Sunday, March 11, 2012

Firefox এর ব্যাকআপ রাখুন খুব সহজে।

প্রথমেই বলি আমার পোস্ট গুলো একদম নতুন যারা তাদের জন্য।
যারা আমরা মোজিলা ফায়ারফক্স ব্যবহার করি তাদের জন্যই এই পোস্ট টা। মোজিলায় অনেক তথ্য জমা থাকে যেমন- বুকমার্ক, পাসওয়ার্ড, অ্যাড-অন ইতাদি । এবার ধরুন আপনার কম্পিউটার নতুন সেটআপ দিলেন তখন মোজিলার এই তথ্য গুলো কিভাবে পাবেন। সেই জন্য যদি এগুলোর ব্যাকআপ রাখা যায় তবে চিন্তা থাকবেনা। এই ব্যাকআপ এর ব্যাপারে আজ একটু বলবো। ব্যাপার টা খুবই সহজ।
১> প্রথমে এখান থেকে একটা জিপ ফাইল ডাউনলোড করে নিন, মাত্র ৭৬৪ কেবি।
২> এবার extract করে নিন। ফাইল টা ওপেন করে MozBackup এর উপর ডবল ক্লিক করুন
৩> next করলেই নিচের মত একটা windo আসবে, এখানে দেখুন আমার মোজিলার ভার্সন দেখাচ্ছে এবার এটা সিলেক্ট রেখে উপরে Backup a Profile সিলেক্ট রেখে next ক্লিক করুন (ফায়ারফক্স যেন বন্ধ থাকে)
৪>এবার Browse করে backup রাখার জায়গা টা দেখিয়ে দিন। (আমি pen driveএ ব্যাকআপ টি রেখেছি) next করুন।
৫> এবার চাইবে আপনি কি password দিয়ে রাখবেন। password দিলে yes করে password দিয়ে ok করুন, এবার নিচের ছবির মত টিক গুলো রেখে next করুন।
একটু অপেক্ষা করুন
Finish ক্লিক করুন, আপনার মোজিলার ব্যাকআপ হয়ে গেছে।
এবার Restore করবেন কি ভাবে?
Just ৩ নম্বরে Backup a Profile এর জায়গায় Restore a Profile সিলেক্ট করে next করুন,
আর Browse করে backup রাখার জায়গা টা দেখিয়ে next করুন। password দেওয়া থাকলে password দিয়ে ওকে করুন, ( password দিলে ব্যাকআপ টা অনেক secured থাকবে)
next করুন, Finish ক্লিক করুন।
দেখুন আপনার মজিলা একদম আবার আগে মতো। কেমন লাগলো জানাবেন, আর কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন।

No comments:

Post a Comment

COUNTER W