Thursday, March 8, 2012

নাটকীয় ম্যাচে শিরোপা অস্ট্রেলিয়ার

শেষ হাসি শেষ পর্যন্ত হাসল অস্ট্রেলিয়া। গতকাল বৃহস্পতিবার লো স্কোরিং ম্যাচে বোলারদের শিহরণ জাগানিয়া নৈপুণ্যে তারা জিতে নিলো কমনওয়েলথ ত্রিদেশীয় সিরিজ। ম্যাচে নাটকীয়তা ছিল। কিন' অসি বোলারদের সামনে পেরে ওঠেনি চমক সৃষ্টি করার অন্যতম দল শ্রীলঙ্কা। তারা হেরে গেছে ১৬ রানে। অ্যাডিলেডের ওভাল ট্র্যাক প্রথমে ব্যাট করতে নামা অসি ব্যাটসম্যানদের তেমন সহায়তা করেনি। ফলে তিন ফাইনালের শেষ ফাইনালে ক্লার্ককে ছাড়া খেলতে নামা অস্ট্রেলিয়া ২৩১ রানের বেশি করতে পারেনি। অস্ট্রেলিয়া যে শিরোপা জয় করবে, এমন স্কোর দেখে কেউই ধারণা করেননি। কিন' চমক যে জমা ছিল অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সময়। তাদের পেসার ম্যাককে শ্রীলঙ্কার শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে আউট করলে তারা ২১৫ রানে গুঁড়িয়ে যায়। উপল থারাঙ্গা ৭১ রানের মনমাতানো ইনিংস খেললেও তার দলকে জয়ী করার জন্য যথেষ্ট ছিল না। থিরিমান করেন ৩০ রান। এরপর অন্য কোনো ব্যাটসম্যানেরা তেমন রান করতে পারেননি। অস্ট্রেলিয়া যখন জয়ের আনন্দে মেতে উঠল তখনো বল বাকি ছিল ৭টি। অস্ট্রেলিয়ার এই জয়ের মূল নায়ক হচ্ছেন ম্যাককে। তিনি দলের বিপর্যয়ের মুখে ৩২ বলে ২৮ রানের একটি ইনিংস খেলেন। আর বল হাতে যা করলেন তা তো ইতিহাস। ম্যাককের পাশাপাশি ব্রেট লি ৫৯ রানে নেন ৩ উইকেট। অধিনায়ক শেন ওয়াটসন ১৩ রানে নেন ২টি উইকেট। এর আগে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে। শুরুটা তারা ভালোই করেছিল। আগের দুই ম্যাচে সেঞ্চুরিয়ান ওয়ার্নার ও ওয়েড শ্রীলঙ্কার বোলারদের দেখেশুনে খেলেন। ধীরে ধীরে রানের গতি বাড়তে থাকে। কিন' দুর্ভাগ্য ওয়ার্নারের। তিনি মাহরুফের বলে ক্যাচ তুলে দেন সাঙ্গাকারার হাতে। তার ইনিংস আটকে যায় ৪৮ রানে। এরপর বেশিদূর দলকে নিয়ে যেতে পারেননি ক্লার্কের বদলে অধিনায়কত্ব করা ওয়াটসন। তিনি করেন ১৯ রান। ম্যাথু ওয়েড ১ রানের জন্য হাফ সেঞ্চরি করতে পারেননি। তার পরেই ব্যাটিং বিপর্যয়। ডেভিড হাসি, মাইক হাসি ও পিটার ফরেস্ট যখন প্যাভিলিয়নে ফিরে যান, তখন স্কোরবোর্ডে ১৩৫। উইকেট গেছে ৫টি। এরপর ব্রেট লি ও ম্যাককে কিছুটা দৃঢ়তা দেখালে অস্ট্রেলিয়ার ইনিংস ২৩১ রানে শেষ হয়। লঙ্কান বোলারদের মধ্যে পারভেজ মাহরুফ ৪০ রানে ৩ উইকেট নেন। নুয়ান কুলাসেকারা নেন ২ উইকেট। রান দিয়েছেন তিনি ৪০টি।

No comments:

Post a Comment

COUNTER W