Monday, February 27, 2012

ধোনিকে টেস্ট অধিনায়ক আর দেখতে চান না বেদি




টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা কাটছে না ওয়ানডেতেও। এর মধ্যেই দলের সিনিয়র ক্রিকেটারদের জড়িয়ে আবার বিতর্ক। জ্বলন্ত উনুনে ঘি পড়ল যেন। নইলে এ মুহূর্তে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলবেন কেন বিষেণ সিং বেদি, 'অধিনায়ক হিসেবে সে আর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। অস্ট্রেলিয়ায় তার ব্যর্থতা স্পষ্ট। তার পরও এটা নির্বাচকদের ব্যাপার। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, টেস্ট অধিনায়কত্বে এখন পরিবর্তন আনার সময় হয়েছে।'
বরাবর চাঁছা-ছোলা মন্তব্য করে অভ্যস্ত ভারতের সাবেক এই ক্রিকেটার ধোনি বনাম সিনিয়র ক্রিকেটার দ্বন্দ্বের বিচারে যাননি। তাঁর মতে পুরো ব্যাপারটাই একটা বাজে দৃষ্টান্ত হলো তরুণ ক্রিকেটারদের সামনে। তবে ধোনি যেহেতু আগে প্রসঙ্গটা তুলেছেন, বেদির অভিযোগের তীর তাই অধিনায়কের দিকেই, 'ধোনির পর শেবাগও ভুল করেছে। দুটো ভুলের মধ্যে একজনকে তো ঠিক বলা যায় না। তবে মিডিয়ায় ধোনিই প্রথম অভিযোগ করেছে। এটা মোটেও ঠিক হয়নি।' ধোনির পাশাপাশি ভারতের সাবেক এই অধিনায়ক হতাশ বিসিসিআইয়ের কর্মকাণ্ডেই। ধোনির অধিনায়কত্ব সে কারণেও প্রশ্নবিদ্ধ তাঁর কাছে, 'এখানে অনেকের পছন্দ অপছন্দের ব্যাপার আছে। ধোনি তো আবার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক, যেটি আবার ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের দল। খোদ প্রধান নির্বাচক সেই দলের দূত।'
বেদি এই আইপিএল ব্যাপারটা থেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন। অনেকের মতো তিনিও মনে করেন, আইপিএলের অর্থ-কড়ির ঝনঝনানি তরুণ ক্রিকেটারদের বিপথগামী করছে। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়া সফরে ভারতের নাজুক পারফরম্যান্সের পেছনেও তিনি দায় দিচ্ছেন টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের এই অর্থকরী আয়োজনকে, 'আইপিএলের কারণে ক্রিকেটাররা এখন রঞ্জিতে খেলতে চাচ্ছে না, দুলিপ ট্রফিতে নামছে না। আর বিসিসিআই টাকা খরচ করেই দায়িত্ব সারছে। কিন্তু শুধু এই টাকায় যে মাঠের পারফরম্যান্স আনে না, সঙ্গে আরো অনেক কিছু লাগে, সেটা তাদের কে বোঝাবে?'
ধোনি বনাম টেন্ডুলকার-শেবাগ-গম্ভীর ইস্যুতে বেদি বোর্ড কর্মকর্তাদের অপেশাদারিত্বকে দায়ী করেছেন। প্রশ্ন তুলেছেন দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজারের ভূমিকা নিয়েও। এত সব অসংগতির মাঝে টেস্ট অধিনায়ক হিসেবে ধোনিকেও তাঁর কাছে আপত্তিকরই ঠেকছে। আর সেটা জানাতে কোনো ভণিতাও করছেন না সাবেক এই স্পিনার। পিটিআই

No comments:

Post a Comment

COUNTER W