Thursday, March 8, 2012

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনমন

ফিফা র‌্যাংকিংয়ে সাত ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। জুরিখ থেকে প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬৪তম স্থানে। আগের মাসে বাংলাদেশ ছিল ১৫৭তম স্থানে। সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা নেপাল (১৫৩) এমনকি ভারতেরও (১৫৮) অবনমন ঘটেছে র‌্যাংকিংয়ে। তবে বিশ্ব র‌্যাংকিংয়ে ঠিকই শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। জার্মানিকে হটিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে হল্যান্ড। জার্মানি রয়েছে তৃতীয় স্থানে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল ডাচরা। যে কারণে তাদের র‌্যাংকিংয়ে উন্নতি। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-১ গোলে তৃতীয় স্থানে চলে আসে জার্মানরা। দিয়েগো ফোরলান আর লুইস সুয়ারেজের দল উরুগুয়ে রয়েছে চতুর্থ স্থানে। দুই ধাপ এগিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল চলে এলো পাঁচ নম্বরে। তিন ধাপ এগিয়ে আর্জেন্টিনা এসেছে আট নম্বরে।

No comments:

Post a Comment

COUNTER W