Monday, February 27, 2012

ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

টার্গেট ২৫৩। ভারতের তারকাসমৃদ্ধ ব্যাটিং লাইনের কাছে এটা খুব একটা বেশি নয়। কিন' প্রতিপক্ষ তো অস্ট্রেলিয়া। তা-ও আবার তাদেরই হোম গ্রাউন্ডে। এটা বোধহয় ভুলেই ছিলেন ধোনি। শেষ ১০ দশমিক ৫ ওভারে অসিরা তুলতে পেরেছে মাত্র ৫২ রান। ভারতীয় দলনায়ক তো বেজায় খুশি! কিন' তার দল যে এবারের অস্ট্রেলিয়া সফরে কতটা অসহায়ত্ব দেখিয়েছে, সেটাও তো বেলালুম ভুলে ছিলেন কুল ফিনিশার ধোনি। লাভ কিছুই হয়নি। অসি বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের আরেকটি ব্যর্থতার মঞ্চায়ন হয়েছে গতকাল সিডনিতে। ত্রিদেশীয় সিরিজের মাস্ট উইন ম্যাচে ধোনি বাহিনী অলআউট ১৬৫ রানে। সেটা আবার ১০ দশমিক ৩ ওভার বাকি থাকতেই। ৮৭ রানের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালেও উঠে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
আর ভারত! বিদায়টা অনেকাংশে নিশ্চিত। ফাইনালে উঠতে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে বোনাস পয়েন্টের জয়সহ অস্ট্রেলিয়ার কাছে তাদের (লঙ্কার) হারেরও প্রার্থনায় থাকতে হবে ভারতকে। অন্যথায় কাজে আসবে না কোনো সমীকরণ। ৭ ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমানসংখ্যক ম্যাচে ভারতের ১০। আর ৬ ম্যাচে শ্রীলঙ্কার অর্জন ১৫ পয়েন্ট। এ দিনও অসি সফরে খেই হারানো ভারতের পতনের শুরুটা করেছেন ওই সেহওয়াগ। পরে ডেভিড ওয়ার্নারের দুর্দান- ফিল্ডিংয়ে ফেরেন শচিনও। ভারতের রান তখন ৩৫। তৃতীয় উইকেটে কোহলি-গম্ভীর চেষ্টা করেছিলেন দলকে ট্র্যাকে ফেরাতে। কিন' ২৫ রানের (৭৯ থেকে ১০৪) ব্যবধানে ৪ উইকেট হারানো ভারত উল্টো ছিটকে পড়ে ম্যাচ থেকে। পরে ধোনি নিজেও আউট হন ব্যক্তিগত ৮ রানে। আশ্বিন করেছেন সর্বোচ্চ ২৬ রান। ৫ ওভারে ৯ রান খরচায় কোহলি ও রায়নার উইকেট তুলে নেন ওয়াটসন।
এর আগে টস জেতা স্বাগতিকেরা ব্যাটিংয়ে নেমে ওয়ার্নার-ডেভিড হাসি ও ম্যাথু ওয়েডের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫২ রানের ফাইটিং স্কোর গড়তে সক্ষম হয়। ৬৬ বলে সাতটি চারে সর্বোচ্চ ৬৮ রান করেন ম্যাচসেরা ওয়ার্নার। ওয়েড ৫৬ ও হাসি খেলেছেন ৫৪ রানের দুর্দান- ইনিংস। পাঁচ উইকেটে এ দু’জনের ৯৮ রানের জুটিতেই আড়াই শ’ প্লাস সংগ্রহ পৌঁছে স্বাগতিক ইনিংস। সেহওয়াগ নেন তিন উইকেট ৪৩ রান খরচায়।
সংক্ষিপ্ত স্কোর
টস : অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ইনিংস : ২৫২/৯ (৫০ ওভার) ওয়ার্নার ৬৮, ওয়েড ৫৬, হাসি ৫৪; সেহওয়াগ ৩/৪৩।
ভারত ইনিংস : ১৬৫/১০ (৩৯ দশমিক ৩ ওভার) আশ্বিন ২৬, পাঠান ২২,গম্ভীর ২৩; ওয়াটসন ২/৯।
ফল : অস্ট্রেলিয়া ৮৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)। সূত্র : ক্রিকইনফো

No comments:

Post a Comment

COUNTER W