Sunday, March 11, 2012

এরচেয়ে সহজ আর কিছু হতেই পারে না। আপনার পেনড্রাইভে কপি করে নিয়ে ইনস্টল করুন Windows 7/8/XP!!!


সকলকে সালাম জানিয়ে আমার ২য় পোস্ট শুরু করলাম। একই বিষয় নিয়ে আগেও অনেক টিউন করা হলেও আমার মনে হয় আগের গুলোর তুলনায় এটি সহজ হবে। বলা বাহুল্য এই পদ্ধতি  WINDOWS 7/ WINDOWS 8 / Windows XP এর ক্ষেত্রে প্রযোজ্য।

প্রথমে Windows 7 USB-DVD Tool – এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
সাইজঃ ৮৯০ কেবি।
এটি Microsoft Corporation –এর অফিশিয়াল টুল। এর মাধ্যমে Windows 7-এর যেকোন ইমেজ ফাইলকে USB অথবা DVD –তে রুপান্তর করতে পারবেন।


প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
তারপর ওপেন করুন।
ছবিটির মত করে BROWSE –এ আপনার Windows –এর ISO file  নির্দেশ করুন।


এখন USB চাইলে USB অথবা DVD –তে burn করতে চাইলে DVD সিলেক্ট করে নিন। তারপর Start Over –এ ক্লিক করুন।


আশা করি পোস্ট টি মোটামুটি সকলের কাজে আসবে।

ধন্যবাদ।

No comments:

Post a Comment

COUNTER W