Monday, February 27, 2012

আফ্রিদির জন্য গ্গ্ন্যাডিয়েটর্সের হেলিকপ্টার

খেলা শেষ হতে হতে আবুধাবিতে রাত সাড়ে ১১টা বেজে যাবে। ইংল্যান্ডের বিপক্ষে ওই টি২০ ম্যাচটি শেষ করেই মাঠ থেকে বিমানবন্দরে ছুটে যাবেন তিনজন। শহিদ আফ্রিদি, সাঈদ আজমল আর শোয়েব মালিক। তিনজনই ঢাকা আসার বিমান ধরবেন বিপিএলের জন্য। আফ্রিদি আর আজমল খেলবেন ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্সের হয়ে আর শোয়েব মালিক নামবেন চিটাগাং কিংসের হয়ে। এই তিন পাকিস্তানির জন্যই মুখিয়ে আছে বিপিএলের ফ্রাঞ্চাইজিরা। তবে তাদের মধ্যে ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্সের আগ্রহটা যেন একটু বেশিই। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ আফ্রিদিদের বিমান ঢাকা নামার কথা। আর ওইদিনই সেমিফাইনাল ম্যাচ। কিন্তু সিডিউল আর সেমির চারটি দলের অবস্থান চূড়ান্ত না হওয়ায় আফ্রিদিদের জন্য বাড়তি ব্যবস্থা রেখেছে ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্স। যদি কোনো কারণে আফ্রিদিদের বিমান আসতে দেরি হয় এবং ওইদিন ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্সের ম্যাচ দুপুর দুটোয় থাকে, তাহলে বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে মিরপুর মাঠে নিয়ে আসা হবে আফ্রিদি আর আজমলকে। 'আমাদের হেলিকপ্টার বিমানবন্দরেই থাকবে। যদি কোনো কারণে আফ্রিদিদের বিমান আসতে দেরি করে, তাহলে ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য আফ্রিদি আর আজমলকে হেলিকপ্টারে করে মিরপুর আনা হবে। কেননা, এ দুই ক্রিকেটার আমাদের দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া সেমিফাইনালের মতো নকআউট ম্যাচে আফ্রিদি এবং আজমলকে ভীষণভাবে চাইছে টিম ম্যানেজমেন্ট। সব কিছু বিবেচনা করেই হেলিকপ্টার ঠিক করা হয়েছে।' ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্সের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খানের কথাতেই পরিষ্কার, সেমিফাইনালে আফ্রিদির উপস্থিতি কতটা আত্মবিশ্বাসী করে তুলবে দলটিকে।

No comments:

Post a Comment

COUNTER W