স পাওয়া যায়। আশা করি আমার এই পোস্ট পরলে আপনারা খুব সহজে গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন। আমি আমার আগের পোস্ট করে ও এতো খুশি হলাম না। কারন পোস্ট করে ও কোনো comments না থাকলে কার না ভালো লাগে। বেশি আবল-তাবল কথা না বলে কাজের মধ্যে যাই।
আপনি যদি Bukisa এর মাধ্যমে যদি গুগল অ্যাডসেন্স পান। তাহলে গুগল অ্যাডসেন্স এর আয়ের টাকা থেকে Bukisa 40% কেটে  নিবে।
example: আপনি যদি ১০০$ আয় করেন তাহলে ৪০ ডলার ওই কোম্পানি নিয়ে নিবে।
তাহলে আপনি যদি ইচ্ছুক হন কাজ শুরু করি।
১. একটা নতুন ইমেইল বানান। (mail.google.com)
2. Bukisa.com এ যান এবং রেজিস্টার করুন। ৭০-৮০ % profile complete করুন।
৩. Bukisa.com এ 2-3 টা Unique পোস্ট করতে হবে। (কোনো সাইট থেকে কপি করলে হবে না)

উপরের ২ নং এবং ৩ নং কাজ হয়ে গেলে গুগল অ্যাডসেন্স এ Apply করি। নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

এবার সব ঠিক মত fill up করে submit করুন। দেখুন আপনার ইমেইল এ একটি message এসেছে। confirm এ ক্লিক করে আবার সব ঠিক মতো আপনার information দিয়ে submit করুন। ৪-৫ ঘণ্টা wait করুন। আপনার ইমেইল চেক করুন।

congratulation, Your Google Ad Sense Account is Approved. 

এবার আপনি চাইলে গুগল অ্যাডসেন্স এ লগিন করে ADS বানিয়ে আপনার সাইট এ প্রদর্শন করতে পারেন। (আপনার কোনো সাইট থাকলে)

আমার পোস্ট ভালো লাগলে comments করতে ভুলবেন না। Please.

কোনো প্রকার হেল্প লাগলে আমি আছি।

No comments:

Post a Comment

COUNTER W