Wednesday, February 1, 2012

আপনার নোকিয়া মোবাইলের ডিসপ্লেতে থাকবে আপনার নাম।

আপনার নোকিয়া মোবাইলের ডিসপ্লেতে থাকবে আপনার নাম।

আমি নোকিয়া ১১০০, ১৬০০ ইত্যাদি সেটের মতো প্রোফাইলের নাম পরিবর্তন করে ডিসপ্লেতে নাম আনার কথা বলছি না। এইটা একটা ট্রিকস্।
আগেই বলে রাখা ভাল যাদের মোবাইল Push to talk সুবিধাটি আছে তারাই এড করতে পারবে।
যেসকল মোবাইলে ইন্টারনেট আছে সেগুলাতে সাধারনত Push to talk থাকার কথা।
যাই হোক যেভাবে এড করবেন।
১। প্রথমে আপনি যে নাম ডিসপ্লেতে রাখতে চাচ্ছেন সে নামটি যে কোন নাম্বার দিয়ে (যেমন ১, ২ ইত্যাদি) Contacts এ সেভ করুন।
২। চলে যান Push to talk এর PTT settings এ।
৩। এবার দেখেন PTT key Default function নামে একটি অপশন আছে সেখানে ঢুকুন।
৪। এখান থেকে Select করুন Call contacts/group এ ।
৫। Choose contact or group to be called আসবে অর্থাৎ আপনাকে Contacts থেকে একটি নাম Select করতে বলছে Push to talk এ Call করার জন্য। But আপনি এখানে আপনার নামটি সিলেক্ট করে দিবেন।
এবার Home ডিসপ্লেতে চলে এসে দেখুন Operator এর ঠিক নিচেই আপনার Selected নাম টি Show হচ্ছে।
ট্রিকস্ টি ভাল লাগলে মন্তব্য করবেন।

No comments:

Post a Comment

COUNTER W