Monday, February 27, 2012

অনলাইনে বাংলা গান শুনুন

শুধু বাংলা গান শোনার সুবিধা নিয়ে ইন্টারনেটে রয়েছে লাইভগান www.livegaan.com নামের একটি ওয়েবসাইট। এ ওয়েবসাইটে আপনার পছন্দের প্রায় সব ধরনের গান। পুরনো আর নতুন সব গানই পাওয়া যাবে এ সাইটে। ১৯৫০ সাল থেকে প্রচারিত নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, লালনগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন, ক্লাসিক্যাল, ব্যান্ড, আধুনিক, লোক, রক, ফিউশন, মেটাল, ইনস্ট্রুমেন্টালসহ নানা ক্যাটাগরি অনুযায়ী পাওয়া যাবে গান। সহজে গানের খোঁজ পেতে গানের অ্যালবাম, টাইটেল কিংবা শিল্পীর নাম দিয়ে খোঁজার সুবিধা রয়েছে, এর মাধ্যমে খুব সহজেই পছন্দের গান খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি শ্রোতাদের কাছে প্রতি সপ্তাহ বা মাসের সবচেয়ে জনপ্রিয় গান কোনগুলো তাও জানার ব্যবস'া রয়েছে। রয়েছে নিজস্ব গান শোনার তালিকা তৈরির সুবিধা। তবে এ ওয়েবসাইটে শুধু গানই শোনা যাবে, গান ডাউনলোড করার কোনো ব্যবস'া নেই।

No comments:

Post a Comment

COUNTER W