Friday, February 24, 2012

বিপিএলের শেষ অধ্যায় শুরু আজ

চট্টগ্রাম অধ্যায় শেষ। বন্দরনগরীতে ৮ ম্যাচ শেষে আজ ঢাকায় শুরু হচ্ছে বিপিএলের শেষ অধ্যায়। টানা ছয় দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম বিপিএলের শেষ ১১টি ম্যাচ। প্রাথমিক পর্বের আর ৮টি ম্যাচ বাকি। ২৮ ফেব্রুয়ারি একই দিনে দুটি সেমিফাইনাল, পরদিনই ফাইনাল।
এক সিলেট রয়্যালস ছাড়া বাকি ৫টি দলই আছে সেমিফাইনালের লড়াইয়ে। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে খুলনা রয়েল বেঙ্গলস। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে দুইয়ে দুরন্ত রাজশাহী। তবে ম্যাচ একটি কম খেলেছে রাজশাহী, আজই সুযোগ থাকছে খুলনাকে টপকে শীর্ষে ওঠার। দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের দল মুখোমুখি হবে তলানিতে থাকা সিলেট রয়্যালসের।
সমান সাত ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া দুই দল—ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগং কিংস আজ মুখোমুখি হবে দিনের প্রথম ম্যাচে। পরশুর ম্যাচে মাথায় চোট পাওয়া ঢাকার পাকিস্তানি ওপেনার ইমরান নাজির কালই ফিরেছেন ঢাকায়। স্থানীয় এক হাসপাতালে আরেক দফা পরীক্ষা করিয়েছেন। তবে এবারও গুরুতর কিছু ধরা পড়েনি, আজ তাই মাঠে নামারও সম্ভাবনা আছে তাঁর ভালোভাবেই। পরশু সিলেটের বিপক্ষে ম্যাচে হেলমেট ছাড়া ব্যাটিং করছিলেন নাজির, পিটার ট্রেগোকে পুল করতে গিয়ে বল লেগেছিল মাথায়। ছোটখোটো কিছু সমস্যা ছিল চিটাগংয়েরও। হালকা জ্বরে ভুগছিলেন তামিম ইকবাল, এনামুল হক, ফরহাদ রেজারা। তবে আজ তাঁদেরও মাঠে নামার কথা।

No comments:

Post a Comment

COUNTER W